বাংলাদেশ বার্তা ডেস্কঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, বৃহত্তর চট্টগ্রাম বিভাগের সাবেক বিভাগীয় সভাপতি, ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি জনাব এম এ তাহের ১৭ নভেম্বর ভোর পৌণে ৪টায় ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১৭ নভেম্বর বাদ যুহর চট্টগ্রামের কাতালগঞ্জ মসজিদে জানাযা শেষে তাকে সেখানেই দাফন করা হয়েছে।
জনাব এমএ তাহেরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ নভেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব এমএ তাহেরের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ছিলেন একাধারে একজন দক্ষ শ্রমিক সংগঠক, মানবহিতৈষী এবং চট্টগ্রামের ইসলামী আন্দোলনের একজন অন্যতম পুরোধা। অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি ছিলেন উদারহস্ত। তিনি ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে আজীবন সংগ্রাম করে গিয়েছেন। শ্রমিক অঙ্গণে তার বলিষ্ঠ ভূমিকা অনস্বীকার্য। তিনি বহু কল্যাণমূলক প্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর এই অবদানগুলোর উত্তম প্রতিদান দেওয়ার জন্য মহান রবের নিকট আরজ করছি।
আল্লাহ তায়ালা তার জীবনের সকল খেদমত কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন