হ্নদয় গ্রহে বয়ে দিলে খুশির বন্যা
পৃথিবী অনূরুপ।
শুকুর সেই মহান শ্রষ্টার,
যিনি পাঠালেন তোমায় দুনিয়ায়,
কামনা ও তাই গড়ীবে জীবণ তারঁই করুনায়।
বাবা!
তোমার জীবণ হবে সুন্দর সার্থক
এই মোদের কামনা
খোদা যেন পূর্ণ করেন
মোদের এই কাংখিত বাসনা।
বাবা!
জীবণে তুমি চলিবে নির্ঘাত
রবকে স্মরণ করে,
পাড়িঁ দেবে পথ সাহস পানে
গুরুদের সম্মান করে।
বাবা!
বলিবনা তোমায় প্রেসিডেন্ট হও
কিংবা পাইলট -ইন্জিনিয়ার,
বলিব শুধু হও ভাল মানুষ
এক প্রিয় বান্দা খোদার।
বাবা!
তোমার দৃষ্টি হউক আকাশ পানে
জমিন হতে সৃষ্টি
ছড়াবে আলো সারা জাহানে
যেন বসন্তের এক আকশ্মা বৃষ্টি।
বাবা!
তুমি কি জান?
দশ মাস দশ দিন তোমাকে
পেঠে ধারণ করেছে তোমার মা?
দুঃগ্ধ দানে করেছে লালন
পুহিয়েছে কত তিলিশ্মা?
শত কষ্টে তোমাকে গড়েছে
শয়েছে কত যন্ত্রনা?
বাবা!
আদেশ তোমায়!
ভূলিবেনা কভূ সময়ের ব্যবধানে
তারই পাওনা।
বাবা!
সেই দিন তোমাকে পেয়ে নেচেছে উল্লাছে
কতইনা তোমার স্বজন,
করেছিল তারা মনের অজান্তে
সকলেরই তুমি আপন।
আমি সেই দিন নীরবে থাকিয়ে দেখেছি
বাবা তুমি বলনি কাউকে কিছু
তাতে ও তারা সন্তুষ্ট ছিল বাবা!
ছাড়েনি এখনো পিচু।
চাহে নাই কেহ প্রতিদান তোমার সবায়ত দিয়ে গেছে
শুধু দুনিয়ায় তুমি এসেছ বাবা!
এই বলে ভালবেসে।
খোদার দরবারে এই দোয়াই করি
হে আমাদের রব!
জীবণ -মরন তোমার হাতে
তুমিই মোদের সব।
যত দিন রাখিবেন তোমার দুনিয়ায়
তোমার পথে চালাও
যখনি ফেরাবে তোমার দিকে প্রভূ!
তোমার রাস্তায় মরাও।
আল্লাহ হাফেজ।
আমার বাচ্চার জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনায়
আমি বাবা, মা ও তার স্বজনরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন