উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।
পাহাড়তলী উপকেন্দ্রের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—
বুধবার, ১৮ নভেম্বর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত
বিক্রয় ও বিতরণ বিভাগ পাহাড়তলীর আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডার নম্বর-খুলশী/১০ (আংশিক) এর আওতায় আব্দুল হাকিম মিঞা রোড, মনছুরাবাদ, ঝর্ণাপাড়া, ডিটি রোড, পাহাড়তলী বাজার, বারকোয়াটার, ঈদগাঁ, ভেলুয়ার দিঘীর পাড়, সিডিএ মার্কেট, মুন্সীপাড়া, রঙ্গিপাড়া, নজির আহম্মদ চৌধুরী সড়ক, সিগন্যাল কলোনি, হাজী ক্যাম্প, টেক্সিন ফকির মাজার ও আশপাশ এলাকাসমূহ।
রামপুর উপকেন্দ্রের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না—
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত
বিক্রয় ও বিতরণ বিভাগ, রামপুরের আওতাধীন ৩৩ কেভি আগ্রাবাদ-রামপুর, রামপুর ১১ কেভি এইচ-০৬, ০৮, ০৯ ও ১১ এর আওতায় সোনালী আবাসিক, শান্তিবাগ আবাসিক, রমনা আবাসিক, রঙ্গীপাড়া, শ্যামলী আবাসিক, কে ব্লক, এল ব্লক, কর্ণফুলী আবাসিক, বিজিবি ও সংলগ্ন এলাকাসমূহ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সৌজন্যে: সিপ্লাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন