বাংলাদেশ বার্তা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন স্যার আজ ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২০০৯ সালে তখন তিনি দেশের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের ৮-১০ জন মাননীয় বিচারপতিসহ দ্বীনের একটি জামাত নিয়ে আমাদের মসজিদে আসেন। তিনদিনের জামাতে মাননীয় বিচারপতিগণ ভাগ ভাগ করে সময় দিলেন।
প্রতিদিন আসরের পর আমাকেই রাহবারের দায়িত্ব নিতে হতো। কোর্টের এজলাসে যে বিচারপতিদের ভয়ে আমরা আইনজীবীরা সর্বদা সন্ত্রস্ত থাকি, সেই বিচারপতিকেই একজন সাধারণ মুসল্লি হিসাবে এলাকার মানুষের দুয়ারে গিয়ে দ্বীনের দাওয়াতের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে দেখেছি। নামাজের পর কিতাবের তালিম করতে দেখেছি একজন সাধারণ সাথী ভাইয়ের মতই।
দ্বীনের দা'ঈ সাবেক এই প্রধান বিচারপতি একজন ন্যায়বিচারক ছিলেন। এজলাসে বসে উনি আমাদের কাউকেই চিনতেন না, অথচ এজলাসের বাইরে ছিলেন সম্পুর্ণ ভিন্ন এক মানুষ।
অবসরের পর দীর্ঘদিন উনার সাথে দেখা হয়নি। একের পর এক প্রিয় মানুষগুলো এভাবে হারিয়ে যাচ্ছেন !
নিশ্চয়ই মহান আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সর্বৎকৃষ্ট প্রতিদান দিবেন।
বিচারপতি এমএম রুহুল আমিন স্যার মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। আর আল্লাহ নিজেই বলেছেন-
“ঐ ব্যক্তির কথা হতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে, নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হতে একজন। ” (সূরা হা-মিম সিজদাহ, আয়াত-৩৩)
আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন