"জনক মানে বাবা নয়, ‘আব্বা’। একইরকমভাবে তাঁর ভাই ‘চাচা’ এবং বোন ‘ফুফুআম্মা’। এদের সকলকে যারা জন্ম দিয়েছেন তাঁরা আবার ঠাকুমা বা ঠাকুরদা নয়। তাঁরা হচ্ছেন দাদা এবং দাদি। শুধু তাই নয়, মা-এর অপর নাম আম্মা। মায়ের বোন খালাআম্মা। মায়ের জনক-জননী হচ্ছেন নানা-নানি। এখন পশ্চিমবঙ্গের শিশুদের এটাই শেখানো হচ্ছে। সৌজন্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
রাজ্যের তৃতীয় শ্রেণীর পরিবেশ বিদ্যার বইতে শিশুদের নিকট আত্মীয়দের সম্পর্ক বোঝাতে এই বর্ণনা করা হয়েছে। সানিয়া নামের এক মুসলিম মেয়ের পরিবারের শাখা-প্রশাখার বর্ণনা করে দেখানো হয়েছে। কিন্তু, মুসলিম পরিবারের উদাহরণ কেন দেখানো হয়েছে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়তেও খুব বেশি সময় নেয়নি। কোথাও আবার মূল ছবিটি বিকৃত করেও পোস্ট করা হয়েছে। যা নিয়ে ছড়াচ্ছে বিভ্রান্তি।
পরিবারের সম্পর্ক দেখিয়েই ক্ষান্ত থাকেনি রাজ্য সরকারের সিলেবাস কমিটি। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের ‘বর্ণালী’ অধ্যায়েও রয়েছে চমক। ওই অধ্যায়ের হাতেকলমে অংশে রামধনুকে লেখা হয়েছে ‘রংধনু’। রামধনুর সাত রঙের বর্ণনা করার সময় পঞ্চম রঙের নাম হয়েছে ‘আসমানি’। যা সাধারণত ‘আকাশী’ বলেই এতদিন পরিচিত ছিল।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন