ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

একটু ভেবে দেখবেন কি? তাফসীর মাহফিলে ১৪৪ ধারার সংস্কৃতি সেই ৯০ দশক থেকে

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ একটু ভেবে দেখবেন কি?তাফসীর মাহফিলে ১৪৪ ধারার সংস্কৃতি সেই ৯০ দশক থেকে। এই ১৪৪ ধারা একজনের মাহফিলকে কেন্দ্র করেই হতো। চট্রগ্রামের প্যারেড ময়দান, লালদিঘী ময়দান ও ঢাকার খিলগাঁও সরকারি বালক বিদ্যালয় মাঠ। বক্তা আল্লামা সাঈদী। আমরা বললাম,ভালোই হলো তিনি জামাতি। না হলেই ভালো। এভাবেই কাটলো অনেক গুলো বছর। এরপর মামলা, গ্রেফতার ও ফাঁসীর রায়। একসময় সাঈদীর কুশপুত্তলিকা দাহ হলো।আমরা

বললাম,একেবারে ঠিক! তার গ্রেফতার হওয়াই উচিৎ। কারন সেতো রাজাকার, যুদ্ধাপরাধী! র‌্যাব
এরপর তারেক মনোওয়ার সাহেবের মাহফিলে ১৪৪ ধারা। মাহফিল বন্ধ।আমরা বললাম একেবারেই ঠিক! বেটা জামাতি! এরপর আমির হামযা ও আযহারী। এবারও আমরা বললাম,এক্বেবারে ঠিক! সাবাশ পুলিশ প্রশাসন! আপনারা সত্যি ই হক্বপন্থী! কোন কোন স্থানে আমরাই মাহফিল বন্ধে বীরত্ব দেখালাম।বহু মাহফিল বন্ধ করতে সক্ষম হলাম।আমরা ভাবলাম। রাম-বাম, পুলিশ - র‌্যাব সহ প্রশাসন পুরোপুরি আমাদের! সময়ের ব্যবধানে আজ আমরা নিজেরাই আক্রান্ত! সেই রাজাকার সংশ্লিষ্টতার অপবাদ এখন আল্লামা মামুনুল হক্ব ও শায়খ ফয়জুল করীম (হাফিঃ) এর মাথার উপর। রাজাকার বা যুদ্ধাপরাধের তীর সৈয়দ এছহাক (রহ) ও আল্লামা আজীজুল হক্ব (রহ) এর উপর!
সেই ৯০ দশক থেকে ২০২০ এ এসে সেই একই অপবাদে মাহফিল বন্ধ হচ্ছে। আমরাকি এখনো বুঝবোনা? আর কতোকাল নিজেরা নিজেদের পিছনে লেগে থাকবো? রাম-বাম দের কাছে কোন ব্যক্তি বা দল বিষয় নয়। ইসলামের অগ্রগতি, উত্থান, জাগরণ ঠেকানোই তাদের একমাত্র টার্গেট! জামাতে ইসলামি, খেলাফত মজলিশ, ইসলামি আন্দোলন, খেলাফত আন্দোলন, ইসলামি ঐক্যজোট ও হেফাজতে ইসলাম এর কোন একটা তাদের টার্গেট নয়। টার্গেট ইসলামের জাগরণ!
Mohammad Zakaria Nur

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন