বাংলাদেশ বার্তা ডেস্কঃ ৩ আগস্ট দুপুর ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী শাখার নায়েবে আমীর ও সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরীসহ ৬ জন জামায়াত নেতা এবং কর্মীকে চট্টগ্রামের একটি বাসা থেকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৩ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “হয়রানি করার হীন উদ্দেশ্যেই জনাব শাহজাহান চৌধুরীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। জনাব শাহজাহান চৌধুরী একজন জনপ্রিয় নেতা। ইতোপূর্বেও তাকে দীর্ঘদিন কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল। তিনি বিভিন্ন রোগে ভুগছেন। তাকে গ্রেফতার করে তার উপর চরম জুলুম করা হয়েছে।
আমি জনাব শাহজাহান চৌধুরীর উপর সরকারের এহেন নির্যাতনের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে তিনিসহ গ্রেফতারকৃত সকলের নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে দেশবাসীকে সরকারের এহেন জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
অপর এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম জনাব শাহজাহান চৌধুরীর মুক্তি দাবি করে বলেন, “জনাব শাহজাহান চৌধুরীকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি তার উপর সরকারের জুলুম ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তিনিসহ গ্রেফতারকৃত সকলের মুক্তি দাবি
করছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন