ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

প্রাসঙ্গিক ভাবনা ॥ ড. মোঃ নূরুল আমিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কুকুরের নিয়োগ লাভ ও ছাত্রী সংস্থা নিষিদ্ধের আদেশ


মানুষ অনেক সময় নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। কয়েক দিন আগে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ পড়ে আমিও আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে বসেছিলাম। ইজ্জতটা আমার যায় যায় অবস্থা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়, লস এঞ্জেলস অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া গোল্ডেন ডুডল প্রজাতির বিউরিগার্ড টায়ারবাইটার নামক একটি কুকুরকে অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে। কুকুরটির বয়স দু’বছর। অধ্যাপক কুকুরটি ইউনিভার্সিটি স্টুডেন্ট হেলথ সেন্টারের সেকেন্ড ফ্লোরে বসবাস করে। তার কাজ হচ্ছে পরিশ্রান্ত, রুগ্ণ ছাত্রদের আদর-সোহাগ ও মনোরঞ্জন করা। তার নিজস্ব অফিস আছে, ইউনিফরম ও বিজনেস কার্ডও আছে। ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে আমি তিন বছর ছাত্র ছিলাম এবং সেখান থেকেই আমি ডক্টরেট ডিগ্রী নিয়েছিলাম। আতঙ্কিত হলাম এ কারণে যে, যে বিশ্ববিদ্যালয় একটা কুকুরকে অধ্যাপক নিয়োগ করতে পারে সে বিশ্ববিদ্যালয় সভ্য মানুষের শিক্ষায়তন হতে পারে না। সেই বিশ্ববিদ্যালয়টি যদি আমার বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমার ডিগ্রী আর ইজ্জত দু’টোই চলে যায়। খবরটি পড়ে উত্তেজনায় বিবিকে বললাম তাৎক্ষণিক আলমারি থেকে আমার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টগুলো বের করতে, নাম মিলানোর জন্য। তিনি একটু দেরি করে আনলেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না, আমার বিশ্ববিদ্যালয় নয়, আমার বিশ্ববিদ্যালয় ছিল ক্যালিফোর্নিয়া সাউথ বিশ্ববিদ্যালয়। অল্পের জন্য ইজ্জত রক্ষা পেলো বলে মনে হলো। যদিও আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কয়েক বছর আগে একজন বিদগ্ধ ব্যক্তি একটি কার্টুন এঁকেছিলেন। এতে তিনি দেখিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়ের  একটি গেট দিয়ে পড়ালেখার জন্য মানুষের বাচ্চা ঢুকছিল আর পড়ালেখা শেষে আরেক গেট দিয়ে পশুর বাচ্চা হয়ে বের হচ্ছিল। কুকুরকে অধ্যাপক নিয়োগ আর পড়ালেখা শিখিয়ে মানুষের বাচ্চাকে পশুর বাচ্চায় পরিণত করা এই দু’টোর মধ্যে কোনটি বেশি নিকৃষ্ট ও অপমানকর, জ্ঞানী-গুণীরা তা মূল্যায়ন করতে পারেন।
গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ও সাংবাদিকতায় ডিপ্লোমার মেয়াদ মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমার প্রায় ৫ বছরের সম্পর্ক। এর ক্যাম্পাস ও হলে ছিল আমার নিত্য পদচারণা। বিশ্ববিদ্যালয়ের স্মৃতিগুলোকে আমি ভুলতে পারি না। কিন্তু আমি এখন এই ক্যাম্পাসে যেতে পারি না, যেতে মন চায় না। লজ্জা হয়। সকাল-বিকেল, দুপুর, রাত, যখনই আপনি যাবেন দেখবেন জোড়ায় জোড়ায় কপোত-কপোতী হয় আপত্তিকর ঘনিষ্ঠ হয়ে বসে কিংবা কেউ কারো কোলে বা বুকে মাথা রেখে প্রেমালাপে মত্ত। ঝোপ-ঝাড়, খোলা জায়গা, পাঠাগারের আশপাশ যেদিকে তাকাবেন প্রায় সর্বত্রই এই দৃশ্য দেখতে পাবেন। শুধু বিশ্ববিদ্যালয় কেন, স্কুল-কলেজেও এর সংক্রমণ দেখা দিয়েছে। পার্ক, রেস্তোরাঁর তো কথাই নেই। হাতিরঝিলে রাস্তার পার্শ্ববর্তী এলাকাগুলো উচ্ছৃঙ্খলতা ও বেলেল্লাপনার আখড়ায় পরিণত হয়েছে। অথচ এর কোনটিই আমাদের কালচার বা জীবনব্যবস্থার অংশ নয়। এর সাথে জড়িত ছেলে এবং মেয়েরা বেশির ভাগই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদের ভবিষ্যৎ বংশধর, দেশের ভাবী কাণ্ডারী। আর কিছু অর্ধশিক্ষিত-অশিক্ষিত যুবক-যুবতী আছে শিক্ষিতদের কাজ-কর্ম দেখে অনুপ্রাণিত হয় এবং এভাবে তারা অসামাজিক ও অনৈতিক কাজে পারদর্শিতা লাভ করছে। আমাদের শিক্ষাব্যবস্থা আমাদের নৈতিক কোনও জ্ঞান দিতে পারছে না।
এমতাবস্থায় গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দু’টি পরিপত্র জারি করেছে। পরিপত্র দু’টি দেশের সকল পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইসলামী ছাত্রী সংস্থা নতুন কোনও সংস্থা নয়, বিগত ৩৮ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি আদর্শ মা হবার শিক্ষাও দিচ্ছে। যে দায়িত্ব ৯০ শতাংশ মুসলমানের দেশ হিসেবে সরকারের পালন করার কথা ছিল। সে দায়িত্বের বোঝা তারা নিজেদের কাঁধে নিয়ে মা- বোনদের কুরআন-হাদিস ও ইসলামী জ্ঞানসমৃদ্ধ করার পাশাপাশি শিষ্টাচারে উদ্বুদ্ধ করছে এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখছে। আমার দৃঢ় বিশ্বাস যারা শিক্ষাঙ্গনে এই সংস্থাটিকে নিষিদ্ধ করেছেন তারা শিক্ষার সংজ্ঞাও জানেন না। 
শিক্ষার একটি সার্বজনীন সংজ্ঞা আছে। এই সংজ্ঞা অনুযায়ী শিক্ষা হচ্ছে- জীবনের সর্বস্তরের সার্থক উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও ধীশক্তি অর্জনের লক্ষ্যে যে কর্মকা- পরিচালিত হয় তার সমষ্টির নাম, শুধু একটা নির্দিষ্ট কাজ বা কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড নয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে- যুবক ও বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দেয়া যাতে তারা যে সমাজে বসবাস করে সে সমাজের উপর প্রভাব বিস্তারকারী ঐতিহ্য ও ধ্যান-ধারণাগুলোকে বুঝতে পারে এবং সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। শিক্ষার এই কার্যক্রমের মধ্যে তাদের নিজস্ব ধর্ম-সভ্যতা-সংস্কৃতি ও প্রাকৃতিক আইন অধ্যয়ন প্রভৃতি যেমন অন্তর্ভুক্ত আছে, তেমনি শিক্ষার মৌলিক বিষয়াবলি তথা ভাষার ব্যুৎপত্তি, ব্যক্তিগত উন্নয়ন, সৃজনশীলতা এবং ব্যক্তিগত ও পত্র যোগাযোগে দক্ষতা অর্জনও রয়েছে। বৃটিশ Manpower services commission-এর ভাষায়- ‘Education is defined as activities which aim at developing the knowledge, skills, moral values and understanding required in all aspects of life rather than a knowledge and skill relating to only a limited field of activity. The Purpose of education is to provide the conditions essential to young people and adults to develop an understanding of the traditions and ideas influencing the society in which they live and to enable them to make a contribution to it. 
It involves study of their own religion and culture and of the laws of nature as well as the acquisition of linguistic and other skills which are basic to learning, personal developement, creativity and communication. 
ইসলামী ছাত্রীসংস্থার বিরুদ্ধে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগগুলো আমি পরীক্ষা করে দেখেছি। তারা তাদের পরিপত্রে যা বলেছেন তার সারাংশ হচ্ছে, প্রতিষ্ঠানটি ছাত্রীদের ইসলামের নামে বিভ্রান্ত করে তাদের জেহাদী চেতনা ছড়াচ্ছে এবং বাংলাদেশের সংবিধানের চেতনাবিরোধী একটি রাষ্ট্রব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠা করার জন্য অপপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে।
আমি আগেই বলেছি, শিক্ষা মন্ত্রণালয়ের যারা ছাত্রীসংস্থার কাজকর্ম নিষিদ্ধ ঘোষণার পরিপত্র জারি করেছেন তারা শিক্ষার সংজ্ঞা সম্পর্কে জ্ঞান রাখেন বলে মনে হয় না। ছাত্রীসংস্থা যে কাজগুলো করছে তা শিক্ষার সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরিহার্য কাজ। শিক্ষার সংজ্ঞা ও আওতা অনুযায়ী প্রচলিত শিক্ষাব্যবস্থায় যদি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতো এবং মূল্যবোধ সৃষ্টি ও চরিত্র গঠনের ব্যবস্থা থাকতো তাহলে ছাত্রীদের সংঘবদ্ধ হয়ে এ কাজগুলো করতে হতো না। তারা স্বতঃপ্রণোদিত হয়ে এগুলো করছে, সমাজে সুকৃতির প্রতিষ্ঠা ও দুষ্কৃতি বিলোপের চেষ্টা করছে। এ জন্য তাদের শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে পুরস্কৃত করা উচিত ছিল। কিন্তু তারা তা না করে তাদের তিরস্কৃত করলেন। এটি একটি পরিহাস ছাড়া আর কিছুই নয়।
আমি এখন দেখছি ছাত্রীসংস্থা সম্পর্কেও তাদের ধারণা নেই। জনবিচ্ছিন্ন উচ্ছিষ্টভোগী লেজ নাড়া কিছু প্রাণী চরিত্রের কিছু লোক গোপন রিপোর্ট দিল আর আমরা তা বিশ্বাস করে নিজের পায়ে কুঠার মারলাম- ঘটনাটি আমার কাছে এ রকমই মনে হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার একটি সংবিধান আছে। এই সংবিধানের ২নং ধারায় বর্ণিত তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে : 
“বাংলাদেশের ছাত্রী সমাজকে আল্লাহর কুরআন ও রাসূলের সুন্নাহ অনুযায়ী গঠন করে তাদেরকে আদর্শ মুসলিম নারী হিসেবে গড়ে তোলা এবং দ্বীন ইসলামের প্রতি সঠিক দায়িত্ব পালন করে আল্লাহর সন্তোষ লাভ করা যাতে দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি হাসিল করা যায়।”
ধারা-৩ এ সংস্থাটির কর্মসূচির বর্ণনা আছে এবং তা হচ্ছে :
১। ছাত্রীদের মধ্যে দ্বীন ইসলামের সঠিক ধারণার ব্যাপক প্রচার ও প্রসার।
২। ইসলামপ্রিয় ছাত্রীদেরকে সুসংগঠিত করে উন্নত নৈতিক জীবন যাপনের প্রশিক্ষণ দান।
৩। ছাত্রী সমাজের মর্যাদা প্রতিষ্ঠা ও বিভিন্নমুখী সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ।
উপরোক্ত দায়িত্বগুলো তারা পালন করছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি। এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা কখনো উচ্ছৃঙ্খলতা, অনৈতিকতা বা অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয়েছে এ ধরনের নজির গত ৩৮ বছরে অর্থাৎ সংস্থাটির জন্মলগ্ন থেকে পাওয়া যায়নি। সারা দেশের হাজার হাজার স্কুল, কলেজ, মাদরাসা, প্রকৌশল ও মেডিকেল কলেজ, সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৩ লাখ ৩৮ হাজার ৭৯৯ জন ছাত্রী এই প্রতিষ্ঠানটির সাথে জড়িত আছে এবং তারা নিজেদের চরিত্র গঠন ও শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে আদর্শ মা ও শিক্ষিকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি সমাজের আকর্ষণও বৃদ্ধি পাচ্ছে এবং বিয়ের বাজারে উচ্ছৃঙ্খল আলট্রা মডার্ন মেয়েদের তুলনায় চরিত্রবতী হিজাবধারী ধর্মপরায়ণ এই মেয়েদের চাহিদা কয়েকশ’ গুণ বেশি। যে অভিযোগে শিক্ষা মন্ত্রণালয় তাদের কর্মকাণ্ড বেআইনী করার ঘোষণা দিয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তাদের এই ঘোষণা সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে। তারা আসলে কী চান? তারা কি চান এ দেশ থেকে কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য চর্চা ও তার অনুশীলন বন্ধ হয়ে যাক? তারা কি ধর্ম ও নৈতিকতা বিবর্জিত শিক্ষার ফলাফল দেখতে চান? পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা কায়েম করতে চান? সেখানে পরিবার প্রথা ভেঙ্গে পড়েছে। কার বউ, কার মেয়ে কখন কার কণ্ঠলগ্ন হয় তা বলা মুশকিল হয়ে পড়েছে। লিভ টুগেদার পদ্ধতি লাখ লাখ জারজ সন্তানের জন্ম দিচ্ছে যার একটু কসরত আমাদের দেশের অভিনেতা বৈরাগীরা কয়েক দিন আগে দেখিয়েছেন। শুধু বৈরাগী নয়, বাংলাদেশে এখন চরিত্রহীন হাজার হাজার যুবক-যুবতি লিভ টুগেদার করে। এর প্রথম উদ্যোক্তা ছিলেন একজন মহিলা কবির মেয়ে সিলেটে একটি এনজিতে কাজ করার সময়। কিছুদিন আগে একটি জরিপ রিপোর্ট বেরিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ৭৪ ভাগ নারী তাদের স্বামীর তুলনায় কুকুরকে বেশি বিশ্বাস করে। আবার ৫৪ ভাগ পুরুষ স্ত্রীর তুলনায় কুকুরকে বেশি প্রাধান্য দেয়। অনেকে বিয়ে শাদি না করে কুকুরকেই সঙ্গী করে নিয়েছে। আমরা নিশ্চয়ই এ ধরনের সমাজ চাই না।
২০১০ সালের ঘটনা অনেকেরই মনে থাকতে পারে। ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন ছাত্রলীগের মহিলা শাখার কিছু অনৈতিক কর্মকাণ্ড সারা জাতির বিবেককে নাড়া দিয়েছিল। ইডেন মহিলা কলেজ, বদরুন্নেছা কলেজ ও আনন্দ মোহন কলেজের সাধারণ ছাত্রীদের উপর তাদের নিপীড়ন পত্রপত্রিকায় আলোড়ন সৃষ্টি করেছিল। তখন জুনিয়র মেয়েদের উপর সিনিয়র মেয়েদের অবৈধ ও অনৈতিক নির্দেশের খবর সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং হোস্টেলে সিট প্রাপ্তির শর্ত হিসেবে অনৈতিক কাজ করতে তাদের বাধ্য করার অভিযোগ উঠেছিল। ইডেনের মেয়েরা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিল যে, ছাত্রলীগের মহিলা নেত্রীরা তাদের সিনিয়র নেতা, রাজনীতিক, শিল্পপতি ও বিদেশীদের মনোরঞ্জন এবং তাদের সাথে রাত্রি যাপনের জন্য তাদের বাধ্য করতো এবং নির্দেশ পালন না করলে নৃশংসভাবে তাদের উপর নির্যাতন চালাতো। ছাত্রলীগের পুরুষ এবং নারী শাখার নেতা-কর্মীদের চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, নিজেদের মধ্যে আধিপত্য ও অর্থ সম্পদ ভাগাভাগি নিয়ে যুদ্ধবিগ্রহ, গোলাগুলী ও হত্যাযজ্ঞের ঘটনাবলী কি আমাদের মন্ত্রী, এমপি ও গোয়েন্দারা জানেন না। যদি জানেন তাহলে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বেআইনী না করে যাদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, অনৈতিকতার কিংবা অশ্লীলতার কোন অভিযোগ নেই অথবা প্রমাণ নেই তাদের তৎপরতা কেন বেআইনী করা হলো? আমি জানি সরকারের কাছে এর কোন জবাব নেই। সরকার জনবিচ্ছিন্ন, জনপ্রিয়তা তার শূন্যের কোঠায়। এ অবস্থায় অন্যের সৎকর্ম, নৈতিক উন্নয়ন ও জনপ্রিয়তা তাদের সন্ত্রস্ত করাটাই স্বাভাবিক এবং পার্টি তৎপরতা, তার ছাত্র-ছাত্রীদের হোক অথবা তাদের বাপদের হোক, বেআইনী করা ছাড়া সরকারের অথবা সরকারের অভ্যন্তরের মুর্খ ব্যক্তিদের সামনে দ্বিতীয় কোন পথ থাকতে পারে না। জাতির জন্য এটি একটি অশুভ সংকেতই নয় বরং তার ধ্বংসের একটি আলামতও। এই অবস্থায় এই আত্মঘাতী পদক্ষেপ প্রত্যাহার এবং ছাত্রী সংস্থার কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

কাশ্মীরে নির্যাতন বন্ধ করুন: ভারতকে ওআইসি

ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আয়াদ আমিন বলেছেন, ভারতের উচিত কাশ্মীরে নির্যাতন বন্ধ করা।
ভারতকে জাতিসঙ্ঘের গৃহীত প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান করার আহবান জানান । তিনি আরো বলেন, চলমান বিরোধে ওআইসি পাকিস্থানের পাশে থাকবে। জনাব আয়াদ আমিন নিউইয়র্কে জাতিসঙ্ঘের সম্মেলন চলাকালে পাকিস্থানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টাসারতাজ আজিজের সাথে সাক্ষাতকালে এই আহবান জানান । 
গত সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ওআইসি মহাসচিব কাশ্মীর জনগণের ন্যায় সঙ্গত দাবী মেনে নেয়ার জন্য ভারত সরকারের প্রতি আবারো দাবি জানান।
সূত্র : পিটিআই (Press Trust of India)

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

সিলেটের সড়ক ব্যবহার করে ত্রিপুরায় পৌছেছে ভারতীয় জ্বালানি তেলের ১ম চালান• ট্রাফিক জ্যামসহ সড়কের ক্ষতি হওয়ার সম্ভাবনা

আমাদের সিলেট ডটকমঃ সিলেট- মৌলভীবাজার-শমশেরনগর ট্রানজিট সড়ক ব্যবহার করে চাতলাপুর চেকপোষ্ট দিয়ে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে ত্রিপুরায় প্রবেশ করল ভারতীয় জ্বালানি তেলের ট্যাংকার। বাংলাদেশে আসা ভারতীয় জ্বালানী তেলের ১০টি লরি শনিবার রাত সোয়া ১১টায় মৌলভীবাজারের চাতলাপুর ও ত্রিপুরার মনু চেকপোষ্টে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প, বাণিজ্য ও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। এ সময় ত্রিপুরার উনকোটি জেলার সরকারী উচ্চপর্যায়ের কর্মকর্তা ছাড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রাত ১১টায় জ্বালানী তেলের লরি চাতলাপুর চেকপোষ্টে গিয়ে পৌছার পর ইমিগ্রেশন ও শুলক বিভাগের আনুষ্ঠানিকতা শেষে চেক পয়েন্টে ফুল দিয়ে বরণ করে বরণ করে নেয়া হয় জ্বালানী তেলের ১০ জন চালক, সহকারী চালক ও সফরসঙ্গী ভারতের ওয়েল কর্পোরেশনের কর্মকর্তাদের।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টায় ভারতের মেঘালয় থেকে সিলেটের গোয়ানইঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ৯ টি তেলবাহী ও একটি গ্যাসবাহী লরি বাংলাদেশে প্রবেশ করে ভারতের জ্বালানি তেল ও গ্যাসবাহী লরির প্রথম চালান। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া ৪টায় জ্বালানী পরিবহনের এই গাড়িগুলো সিলেটের সড়কপথ দিয়ে মৌলভীবাজারের চাতলাপুর শুল্ক স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভারত ট্রানজিট সুবিধায় বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে পেট্রোল, ডিজেল ও গ্যাস আরেক রাজ্য ত্রিপুরায় প্রবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পণ্য পারাপার শুরু হয়েছে।
প্রতিদিন (দিনের বেলা) সর্বোচ্চ ৮০টি লরিতে জ্বালানি পরিবহন করতে পারবে ভারত। এ পণ্যের জন্য প্রতিটনে ১ টাকা ২ পয়সা করে মাসুল নেবে বাংলাদেশ। এজন্য গত ১৮ আগস্ট ঢাকায় বাংলাদেশের সড়ক ও জনপথ অধিদফতরের সঙ্গে ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটিডের (আইওসিএল) মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত (এমওইউ) হয়েছে।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, ভারতীয় ট্যাংকারগুলো উত্তর আসামের বঙ্গাইগাঁও থেকে যাত্রা করে মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে সিলেটের তামাবিল-মৌলভীবাজারের-শমশেরনগর-চাতলাপুর হয়ে প্রায় ৫ ঘণ্টায় ১৩৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর ত্রিপুরার কৈলাসহরে প্রবেশ করে। ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহের পর খালি যানবাহনগুলো বাংলাদেশের চাতলাপুর চেকপোস্ট হয়ে একই পথে ভারতে ফিরে যাবে।
তামাবিল শুল্ক স্টেশনের ইমিগ্রেশন অফিসের ইনচার্জ এসআই রুনু মিয়া জানান, তেলবাহী লরির প্রতিটিতে ৯ টন তেল গ্যাসবাহী লরিতে ৭ টন গ্যাস রয়েছে। তিনি বলেন, বন্যায় ভারতের আভ্যন্তরীন সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করা হচ্ছে। শনিবার মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে প্রবেশ করে ১০ টি লরি ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়। ঈদের পর আরো জ্বালানী পরিবহন করা হবে বলে জানা গেছে।
মৌলভীবাজার থেকে চাতলাপুর চেকপোষ্ট পর্যন্ত ৩৪ কি:মি; সড়ক জনপথের সড়কটির বেশীর ভাগ অংশই সরু ও দুর্বল। ভারতীয় জ্বালানি তেলের বহরের কারণে এ অংশে ট্রাফিক জ্যামসহ সড়কের ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী মনে করেন।
আসাম ও মেঘালয়ের গতানুগতিক বন্ধুর পথ এড়িয়ে গত মাসে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে দুই হাজার ৩৫০ টন চালের নতুন একটি চালান ত্রিপুরায় পাঠিয়েছে ভারতের খাদ্য করপোরেশন (এফসিআই)। এর আগে ত্রিপুরায় ৭২৬ মেগাওয়াট ‘পালটানা বিদ্যুৎ কেন্দ্র’ নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সরঞ্জাম পরিবহনে ভারতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন লিমিটেডকে (ওএনজিসি) বাংলাদেশের পথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
শনিবার (১০ সেপ্টেম্বর) থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত একটানা এ পেট্রোপণ্য যাবে আসাম থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরায়। বাংলাদেশের সড়ক পথ ব্যবহার করে এটি হবে পেট্রোপণ্যের প্রথম চালান। ভারতের আইওসি নামে একটি প্রতিষ্ঠান নিজেদের ট্যাংকার দিয়ে এ পেট্রোপণ্য পারাপার করবে। সিলেট ডাউকী স্থলবন্দর দিয়ে এ পণ্য প্রবেশের পর মৌলভীবাজার বাইপাস হয়ে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-চাতলাপুর স্থলবন্দর অতিক্রম করে ত্রিপুরার কৈলাশহর মনু স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে।

সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

পথ শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ করে বিশ্বনাথে এক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রবাসী রঞ্জু,,

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  অদ্য ১২ই সেপ্টেম্বর' ১৬ সকাল ১১টায় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা সদরে বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খানের তত্ত্বাবধানে বিশ্বনাথ বাজারের অর্ধশত হত-দরিদ্র অসহায় পথ শিশুদের খোজে বের করে যুক্তরাজ্য প্রবাসী, মরহুম আব্দুল মান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আব্দুর রহিম রঞ্জুর অর্থায়নে ঈদের পোষাক বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক প্রননজয় বৈদ্য অপু, শ্রমিকনেতা কামরুল ইসলাম দুলাল, রুহুল আমীন এবং উৎসুক জনতা।
পোষাক বিতরন এর দৃশ্য উপস্থিত জনতাকে ব্যাপক উৎসাহ প্রদান করে। তা দেখা এবং পথচারী অনেকেই নিজ মোবাইল দিয়ে দৃশ্যটি ক্যামেরা বন্ধি করে নিয়ে যান।

রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

আরাফাতের ময়দানে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রফেসর ডঃ নাজমুদ্দিন এরবাকানের ঐতিহাসিক ভাষণ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবার, ৩১শে মে ১৯৯২ সাল। আল্লাহ তায়ালার মেহমান হাজীদের সাথে পবিত্র স্থান জাবালে রহমতে এসে একত্রিত হয়েছি। 
মহান আল্লাহ রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি যে, তিনি আমাদেরকে পবিত্র এই দিনে এই পবিত্র স্থানে একত্রিত হয়ে তার কাছে দোয়া করার সুযোগ দান করেছেন। আমরা কেন আজএখানে একত্রিত হয়েছি? কেন হজ্জে এসেছি? আজ আমি এই সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। 
আমরা সকলেই একথা জানি যে, আদম এবং হাওয়া (আঃ) যখন জান্নাত থেকে নেমে দুনিয়ায় এসেছিলেন তখন তারা এই আরাফার ময়দানে (জাবালে রহমত) এসেই একত্রিত হয়েছিলেন।হযরত আদম (আঃ) এখানে পোঁছে দুপুর থেকে রাত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামীনও তার তওবা কবুল করে রাতের মধ্যেই হযরত হাওয়া (আঃ) এর সাথে তাকে এই পাহাড়ে সাক্ষাৎ করান। 

এই পবিত্র স্থানেই আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) বিদায় হজ্জের ভাষণ দেন। মুহাম্মাদ (সঃ) এই চুড়ায় উঠেন এবং তার সেই মহামূল্যবান ভাষণের একটি এখান থেকে দেন। 
তিনি বলেন, “সুদকে হারাম করা হয়েছে, সকল সুদ আমার পায়ের নিচে”
তিনি এই পবিত্র স্থানে দাঁড়িয়ে, এই জাবালে রহমতে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছিলেন। যে স্থানে দাঁড়িয়ে রাসুল (সঃ) এই কথা গুলি বলেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সেই একই স্থানে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ।। 
আমরা সকলেই মুসলমান আলহামদুলিল্লাহ্‌। এই মুসলিম নামটি মহান আল্লাহ রাব্বুল আলামীনই আমাদেরকে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে বলেছেন “তোমরা মুসলিম”। এই কথা বলে তিনি সকলের থেকে আমাদেরকে আলাদা করেছেন। আচ্ছা অন্যরা কারা? অন্যরা হল তারা যারা নফসের গোলাম, যারা নফসের চাওয়া অনুযায়ী যাপন যাপন করে তারা। 
আলহামদুলিল্লাহ্‌, আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? যত কঠিনই হোক না কেন, অথবা আমাদের মনপুত হোক বা না হোক, “মহান আল্লাহ রাব্বুল আলামীন যা নির্দেশ করেছেন, যে তার সেই নির্দেশের অনুগামী হয় সেই মুসলমান”। 

আমরা সকলেই একথা জানি যে, আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে প্রেরন করেছেন। আমাদের নিঃশ্বাস বায়ু সীমিত। সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে। এই জন্য আমাদের উচিত হল, আমাদের এই সীমিত সময়কে সবচেয়ে ভাল কাজে ব্যয় করে, এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। 
আচ্ছা, আমাদের মহান রব কিভাবে এই পরীক্ষা নেন?
আমাদের মহান রব, “হক্ব ও বাতিলের” সংঘাতের মাধ্যমে এই পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষায় সব চেয়ে সম্মান জনক স্থান হল, “সত্য দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জান-মাল দিয়ে কাজ করা”। 
এই পরীক্ষায় নিজেকে ‘ভাল মানুষ’ হিসাবে প্রমানিত করতে হলে, সর্বপ্রথম কর্তব্য হল। অপর মানুষের কল্যাণ ও মঙ্গল কামনা করা। দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সঃ) কে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। নবী করীম (সঃ) একটি হাদীসে বলেছেন, خير الناس من ينفع الناس অর্থাৎ মানুষের মধ্যে উত্তম হল সেই ব্যক্তি, যে মানুষের কল্যাণের জন্য কাজ করে। এই জন্য দ্বীন ইসলাম এসেছে মানুষের কল্যাণ সাধনের জন্য। 
ইসলাম, সমগ্র মানবতার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ কামনা করে। একজন মানুষকে মুসলমান হতে হলে, لا اله إلا الله محمد رسول الله এই কালেমার বানীটি অর্থ বুঝে, বিশ্বাসের সাথে এবং মৌখিক স্বীকৃতির মাধ্যমে পড়তে হয়। 
আচ্ছা, لا اله إلا الله محمد رسول الله ( লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ) এই কালিমাটি যখন আমরা পড়ি,তখন আমরা আসলে কিসের স্বীকৃতি দান করি? 
আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সঃ) তার রাসুল। আমরা এই কথা বলি বলেই মুসলমান হয়ে থাকি।
আচ্ছা, ‘আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই’, এর অর্থ কি?
‘ইলাহ’ শব্দটি একটি আরবী শব্দ। এই দুনিয়াতে যত ভাষা আছে তার মধ্যে সব চেয়ে সমৃদ্ধ ভাষা হল আরবী ভাষা। এর অর্থ এবং এর ব্যাকরনকে সম্মনিত আলেমগন গানিতের মত ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকেও এই ভাষা সব চেয়ে সমৃদ্ধ একটি ভাষা। আরবী ভাষার এই ‘ইলাহ’ শব্দটিতে চারটি মৌলিক অর্থ লুকায়িত আছে। 
১। মানুষ তার গোলামী করবে, এই অর্থ বুঝায়
যখন আমরা বলি, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ তখন আমরা মূলত একথা স্বীকার করি যে, ‘ইয়্যাকা না’বুদু’। অর্থাৎ ‘ইয়া রাব্বী আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি’ ।
২। তার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই অর্থে,
‘লা ইলাহা ইল্লাল্লাহ এর অপর একটি অর্থ হল, ‘ইয়্যাকা নাস্তায়ীন’। অর্থাৎ ‘ইয়া রাব্বী আমরা কেবলমাত্র তোমারই কাছেই সাহায্য চাই’। 
৩। তার সন্তুষ্টির প্রত্যাশা করা, অর্থে।
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এই বাক্যের মধ্যে ‘ ওয়া রিজাকা মাতুলবী’। অর্থাৎ ইয়া রাব্বী আমাদের আকাংখা হল তোমার সন্তুষ্টি, এই অর্থটিও নিহিত রয়েছে। 

৪। আইন প্রনেতা, অর্থে।
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর অর্থ হল, ‘ইয়া রাব্বী হক্ব, বাতিল এবং আদালত এগুলোকে একমাত্র তুমিও সুক্ষভাবে নিরূপণ করতে পার। কোন বিধান মানুষের সাফল্য বয়ে নিয়ে আসবে কেবলমাত্র তুমিই জান’। মানবতার মুক্তির জন্য তুমি তোমার সেই বিধানকে তোমার প্রিয় রাসুল এবং প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) মাধ্যমে পাঠিয়েছ। এই জন্য কোরআনে পাকে বর্ণিত ‘হক্ব ও আদালতের বিধান’ তুমিই তোমার প্রিয় রাসুলের মাধ্যমে প্রতিষ্ঠিত করিয়েছ। আমরা আল্লাহ তায়ালাকে কথা দিয়েছি যে, ‘ তোমার বিধানকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা জান-মাল দিয়ে প্রচেষ্টা চালাব’, এই জন্যই আমরা মুসলমান। উপরে বর্ণিত সকল অর্থই ‘লা ইলাহা ইল্লাহ’ এই বাক্যটির মধ্যে পাওয়া যায়। 
কোরআনে কারীমে বর্ণিত, ‘হক্ব ও ন্যায়ের বিধান’ দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে পরিচালিত সংগ্রামকে জিহাদ বলে। এই জন্য একজন মুসলিম যখন কালেমায়ে তাওহীদের বানী উচ্চারন করে,তখনই সে জিহাদ করবে বলে আল্লাহ তায়ালার কাছে ওয়াদা করে। 
“ ইয়া রাব্বী, আমি আমার সকল শক্তি দিয়ে জিহাদ করব। সমগ্র মানবতার কল্যাণের জন্য তোমার প্রেরিত হক্ব ও আদালতের এই বিধানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য আমার সকল যোগ্যতা দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাব”। 
“লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ” এই বাক্যের মূল কথা হল এটি।
যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামীন হেদায়েত নাসিব করেছেন। সে ব্যক্তি যদি অন্তর দিয়ে বিশ্বাস করে এবং অন্তর্নিহিত অর্থ বুঝে কালেমায়ে তাওহীদ মুখে উচ্চারন করে তাহলেই সে মুসলমান হিসাবে গণ্য হবে। এমন মুসলমানের উপরেই হজজ ফরজ হয়েছে। 
আচ্ছা, হজ্জ কি?
প্রথমত আমাদের দায়িত্ত্ব হল, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালাব। আল্লাহ বলেছেন “তোমরা একটি উম্মত হিসাবে, এক সাথে জিহাদ করবে”। আমরা এই কথার উপর বিশ্বাস করেই মুসলমান হয়েছি এবং আল্লাহর করুনায় “লা ইলাহা ইল্লাল্লাহ” র এই বিশাল সমাবেশ হজ্জে এসে উপস্থিত হয়েছি। 
আমরা কেন এই ফরজ হজ্জকে অন্য স্থানে আদায় করতে পারি না? মদীনা কিংবা বাইতুল মুকাদ্দাসে না গিয়ে কাবায় এসে সমবেত হই? কেননা কাবা হল এমন স্থান, যেখানে আমাদের আদি পিতা, সর্ব প্রথম মানব হযরত আদম (আঃ) এই কাবাতে এসে “লা ইলাহা ইল্লাল্লাহ” এই বানীটি উচ্চারন করেছিলেন। অর্থাৎ মানব কর্তৃক এই পৃথিবীতে সর্বপ্রথম কালেমায়ে তাওহীদের এই বানী এই কাবাতেই উচ্চারিত হয়। তাওহীদের মূলনীতির উপর ভিত্তি করে সর্বপ্রথম ইবাদত গৃহ হল এই কাবা, যা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত সর্বপ্রথম মসজিদ। এই জন্য এই কাবা হল “লা ইলাহা ইল্লাল্লাহ” র প্রতীক। এই জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা মুসলমানরা এসে এই মহাপবিত্র স্থানে “লা ইলাহা ইল্লাল্লাহ” র পতাকা তলে সমবেত হই। 
কাবা শরীফকে তাওয়াফ করি।আলহামদুলিল্লাহ আমাদের মহান প্রভু আমাদেরকে ফরজ পালনের সুযোগ করে দিয়েছেন। এখন আমরা কাবার বাগান হিসাবে পরিচিত আরাফাতে অবস্থান করছি। আরাফাত হল, জিহাদী বাহিনীর মিলনস্থল। এখানে আমরা ৩০ লক্ষ মুসলমান আজ এক পতাকা তলে সমবেত হয়েছি। 
আচ্ছা এই সমাবেশের উদ্দেশ্য কি?
এই সমাবেশ হল, “লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ” র সমাবেশ। অর্থাৎ আমরা এই সমাবেশে এসে আমাদের মহান প্রভুকে এই কথা দিচ্ছি যেঃ “হে আল্লাহ তোমার প্রেরিত বিধান আল কোরআনের রাজকে এই দুনিয়ার বুকে কায়েম করার জন্য আমরা আমাদের সকল শক্তি দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাব”। আমি যখন মুসলমান হয়েছিলাম তখনও তোমাকে আমি এই কথা দিয়েছিলাম। আজ আমি ৩০ লক্ষ ইসালামী সেনাবাহিনীর এই সৈন্য সমাবেশে সমবেত হয়ে একজন সৈনিক হিসাবে একই কথা ঘোষণা করছি। এই লক্ষের ইসলামী সৈন্য বাহিনী দেড়শকোটি মুসলমানের প্রতিনিধিত্ব করছে। তোমার প্রেরিত সত্য বিধানকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করব এই ওয়াদা দেওয়ার জন্য তোমার ডাকে সাড়া দিয়ে আজকের এই সমাবেশে এসে হাজির হয়েছি। আমরা যে কাজ করছি তা হল মূলত এই কাজ। এই জন্য আমরা যখন এখানে সমবেত হই, তখন 
لبيكَ اللَّهمّ لبّيك،
لبّيك لا شريك لك لبّيك،
إن الحمد والنعمة لك والمُلْك،
.شريك لك لا
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লা শারিকালাকা লাব্বাইক
ইন্নাল হামদা, ওয়ান নিয়’মাতা লাকা ওয়াল মূলক
লা শারীকা লাকা।
এই শ্লোগান দিয়ে দিয়ে এখানে সমবেত হই।

আচ্ছা, আমরা যে কথা গুলো মুখে উচ্চারণ করছি এর অর্থ কি?
প্রথমে একবার “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” আদেশ কর ইয়া রাব্বী। তোমার জিহাদের সৈন্য বাহিনীর একজন সৈন্য হিসাবে এখানে এসে হাজির হয়েছি। কালেমায়ে তাওহীদের এই সমাবেশে এসে হাজির হয়েছি। “ লাব্বাইক! আল্লাহুম্মা লাব্বাইক!” যখন জোর দিয়ে বলি তখন এর অর্থ দাড়ায়। ‘আমি কেবলমাত্র তোমার গোলামী করার জন্যই হাজির হয়েছি। তুমি আদেশ কর, আমি কেবলমাত্র তোমারই গোলাম। কেবল তোমার আদেশেরই অনুগামী হব’। 
এর পর আমরা কি বলি? আমরা বলি যে, “ লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক”। লা শারিকা লাকা এর অর্থ কি? এর অর্থ হল, ‘ ইয়া রাব্বী, তোমার কোন শরীক নেই। তুমি একমাত্র প্রভু’। কোন বিধান মানবতার কল্যাণ বয়ে আনবে এটা কেবলমাত্র তুমিই জান, আর কেউ নয়। তুমি আমাদেরকে যে কোরআনী বিধান দিয়েছ কেবলমাত্র এর মাধ্যমেই মানবতা মুক্তি পেতে পারে। মানব রচিত আইন কোন দ্বীন মানবতার কল্যাণ বয়ে আনতে পারে না। মানব রচিত বিধান মানুষকে ধংসের দিকে ধাবিত করে। 
দেখুন, কম্যুনিজমের পতন হয়েছে। খেয়াল করে শুনুন, আমাদের নবী মানবতার মুক্তির দূত মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) এই আরাফাতের ময়দানে তার শেষ ভাষণে কি বলেছেন। তিনি বলেছেন “জীবনের প্রতিটি ক্ষেত্র থেকে ’সুদ’ কে চির দিনের জন্য হারাম ও নিষিদ্ধ ঘোষণা করা হল। সকল সুদ আমার পায়ের নিচে”। কেন তিনি ১৪১৪ বছর পূর্বে আমাদেরকে এই কথা বলেছেন? তিনি এই জন্য বলেছেন যে, কম্যুনিজমের পতন হয়েছে বলে তোমরা সুদ-ভিত্তিক পুঁজিবাদের দিকে ঝুকে পড়োনা।“সুদে কোন প্রকার কল্যাণ নেই” এই কথা তিনি আমাদেরকে এত আগে বলে দিয়েছেন। এই সতর্কবানী যাতে সকলেই খুব সতর্কতার সাথে গ্রহন করে সেই জন্য তিনি এই কথা বলার সময় উটের পীঠ থেকে নেমে পড়েছিলেন। 
সাবধান, এটা মনে রেখ যে সুদ থেকে কোন কল্যাণ আসতে পারে এটা ধারনাও করো না। এটা কেবলমাত্র মানুষকে নির্যাতন করতে পারে। এই জন্য সকল ধরণের সুদকে রহিত করা হল, সকল সুদ আমার পায়ের নিচে। সাবধান সুদকে কোন কিছু মনে করে এই পথে অগ্রসর হয়ো না। আল্লাহ রাব্বুল আলামীন কোরআনে কারীমের মাধ্যমে যে সিরাতে মুস্তাকিমের পথ দেখিয়েছেন সেই পথে চল। কেবল মাত্র এই কোরআনের বিধানের মাধ্যমেই তোমরা নিজেরা সফলতা লাভ করতে পারবে, দেড়শ কোটি মুসলমান সফলতা লাভ করবে এবং সর্বোপরি সাতশত কোটি মানুষ সফলতা লাভ করবে। 
এই জন্য আমরা যখন এইখানে ‘ লাব্বাইক!আল্লাহুম্মা লাব্বাইক!’ বলতে বলতে দৌড়িয়ে এসে উপস্থিত হই তখন আমরা একথা বলি যে, “ হে আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামী করি”। যখন বলি ‘লা শারিকালাকা লাব্বাইক’ তখন আমরা বলি যে, “ হে আল্লাহ তুমি যে বিধান পাঠিয়েছ আমরা কেবলমাত্র সেটার মাধ্যমেই সফলতা লাভ করতে পারি, অন্য কোন বিধান আমাদেরকে কল্যাণের পথ দেখাতে পারে না। তোমার কোন শরীক নেই”। এই কথা আমরা বার বার উচ্চারণ করে থাকি। 

এর পর বলি যে, “ওয়া নিয়’মাতা লাকা ওয়াল মূলক” সকল নিয়ামত এবং সম্পত্তির মালিক কেবলমাত্র তুমি। এই জন্য আমরা যখন সাহায্য চাই তখন কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। 
এর পড় আমরা বলি যে, “লা শারিকা লাকা” ইয়া রাব্বী, তোমার কোন শরীক নেই।
এই বাক্যগুলো মূলত “লা ইলাহা ইল্লাল্লাহ” র তাফসীর। পূর্বে আমি “লা ইলাহা ইল্লাল্লাহ” র যে ছারটি অর্থ উল্লেখ করেছি সে চারটি অর্থই হজ্জের এই “ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়’মাতা লাকা ওয়াল মূলক, লা শারিকা লাকা” তালবিয়ার মধ্যে পাওয়া যায়। কালেমায়ে তাওহীদের চারটি অর্থই আমরা সকাল থেকে বার বার উচ্চারণ করছি। 
আচ্ছা, আমি কেন আপনাদের সামনে এসে এই বিষয়ে কথা বলতেছি?
দেখুন আপনারা আল্লাহর ফজলে আরাফাতে এসেছেন, এখানে হজ্জ করতে এসে ইসলামী সৈন্য বাহিনীর সৈনিকে পরিণত হয়েছেন। আল্লাহ আপনাদের রক্ষা করুন আপনারা কেও যেন দেশে ফিরে সুদকে সমর্থন না করেন।সাবধান আপনারা দেশে ফিরে গিয়ে যালিমদেরকে সমর্থন করবেন না। যদি দেশে গিয়ে যারা সুদ ভিত্তিক পুজিবাদকে সমর্থন করে এমন দলকে সমর্থন করেন তাহলে আপনার এই হজ্জের অর্থটা কি থাকল? দেখুন আমি এখানে রাজনীতি করছি না। আমি আপনাদের একজন ভাই হিসাবে আপনাদের শুভাকাংখি হিসাবে এই কথা বলছি। আপনাদের হজ্জ যাতে কবুল হয়, অর্থপূর্ণ হয় এই জন্য আপাদের সামনে এই কথার মর্মার্থকে তুলে ধরার চেষ্টা করছি। একজন মুসলিম হিসাবে এটা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত। তাছাড়া আপনি এখানে হজ্জ করতে এসে, তিন দিন, পাঁচ দিন, দশ দিন, এক মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নিয়’মাতা, লাকা ওয়াল মূলক লা শারিকা লাকা” পড়বেন এর পর ফিরে গিয়ে মানব রচিত বিধান থেকে সফলতা আশা করবেন।তাহলে তো আপনার সেই হজ্জের কোন মর্যাদাই রইল না।আপনি কাবায় এসে বললেন এক কথা আর গিয়ে করতেছেন ভিন্ন কাজ! এই জন্য আমরা এখানে কেন আসছি, এই কথা ভালোভাবে বুঝতে হবে। এইখানে এসে আমরা যখন হজ্জের এই তালবিয়া পাঠ করি, তখন আমরা “লা ইলাহা ইল্লাহ” কালেমায়ে তাওহীদের এই বানীর মর্মার্থ আরও ভাল ভাবে বুঝতে পারি। 
প্রতি বছর সমগ্র দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এসে এই সম্মেলনে অংশগ্রহন করে। যাতে মুসলিম উম্মাহর অন্তরে এই চেতনা চির জাগরূক থাকে। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে, তিনি আমাদেরকে এই সুযোগ দান করেছেন এবং “ইসলামের এই আধ্যাত্মিক সৈন্যবাহিনীতে” একজন সৈন্য হিসাবে অংশগ্রহন করার সুযোগ দিয়েছেন। আল্লাহর নিকট তালবিয়া পাঠ করেছি। “ হে আল্লাহ তুমি আমকে নির্দেশ কর, আমি তোমার এই জিহাদী কাফেলার একজন সৈনিক। তোমার প্রেরিত বিধানকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার সকল শক্তি ও যোগ্যতা দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো”। আল্লাহকে আমরা এই কথা দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ি। কেন? যাতে করে আমরা দুনিয়ার সকল স্থানে মহান রাব্বুল আলামীন কর্তৃক প্রেরিত সেই বিধানকে বাস্তবায়ন করতে পারি। 
আমি আবারও বলছি যে, যারা সুদ কে প্রশ্রয় দিয়ে দেশ পরিচালনা করে তাঁদের থেকে কখনও কল্যাণ আসবে না। দেখুন!আল্লাহর রাসুল এই বিদায় হজ্জের ভাষণেই এই কথা বলেছেন। সাবধান, কম্যুনিজম থেকে মানবতার কল্যাণ আসবে না বলে, মুক্তির আশায় সুদ-ভিত্তিক পুঁজি বাদী অর্থ ব্যবস্থার দিকে ছুটে চল না। পবিত্র কোরআনের বিধান ছাড়া এবং আল্লাহ ও তার রাসুল (সঃ) প্রদর্শিত পথ ছাড়া মুক্তির আর কোন পথ নেই। আলহামদুলিল্লাহ্‌ সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এই কথায় বারংবার উচ্চারন করছি। এই সত্যটি আমাদের মনের মধ্যে গেঁথে নিয়ে পৃথিবীর সকল জায়গায় ছড়িয়ে যাচ্ছি। 
আমরা এখানে ফরজ হজ্জ আদায় করলাম। এর পর আমরা যেখানেই যাব দাওয়াত ও তাবলীগের যে ফরজ আমাদের উপর আরোপিত হয়েছে সেটাও আদায় করব। আমাদের সামনে যারাই আসবে, যাদেরকেই আমরা কাছে পাব তাঁদের সামনেই এই সত্যকে তুলে ধরব। মানুষকে দাওয়াত দিয়ে বলব “ সত্য ও সুন্দরের শাশ্বত এই বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তুমিও আমাদের সাথে আস”। আমাদের উপর যে জিহাদ ফরজ এই ফরজটিকেও আদায় করব। সকলেই মিলে দুনিয়ার বুকে হক্ব ও আদালতকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। যদি আজকের দেড়শ কোটি মুসলমান হজ্জের এই মর্মার্থ বুঝতে সক্ষম হয় এবং এই অনুযায়ী কাজ করে তাহলে অতীতের মত পৃথিবীতে আবারও ন্যায়নীতি প্রতিষ্ঠিত হবে সমগ্র মানবতা এই জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবে। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, মুসলমানদেরকে এই সত্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয় না। মুসলমানের সত্যিকারের দায়িত্ত্ব ও কর্তব্য কি এটা শিক্ষা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। বাতিল শক্তি মানবতাকে শোষণ করার জন্য তার এবং দুনিয়ার বুক থেকে ইসলামকে বিলীন করার জন্য তার সকল শক্তি দিয়ে কাজ করে যাচ্ছে। অপর দিকে মুসলিম গণ যাতে ইসলামের মূল শিক্ষা না পায় সেই জন্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই জন্য সে বলে যে আমি মুসলমান, কিন্তু পড়ে গিয়ে সুদী মহাজনদের সমর্থন দেয়। মুসলমান হওয়ার অর্থ কি এটাই সে জানে না। এখানে হজ্জ করতে আসে হজ্জ থেকে ফিরে গিয়ে সুদ কে সমর্থন করে এমন পার্টিকে সাপোর্ট করে। সে ধারনা করে যে, আমি মুসলমানও হব আবার সুদী মহাজন ও হব। না তা হতে পারে না। আমি আবার বলছি। রাসুল (সঃ) বলেছেন “ সকল ধরণের সুদ রহিত করা হল, সকল সুদ আমার পায়ের নিচে”।
সাব্ধান!যারা সুদ-ভিত্তিক পুঁজিবাদকে বাস্তবায়ন করতে চায় তাঁদেরকে সমর্থন করবে না!
সাব্ধান!যারা পাশ্চাত্য সভ্যতার দালাল তাঁদের পেছনে ছুটে বেড়াবে না!
এই সতর্ক বানী যেখানে উচ্চারিত হয়েছিল আজ আমরা সকলেই সেখানে। এই জন্য এর অর্থকে আমাদের খুব ভাল ভাবে উপলব্ধি করতে হবে। যদি পৃথিবীতে বসবাস কারী দেড়শ কোটি মুসলমান এর অর্থ উপলব্ধি করতে সক্ষম হত তাহলে সমগ্র দুনিয়ায় আজ যে জুলুম নির্যাতন তা অবশিষ্ট থাকত না। দেখুন!আজ বসনিয়াতে আমাদের মুসলিম ভাইদের উপর গণহত্যা চালানো হচ্ছে আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে। কেন মুসলিম দেশ গুলো আজ একত্রিত হয়ে এই জুলুম বন্ধে কোন পদক্ষেপ নিতে পারছে না? কেন বলছে না যে আমরা আমাদের এই ভাইদের উদ্ধার করার জন্য আমরাও অভিযান চালাবো? দেখূন জার্মানি বলছে যে, “ক্রয়েশিয়ানরা ক্যাথলিক এদের গায়ে হাত তুলে দিব না” । তারা ক্রোয়েশিয়াকে উদ্ধার করেছে। তাহলে আমরা কেন দেড়শ কোটি মুসলিম জীবিত থাকতে আজ আমাদের ভাইদের এই ভাবে হত্যা করা হচ্ছে, আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে। সাগরে ডুবে আমার কোমলমতি শিশুরা মারা যাচ্ছে। কেন আমরা আজও আমাদের বসনিয়ার ভাইদের রক্ষা করার জন্য কোন যৌথ উদ্যোগ নিতে পারলাম না? কেননা আজ একজন মুসলিম নিজেকে মুসলিম দাবী করে ঠিকই কিন্তু দেড়শ কোটি মুসলমানের অধিকাংশই আজ জানে না যে মুসলিম হিসাবে তার দায়িত্ত্ব কর্তব্য কি? 
মুসলমানরা বলে যে, “ আমরা পাশ্চাত্যের সাথে মিশে যাব, ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করব, আমাদের আইন কানুন হবে ইউরোপীয়ানদের আইন ও কানুনের মতই, তখন আমরা বেশী ভাল থাকতে পারব”। দেখুন এ কেমন গাফলতি, এ কেমন বুদ্ধিহীনতা। যারা এমন কথা বলে এরকম লোকদেরকেই আজ অনেকেই সমর্থন দিচ্ছে। না তুমি পারবে না এমন কাউকে সমর্থন করতে। ইসলামকে পরিপূর্ণভাবে শিক্ষা করা সকল রোগের মহাঔষধ। এই জন্যই এখানে আসি এই জন্যই সত্যটা তুলে ধরার চেষ্টা করি। আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন সেখানে ৪০ বছর যাবত জুলুম নির্যাতন চালানো হচ্ছে। কাশ্মীর, আজারবাইজানের দিকে তাকিয়ে দেখুন। এই সকল সমস্যার একমাত্র সমাধান হল ইসলাম এবং ইসলাম। যদি দেড়শ কোটি মুসলমান চায় তাহলে বসনিয়াকে রক্ষা করতে পারে। আলবেনিয়ার প্রেসিডেন্ট জেদ্দার ইসলামিক কনফারেন্সে এসে তার বক্তৃতায় বলেন “বসনিয়ার গণহত্যার পর সিরিয়াল আমাদের”। এই মুসলিম দেশের নেতৃবৃন্দ আপনারা কোথায়? তিরানা এয়ারপোর্ট আপনাদের হাতে। ১০০ টি বিমান পাঠান দেখেন ১৫ মিনিটের মধ্যেই জালিম সার্বিয়াকে শায়েস্তা করে বসনিয়ান ভাইদের মুক্ত করতে পারবে। কিন্তু মুসলিম বিশ্বের উদাসীন নেতৃবৃন্দ বলে যে, “আমরা আপনাদের প্রস্তাব বাস্তবায়ন করতে পারব না। কেননা পাশ্চাত্য এরকম কাজ পছন্দ করবে না” । এসকল নেতারা বলতে চায় যে, “আমরা আল্লাহর সন্তুষ্টি নয় পাশ্চাত্যের সন্তুষ্টি চাই” 
তারা “লা ইলাহা ইল্লাল্লাহর” অর্থ জানে না বলেই এমন আচরন করছে। “লা ইলাহা ইল্লাল্লাহর” অর্থ হল “আমি কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টিই চাই”। যদি এই চেতনাকে লালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম দেশ গুলি তিরান এয়ারপোর্ট থেকে কয়েকশ বিমান পাঠায়, তাহলে এই যালিম সার্বিয়ানরা পালিয়ে যাওয়ার জন্য গুহা খুঁজে বেড়াবে। ফলশ্রুতিতে বসনিয়ার গণহত্যাও বন্ধ হবে, মুসলিম উম্মাহও শান্তি ফিরে পাবে। এটি একটি উদাহরণ হিসাবে বললাম। এটা বর্তমানের একটি বিষয় হওয়ার কারণে এমন উদাহরণ দিলাম। এরকম জরুরি অবস্থায় আমরা এমন পদক্ষেপ নিতে বাধ্য। সকল সমস্যার মূল সমাধান হল ইসলামকে পরিপূর্ণ ভাবে জানা এবং সে অনুযায়ী আমল করা। সচেতন মুসলমান হিসাবে সব কিছু খেয়াল করা। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে আমাদের দায়িত্ত্ব পালন করার তওফিক দান করুন। আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালানোর তওফিক দান করুন। এই আরাফাতের যে শিক্ষা এই শিক্ষাকে বুকে ধারণ করে চলার তওফিক দান করুন। 
মহান আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে বলেছেন, “তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি”। অর্থাৎ এই মানবতা তোমাদের হাতে আমানত। মানবতার কল্যাণের জন্য এবং দুনিয়াতে আল্লাহর দ্বীনকে কে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। এই পবিত্র স্থানে দাঁড়িয়ে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে, হে আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে ইসলামের সঠিক বুঝ দান কর। তাঁদেরকে চেতনা সম্পন্ন হওয়ার তওফিক দান কর। দুনিয়ার বুকে তোমার দেওয়া দ্বীন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে তওফিক দান কর।

অনুবাদঃ বুরহান উদ্দিন

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীর প্রতি জামায়াতের শুভেচ্ছা বানী


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ এবং সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে আজ ১০ সেপ্টেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ
“কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আয্হা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।

ঈদুল আযহা মানুষকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করে একটি শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা দেয়। আমরা যদি ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকলেই বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারি তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে।

হযরত ইব্রাহিম (আঃ) ত্যাগের যে মহান আদর্শ স্থাপন করে গিয়েছেন সেইভাবে আমরাও যদি আল্লাহর দ্বীনের জন্য নিজেদের প্রিয়বস্তু, ধন-সম্পদ কুরবাণী করার জন্য প্রস্তুত হতে পারি তাহলেই আমাদের কুরবাণী স্বার্থক হবে । 

জাতি এমন এক সময় পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছে যখন গোটা দেশে চলছে সন্ত্রাস, চাঁদাবাজী, হত্যা, গুম ও গ্রেফতার অভিযান। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমে দ্বীন, সাবেক এমপি মাওলানা আবদুস সুবহান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারী জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে আবদ্ধ করে রেখেছে। দেশের জনগণ তাদের মুক্তি চায়। সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই তাদের বিচারের নামে প্রহসন করে হত্যার চক্রান্ত করছে।

গত আগস্ট মাসে জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আল আযমী ও সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শহীদ মীর কাসেম আলীর ছেলে ব্যারিষ্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারী এক দল লোক বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে গুম করে রেখেছে। তাদেরকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থার বহু নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে বন্দী করে রেখে কষ্ট দিচ্ছে। সরকারের সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

পরিশেষে ঈদুল আয্হা উপলক্ষে আমি দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আয্হা উদযাপন করার ও ঈদুল আয্হার শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করুন। সেই সাথে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ সকল নেতা-কর্মী এবং ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্রী সংস্থার গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে ঈদুল আযহার পূর্বেই মুক্তি দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”

আইআইইউসি’র রেড স্টার মার্ক উঠে গেছে: ভিসি ট্রাস্টি সদস্যদের সন্তোষ শিক্ষার্থীদের উল্লাস

বাংলঅদেশ বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিম্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি) এর উপর রেড স্টার মার্ক উঠিয়ে দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন(ইউজিসি)। ইউজিস ‘র ওয়েব সাইটে আন্তর্জাতিক ইসলামী বিম্ববিদ্যালয় চট্টগ্রাম(আইআইইউসি) এর নামের পাশে লাল তারকা চিহ্ন (রেড স্টার মার্ক) আর দৃশ্যমান হচ্ছে না। এই সুসংবাদ পাওয়ার পর  আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. এম. আজহারুল ইসলাম এবং বোর্ অব ট্রাস্টিজের সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন। এই সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষাথীরা উল্লাস প্রকাশ করেন এবং শিক্ষক ও নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
উর্লৈখ্য, বিগত ২৭ জুলাই ২০১৬ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশিন(ইউজিসি) এর প্রজ্ঞাপনের আলোকে আইআইইউসি’র অবশিষ্ট্য ৪টি বিভাগসহ সকল শিক্ষা কার্যক্রম কুমিরাস্থ স্খায়ী ক্যাম্পাসে পরিপূর্ণভাবে স্থানান্তর করা হয়েছে।আন্তর্জাতিক ইসলামী বিম্ববিদ্যালয় চট্টগ্রামএর মোট ১১টি বিভাগের মধ্যে ৭(সাত)টি বিভাগ আহগ থেকেই পরিপূর্ণভাবে স্থায়ী ব্যাম্পাসে পরিচালিত হয়ে আসছে।এখন চট্টগ্রামস্থ কুমিরায় আইআইইউসি এর সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত জচ্ছে।এছাড়া সবর্তমানে অন্য কোথাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে না।ইতি মধ্যে ইউজিসি সংবাদ পত্রে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এর স্বীকৃতি প্রদান করে।
বিশ্ববিদ্যালয়ের অনেক ত্যাগের এই অর্জনে ট্রাস্টি সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকলের আন্তরিক সহযোগিতার জন্য  ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

আন্দারকোনা মসজিদের ইমাম দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ জামায়াতের


বাংলাদেশ বার্তা ডেস্কঃ  সিলেটের ওসমানি নগর উপজেলার আন্দারকোনা মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান রহমান আজ ৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মসজিদের একজন ইমাম ও আলেমে দ্বীন রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। 

সিলেটের ওসমানি নগরের মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানকে হত্যা করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। 

মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আমি মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।” 

সড়ক দূর্ঘটনায় আসাদ মাদানীর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জামায়াত নেতৃবৃন্দের শোক


বাংলাদেশ বার্তা ডেস্কঃ  চট্টগ্রামস্থ আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব ও আওলাদে রাসুল (স:) হযরত মাওলানা সাঈয়েদ আনোয়ার হোসাইন তাহির জাবিরী আল মাদানীর সেজ পুত্র সাঈয়েদ আসাদ মাদানীর (২০) সড়ক দূর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মজলুম জননেতা মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম ও চট্টগ্রাম নগর জামায়াত সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম এক বাণী প্রদান করেন।

বাণীতে নগর জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন এবং পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান।

নিরক্ষতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে -শিবির সভাপতি

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান বলেন, নিরক্ষরতা একটি অভিশাপের নাম। এগিয়ে যাওয়ার পথে অন্তরায়। তাই নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে এগিয়ে আসতে হবে।
তিনি আজ কেন্দ্র ঘোষিত পক্ষকালব্যাপি সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে স্বাক্ষরতা অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক রাকিব মাহমুদ ও সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাদেক বিল্লাহ।।
শিবির সভাপতি বলেন, নিরক্ষরতার কুফল ভোগ করছে বাংলাদেশ। পৃথিবী যখন প্রতিদিন এগিয়ে যাচ্ছে তখন শত সম্ভাবনা থাকার পরও আমরা অনেক পিছিয়ে আছি। এর অন্যতম কারণ হচেছ জনসংখ্যার বিশাল একটা অংশ এখনো নিরক্ষর। সম্প্রতি এক প্রতিবেদনে দেখাযায় বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগ মানুষ এখনো নিরক্ষর। নিরক্ষতার দূর করতে ক্ষমতাবানরা মুখে মুখে সফলতার বুলি আওড়ালেও বাস্তবে অবস্থা শোচনীয়। লোক দেখানো ব্যপক কর্মসূচি গ্রহণ করলেও তা বাস্তবায়ন করা হয়না। নিকট ভবিষ্যতে দ্রুত নিরক্ষরতা দূর করার সম্ভাবনাও কম। তাই সরকারের আশায় বসে থেকে লাভ নেই। দেশ আমাদের, জনগণ আমাদের সুতরাং দায়িত্বও সবার। যার যার অবস্থান থেকে যদি আমরা নিরক্ষরতা দূর করতে আন্তরীক ভাবে চেষ্টা করি তাহলে অল্প সময়ের ব্যবধানে নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব।
তিনি বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকেই ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে দেশকে নিরক্ষরতা থেকে মুক্ত করতে সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পবিত্র কুরআন ও হাদিসে শিক্ষা অর্জন প্রতিটি মুসলমানের উপর ফরজ করে দেয়া হয়েছে। সুতরাং নিরক্ষরতার বিষয়টিকে এড়িয়ে যাবার সুযোগ নেই। আমরা দেশের ছাত্রসমাজসহ প্রতিটি শিক্ষিত মানুষকে নিরক্ষরদের অক্ষরজ্ঞান সম্পন্ন করতে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।
পরে নেতৃবৃন্দ নিরক্ষর নারী, শিশু, ও কিশোরদের মাঝে বই, খাতা, বোর্ডসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
উল্লেখ্য আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে পক্ষকালব্যাপি স্বাক্ষরতা অভিযান কর্মসূচি ঘোষনা করেছে ছাত্রশিবির। এসব কর্মসূচির আলোকে প্রতিটি জনশক্তি একজন নিরক্ষরকে অক্ষরজ্ঞান দান নিশ্চিত করা, উপশাখা ও ওয়ার্ড ভিত্তিক অস্থায়ী ক্যাম্প তৈরি করা, পথশিশু ও শ্রমজীবীদের অগ্রাধিকার দেয়া, পথশিশু, শ্রমিক ও অশিক্ষিতদের মাঝে খাতা-কলম, পেন্সিল, চক-ডাষ্টার, বোর্ড, বর্ণমালার বই বিতরণ করা ও বয়স্ক শিক্ষা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে।

"পৃথিবীতে যা কিছু আছে সব কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন?"


নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন,
"পৃথিবীতে যা কিছু আছে সব কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন?"
একজন ছাত্র বেশ আত্নবিশ্বাসের সাথেই উত্তর দিলো, জ্বী স্যার। সবকিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন।
"তাই নাকি! ছাত্র টির উত্তর শুনে মুচকি হাসেন প্রফেসর। সৃষ্টিকর্তা সত্যিই সবকিছু তৈরি করেছেন? তুমি ভেবে বলছো?"
ছাত্র টি আগের মত আত্নবিশ্বাসের সাথে হ্যা বোধক উত্তর দিতেই প্রফেসর আবারও প্রশ্ন করেন, "সৃষ্টিকর্তাই যদি সবকিছু তৈরি করে থাকেন তাহলে উনি তো খারাপ কেও সৃষ্টি করেছেন। তোমার উত্তর অনুযায়ী যেহেতু খারাপের অস্তিত্ব আছে এবং আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করেই নির্ধারণ হয়, সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ। কারন আমাদের ভাল-মন্দ সব গুণ উনি তৈরি করেছেন।"
প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেলো। কেউ কিছু বলছেনা।
ছাত্রদের চুপ হয়ে যাওয়া দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হলেন।
কিছুক্ষণ পর আরেকজন ছাত্র উঠে দাড়ালো। প্রফেসর আমুদে ভঙ্গীতে জিজ্ঞাসা করেন, কিছু বলতে চাও? ছাত্র টি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায়, "আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার?"
অবশ্যই করতে পারো। প্রফেসর অনুমতি দিতেই ছাত্র টি জিজ্ঞাসা করে- "স্যার, ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি?"???

প্রশ্ন শুনে প্রফেসরের চেহারায় বিরক্তি ফুটে ওঠে। "কি গাধার মত প্রশ্ন করো! ঠান্ডার অস্তিত্ব থাকবেনা কেন? অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে। তোমার কি কখনো ঠান্ডা লাগেনি?"
এবার ছাত্র টি মুচকি হেসে উত্তর দেয়, সত্যি বলতে কি স্যার, ঠান্ডার কোনো অস্তিত্ব নেই। আমরা যেটাকে ঠান্ডা বলি, পদার্থ বিজ্ঞানের ভাষায় সেটা আসলে তাপের অনুপস্থিতি। আমরা এই "ঠান্ডা' শব্দ টিকে জাস্ট কম তাপ কিংবা তাপের অনুপস্থিতি কে ব্যাখ্যা করার জন্য ব্যবহার করি।
কিছুক্ষণ পর ছাত্র টি আবারো প্রশ্ন করে, "স্যার অন্ধকার বলে কিছু কি পৃথিবীতে আছে?"
প্রফেসর উত্তর দেন, কেন থাকবেনা! অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে।
ছাত্র টি সহাস্যে উত্তর দেয়, আপনার ধারণা ভুল স্যার। অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা আলো কে নিয়ে রিসার্চ করতে পারি, আলোর তরঙ্গ দৈর্ঘ মাপতে পারি, আলোর গতি বের করতে পারি। কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলেই আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারিনা। সামান্য একটা আলোক রশ্নি অন্ধকার দূর করতে যথেষ্ঠ, কিন্তু অন্ধকার কখনো আলো কে গ্রাস করতে পারেনা। কারন অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি।
ছাত্র টি আবারও প্রশ্ন করে বসে। "স্যার, এবার বলেন খারাপের কি অস্তিত্ব আছে?"
প্রফেসর বেশ ক্রুদ্ধস্বরে উত্তর দেন, অবশ্যই আছে। প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো খারাপ না?"
ছাত্র টি বেশ জোরের সাথে উত্তর দেয়, "না স্যার। খারাপের কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি। এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতই, মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালবাসার অনুপস্থিতিই এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে।

Collected .........!!!

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ১৫ হাজার টাকার যন্ত্র কেনা হলো ৯ লাখ ৩২ হাজারে!


ঠান্ডা রক্তকে স্বাভাবিক তাপমাত্রায় আনার যন্ত্র ‘ব্লাড ওয়ারমার’-এর বাজারমূল্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা। কিন্তু এই যন্ত্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সরবরাহ করা হয়েছে ৯ লাখ ৩২ হাজার টাকায়। একইভাবে কান পরীক্ষার জন্য অটোস্কোপ যন্ত্রের দাম ১০ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে। অথচ প্রতিটি অটোস্কোপ যন্ত্র সরবরাহ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে জালিয়াতির এই চিত্র উঠে এসেছে। ২০১৪-১৫ অর্থবছরে হাসপাতালে এসব যন্ত্র কেনা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বাজারমূল্যের চেয়ে অত্যন্ত অস্বাভাবিক অধিক মূল্যে যন্ত্রপাতিগুলো কেনা হয়েছে।’ তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে কাল বুধবার হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় গত ১০ এপ্রিল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ জিয়াউদ্দিন আহমেদ। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে। জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী তদন্ত কমিটির সদস্যসচিব এবং সদস্য করা হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরীকে।
তদন্ত প্রতিবেদনের বিষয়ে আজিজুর রহমান সিদ্দিকী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত প্রতিবেদনটি আগামী বুধবার সাংসদের হাতে দেব। ওই দিনই জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হবে। ওই সভায় অস্বাভাবিক দামে কেন এসব যন্ত্র কেনা হলো, তা নিয়ে আলোচনা হবে। সভায় জড়িতদের কী শাস্তি হবে, তা নিয়েও ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত দেবে।’ 
তিন পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি থেকে এমআরআই মেশিন কেনা হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকায়। কিন্তু ওই মেশিনের নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের বাজদার সঙ্গে যোগাযোগ করে কমিটি জানতে পারে, একই মেশিনের বাজারমূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। হাসপাতালের জন্য চারটি হিটাচি কালার ডপলার কেনা হয়েছে প্রতিটি ৬৫ লাখ টাকা করে। নির্মাণকারী প্রতিষ্ঠানের বাংলাদেশি এজেন্ট থেকে কমিটি নিশ্চিত হয়, এ ধরনের কালার ডপলারের দাম সাড়ে ২৪ লাখ টাকা। এএসএল নামের একটি প্রতিষ্ঠান চারটি কালার ডপলার সরবরাহ করে।
জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়ম ও দুর্নীতি নিয়ে গত জুলাই মাসে প্রথম আলো দুই কিস্তিতে প্রতিবেদন প্রকাশ করে। এর মধ্যে গত ২ জুলাই ‘তিন কোটি টাকার যন্ত্র কেনা হলো ১০ কোটিতে!’ এবং ৩ জুলাই ‘ভুয়া কার্যাদেশে তিন কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
তদন্ত কমিটি সূত্র জানায়, এমআরআই মেশিন ও কালার ডপলার ছাড়া আরও ১০ ধরনের যন্ত্রপাতি কেনা হয় একই সময়ে (২০১৪-১৫ অর্থবছরে)। আহমেদ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এসব যন্ত্র সরবরাহ করে। এসব যন্ত্রের মধ্যে ব্লাড ওয়ারমার, অটোস্কোপ, পেশেন্ট মনিটর, সিরিঞ্জ পাম্প, অ্যানেসথেসিয়া মেশিন, ইনফিউশন পাম্প, ইসিজি মেশিন অন্যতম। প্রতিটির ক্ষেত্রে অস্বাভাবিক বেশি দাম দেওয়া হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়। ১০ ধরনের যন্ত্রের জন্য গত বছরের এপ্রিলে ২ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা মঞ্জুর করে মন্ত্রণালয়।
জানতে চাইলে আহমেদ এন্টারপ্রাইজের প্রতিনিধি মুন্সি সাজ্জাদ আহমেদ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কে কী প্রতিবেদন জমা দিয়েছে জানি না। তবে আমরা অত্যধিক বেশি মূল্য রাখিনি।’
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, অটোস্কোপ মেশিনের বাজারমূল্য ১০ হাজার টাকা। এর দাম দেখানো হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। একইভাবে ১০-১৫ হাজার টাকার ব্লাড ওয়ারমার মেশিনের দাম দেখানো হয়েছে ৯ লাখ ৩২ হাজার টাকা।
তদন্ত কমিটি সূত্র জানায়, পেশেন্ট মনিটরের বাজারমূল্য দেড় লাখ টাকা হলেও হাসপাতালে সরবরাহ করা হয়েছে ১৩ লাখ ২০ হাজার টাকায়। একইভাবে সিরিঞ্জ পাম্পের দাম বাজারে ১ লাখ টাকার বেশি না হলেও ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
২০১৪-১৫ সময়কালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জনের দায়িত্বে ছিলেন সরফরাজ খান চৌধুরী। তিনি একই সঙ্গে ক্রয় আদেশ–সংক্রান্ত কমিটি, কারিগরি উপকমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটির প্রধান ছিলেন। 
দায়িত্ব পালনকালে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, ‘সব কেনাকাটা পিপিআর (গণখাতে ক্রয়বিধি) মেনেই করা হয়েছে। আমি কোনো অনিয়ম করিনি।’
এ বিষয়ে ফয়সাল ইকবাল চৌধুরী বলেন, একই ব্যক্তি তিন কমিটির প্রধান কোনোভাবেই হতে পারেন না। তিনি বলেন, হাসপাতালের ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল।
তদন্ত কমিটি তাদের মতামতে উল্লেখ করেছে, বাজেট বরাদ্দ এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা বাদ দিয়ে জেনারেল হাসপাতালের জন্য যন্ত্র কেনা হয়েছে। এ ছাড়া যন্ত্র কেনার ক্ষেত্রে ক্রয়বিধি সঠিকভাবে অনুসরণ করা হয়নি।
সূত্রঃ প্রথম আলো
http://goo.gl/NszZNO

অনিদ্রা : কারণ ও প্রতিকার অধ্যাপক নইম কাদের

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  বর্তমানে বিশ্বব্যাপী মানুষ শারীরিক-মানসিক যেসব জটিলতায় ভোগছেন তন্মধ্যে অনিদ্রা অন্যতম। বিশেষজ্ঞদের মতে অনিদ্রা এখন অন্যতম স্নায়বিক রোগ। বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ বিভিন্নভাবে এই সমস্যায় আক্রান্ত। শতকরা ৮০ভাগ মানসিক রোগ অনিদ্রার কারণে সৃষ্ট। মনোরোগ বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে অনিদ্রা মানসিক রোগের প্রধান কারণ। স্বাস্থ্যের জন্য ঘুম অপরিহার্য। পর্যাপ্ত ঘুম না হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে, বিষন্নবোধসহ কাজে মনোযোগ থাকে না, সিদ্ধান্তহীনতা দেখা দেয়। মেজাজ খিটখিটে ও উত্তেজিত হয়ে যায়। স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। যাদের রাতে ভাল ঘুম হয় না, তারা কখনো একথা দাবি করতে পারবে না যে, তারা সুস্থ আছে। মনে রাখতে হবে শারীরিক ও মানসিক উভয় প্রকার সুস্থতার জন্য পরিমিত ঘুম দরকার। ভাল ঘুম আপনার যে কোন রোগ পঞ্চাশ সেরে তুলবে।
ঘুমের সময় : ঘুমের সঠিক ও প্রকৃত সময় রাত। অনেকে মনে করেন দিন হোক বা রাত, ঘুম হলেই হল। এটি ভুল ধারণা। শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য রাতের নি্নিদ্র ঘুম অপরিহার্য।
কতটুকু ঘুম প্রয়োজন : গবেষণায় দেখা গেছে, শারীরিক ও মানসিক উভয় প্রকার স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। একজন মানুষের জন্য কয় ঘণ্টা ঘুম প্রয়োজন তা নির্ভয় করে ব্যক্তির বয়স, শারীরিক গঠন ও পরিশ্রমের উপর। নবজাতক শিশু ২৪ ঘণ্টার মধ্যে ১৭/১৮ ঘণ্টা পর্যন্ত ঘুমায়। কিশোর বয়সে ঘুমের পরিমাণ ৯/১০ ঘণ্টা। প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষের জন্য ৬-৮ ঘণ্টা ঘুম যথেষ্ট। বৃদ্ধ প্রাপ্ত বয়স্কদের জন্য রাত্রে একটানা ৩/৪ঘণ্টা ভাল ঘুম দরকার। বাকি সময় ভেঙ্গে ভেঙ্গে ঘুম হতে পারে। আবার এমনো দেখা যায় যে, কেউ কেউ ২৪ ঘন্টায় মাত্র ৩/৪ ঘণ্টা ঘুমিয়ে দিব্যি আরামে আছেন। এটা ব্যতিক্রম।
অনিদ্রা : অনিদ্রা কোন রোগ নয়, বরং রোগলক্ষণ। বিভিন্ন কারণে যে কোন বয়সের যে কেউ অনিদ্রায় ভোগতে পারেন। এ জাতীয় ঘুমের ব্যাঘাত ঘটলে তার জন্য উদ্বিঘ্ন হবার কোন কারণ নেই। কিছু নিয়ম মেনে চললে অনিদ্রা কেটে যাবে।
ধূমপান-মাদকদ্রব্য সেবন সম্পূর্ণরূপে পরিহার করতে পারলে ঘুমের জন্য ভাবতে হবে না। ক্ষুধা ঘুমের ব্যাঘাত ঘটায়। ক্ষুধা নিয়ে ঘুমানো যাবে না। শোয়ার আগে আলো নিভিয়ে দিন। অন্ধকার ঘুমের সহায়ক। শোয়ার ঘর কোলাহলমুক্ত রাখুন। বালিশ-বিছানা আরামদায়ক কি না দেখে নিন। অনেক সময় বালিশের কারণে ঘাড়ব্যথাসহ নানা জটিলতা তৈরি হয়। 
মধু, দুধ, কলা ঘুমের সহায়ক। মধুতে থাকা গ্লোকোজ ঘুমের ব্যাঘাত সৃষ্টিকারি ওরেক্সিনের পরিমাণ কমাতে সাহায্য করে। দুধ মাংসপেশিকে শিথিল করে, কলায় থাকে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। শোয়ার আগে সামান্য মধু, এক গ্লাস বা এক কাপ হাল্কা গরম দুধ, একটি কলা খেলে তাড়াতাড়ি ঘুম আসে।
রাতে শোয়ার আগে গোসলের অভ্যাস করতে পারলে ভাল। গোসল সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে ঝরঝরে করে তোলে।
অফিসের কাজ অফিসেই শেষ করুন, যারা অফিসের কাজ বাসায়-বাড়িতে নিয়ে আসেন, মনের ভেতরে এক প্রকার কাজের চাপ থাকে। এই চাপ অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটায়। রাত্রে ভারি কাজ থেকে বিরত থাকুন। রাতে জার্নি করলে ঘুমের ব্যাঘাত ঘটে। সম্ভব হলে রাতের জার্নি এড়িয়ে চলুন।
রাতে ভাল ঘুমের জন্য তিনটি বিষয় মনে রাখতে হবে- রতের খাবারে বিলম্ব না করা, রিসফুড পরিহার করা এবং পরিমাণে কম খাওয়া। এ তিনটি বিষয় মেনে চললে অনিদ্রা কেটে যাবে।
রাতে ভাল ঘুমের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ঘুমের রুটিন মেনে চলা। প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করুন, অনুরূপ প্রতিদিন একই সময়ে বিছানা ছাড়ার অভ্যাস করুন। বই পড়ুন। বইপড়া এমনিতে একটি ভাল অভ্যাস। যারা অনিদ্রায় ভোগেন, শুয়ে শুয়ে যে কোন একটি ভাল বই পড়ুন। আস্তে আস্তে ঘুম চলে আসবে।
স্বপ্নবহুল নিদ্রা, যারা ঘুমানোর সাথে সাথে নানা স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে কথা বলেন, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে যায়। রাতে আর ঘুম হয় না। এমনকি অনেকে ঘুমের মধ্যে বিছানা ছেড়ে উঠে ঘরে হাঁটাহাঁটিও করে। যাদের প্রায়ই এরকম হয়, মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। 
শারীরিক নানা রোগ যেমন উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক-বুকজ্বালা, বাত-ব্যথা, হাঁপানি, রক্তশূন্যতা, শারীরিক দুর্বলতা, আঘাত ইত্যাদি কারণেও নিদ্রায় ব্যাঘাত ঘটতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে রোগ সারাতে হবে। রোগ সেরে গেলে আপনাআপনি অনিদ্রা কেটে যাবে।
ক্রনিক রোগের কারণে অনেককে সব সময় ওষুধ সেবন করতে হয়। ওষুধজনিত কারণে যদি কারো নিদ্রায় ব্যাঘাত ঘটে, চিকিৎসকের কাছে গিয়ে বিষয়টি খুলে বলুন। চিকিৎসক হয় ওষুধ পাল্টে দেবেন, নতুবা বিকল্প ব্যবস্থা দেবেন। ভাল ঘুমের জন্য পরিমিত শারীরিক পরিশ্রম অপরিহার্য। অলস জীবন-যাপন পরিহার করুন, প্রতিদিন কোন না কোনভাবে শারীরিক পরিশ্রম করুন, হতে পারে তা অফিস থেকে হেঁটে বাসায় ফেরা, বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে হেঁটে বাসায় ফেরা, সময়-সুযোগ করে নিজ হাতে বাজার করা, হাল্কা ব্যায়াম করা ইত্যাদি। হেঁটে মসজিদে গিয়ে নামায আদায় করার ইসলামি বিধানটি স্বাস্থ্য সুরক্ষায় খুবই তাৎপর্যপূর্ণ।
হোমিওপ্যাথিতে INSOMNIA বা অনিদ্রাজনিত বিভিন্ন জটিল রোগলক্ষণের ভাল চিকিৎসা আছে। আমার কাছে চিকিৎসা নিতে আসা অনেককে লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করে আমি ভাল ফল পেয়েছি।
অনেকের সাময়িক অনিদ্রা দেখা দিতে পারে। যেমন : পরীক্ষা, চাকরির ইন্টারভিউ, কর্মক্ষেত্রে বসের দুর্ব্যবহার, কর্মক্ষেত্র পরিবর্তন, হঠাৎ টাকার সংকটে পড়া, বাসা পরিবর্তন, বন্ধু কিংবা আত্মীয়-স্বজনের মৃত্যু ইত্যাদি। এসব কারণে সাময়িক নিদ্রায় ব্যাঘাত ঘটা স্বাভাবিক। উদ্বিগ্ন হতে হবে না, আপনাআপনি তা সেরে যাবে। যদি বিষয়টি দীর্ঘস্থায়ী হয়, লাগাতার ঘুমের সমস্যা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

"একজন মিডিয়া কর্মী হিসেবে মীর কাসেমকে যেমন দেখেছি" -শিবলী চৌধুরী কায়েস

১ম অংশ:
বাংলাদেশের যুদ্ধাপরাধ নামক বিচার না কি প্রহসণ! কিংবা রাজনৈতিক প্রতিহিংসামূলক!! এসব বিতর্কে আমি যাবো না। কারণ একের পর এক ‘ফাঁসি কার্যকর’ শেষে ‘নৃত্য আর মৃত্যুকে ঘিরে উল্লাস’; এসব নিয়েও নানা কথা বলতে লজ্জা লাগে। যদিও স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন হত্যাকান্ডের পর লাশ নিয়ে তামাশা হয়েছিল। নিজের চোখে লগি-বৈঠার তান্ডবে লাশের ওপর নৃত্য এসবও দেখতে হয়েছে। আমাদের মত অভাগা ( চেতনার তেলে উজ্জীবিত) জাতিকে আরো কত কি দেখতে হবে! কে জানে। এসব চিন্তা করলে ঘুম আসে না। অব্যাহত ভাবে সামাজিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে ইসলামিক চিন্তা শক্তির প্রয়োগের বিপরীতে চলছে ইসলামকে অবজ্ঞা করার অসুস্থ প্রতিযোগিতা।

বর্তমান প্রেক্ষাপটে এসবের সাথে (একবিংশ শতাব্দিতে) যুক্ত হয়েছে একেকটি বিচারের রায় আর দন্ড কার্যকর। ইলেকট্রনিক মিডিয়ার শত শত নিউজ আওয়ার ব্যয় আর লাখো কোটি পত্রিকার পাতা খরচ। দ্যটস ইট। এছাড়া, ট্রাইব্যুনালের রায়ের পর সর্বোচ্চ আদালতের রায় আপিল/রিভিউ বহাল এবং ট্রাইব্যুনালের স্বাক্ষি ও নথিপত্রের নানা জটিলতা তথ্যে গড়মিল নিয়ে প্রধান বিচারপতির তিরস্কার! এত কিছুর পরও চাই লাশ!! আসামী পক্ষের অভিযোগ এসব হচ্ছে বিচারিক হত্যাকান্ড। আমাদের কি বলা আছে?

কাদের মোল্লা/কামারুজ্জামান/নিজামী’র ফাঁসি আর অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর পর জামায়াতের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বিবেচিত মীর কাসেম আলী। যিনি ইসলামি ব্যাংক/ইবনে সিনা/রাবেতা’সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান গড়ার কারিগর। একই সাথে দেশের ইতিহাসে সর্ববৃহৎ মিডিয়া করপোরেশনের কারিগরও ছিলেন। সেসব আলোচনায় নাই বা গেলাম। লিখে শেষ করা যাবে না। যেহেতু আমি মিডিয়া কর্মী। বলতে পারি একটি আলোচনার অন্যতম শ্রোতা/প্রশ্নের উত্তরদাতা হিসেবে আমার দেখা ও শোনার সেই দিনের অভিজ্ঞতা শেয়ার করবো।

তার আগে চলে যাচ্ছি মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর ইস্যুতে পরিবারের অনুভূতি প্রসঙ্গে। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১০টার পর যখন মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করা হয়। একটু পরে দেখলাম, মীর কাসেম আলীর মেয়ে’র একটা স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে রূপ নিয়েছে। 

খবরের মাধ্যমে জানতে পারি; শনিবার দন্ড কার্যকরের একদিন আগে তথা শুক্রবার কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর সাথে সবশেষ দেখা করেন পরিবারের সদস্যরা। বাবার সাথে শেষ দেখা করে তাঁর দুই মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

মীর কাসেম আলীর মেয়ে সুমাইয়া রাবেয়া লিখেছেন- “আমার আব্বু নরম মনের মানুষ। প্রতিবার বক্তব্য দিতে উঠলে কেঁদে ফেলতেন। এটা সবাই জানেন। এর আগে যখন দেখা করতে গিয়েছিলাম তখন আব্বুর চেহারায় বিন্দুমাত্র বিচলতা দেখিনি, বরং সবার সাথে হাসি খুশি ছিলেন। তখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম, ‘আব্বু’ আমাদের ভাইবোনের জন্য আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবানা?” সুমাইয়া রাবেয়া লিখেন, “আব্বু একগাল হেসে বললেন, শুধু তোমরা না, আমার নাতি-নাতনী, বউমা, জামাই সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আমরা সবাই হেসে দিয়েছিলাম।” আবেগ জড়িত লিখনীতে সুমাইয় লেখেন, “আজকে (২সেপ্টেম্বর-শুক্রবার) আবার আব্বুকে দেখতে যাচ্ছি। শেষবারের মত। কাল আব্বু থাকবেনা এ নিয়ে আমরা দুঃখিত নই। শাহাদাতের মর্যাদা কজনের ভাগ্যে জোটে?
এ মৃত্যুর জন্যই তো সারা জীবন সংগ্রাম করেছেন। আল্লাহ আমার আব্বুকে কবুল করে নিন।”

আর মীর কাসেম আলীর অপর মেয়ে তাহেরা তাসনিম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন-“সবাই আমার বাবা মীর কাসেম আলীর জন্য দোয়া করবেন। যেন তিনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে পারেন!] আমি মীর কাসেম আলীর মেয়ে ‘সুমাইয়া রাবেয়া’র সাথে একমত। এই অর্থে যে, ফাঁসির দন্ড পাওয়া মীর কাসেম আলী ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ।

আমি কোন বড় মাপের ও ‘তথাকথিত জাতির বিবেক’ ! (সাংবাদিক) নই!! বলতে পারি অনেক ক্ষুদ্র একজন মিডিয়া কর্মী। সাংবাদিকতা পেশায় এসেছি ভালোবেসে এবং প্রেরণা থেকে। সেই ১৯৯৬ সাল থেকে লেখালেখিতে হাতেখড়ি। অনেক ভালো চাকুরিও করার সুযোগ হয়েছে/করেছি। কিন্তু একধরণের নেশা আমাকে এই পেশায় আজো আবদ্ধ করে রেখেছে। ৯৬ থেকে ৯৮ পর্যন্ত টানা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতাম। নিজ গ্রামের বাড়ি/এলাকায় ৯৬’র নির্বাচনপূর্বে ক্লাব গঠন/সভা-সেমিনার/ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছি। যার স্বাক্ষি, আমার সহপাঠি/ছোট ভাই যাদের ছাত্রলীগ/যুবলীগ করতে অনুপ্রেরণা জুগিয়েছি। আর যাদের অনুপ্রেরণায় ৯৫ থেকে একটু আধটু ছাত্র রাজনীতি করার অভিপ্রায় পায়েছিলাম; তাদের মধ্যে অন্যতম ছিলেন, মরহুম কামাল ভূঁইয়া/মরহুম শাহজাহান চৌধুরী (শাহজাহান মামা)। আর সবচেয়ে বেশী অনুপ্রেরণা দিয়েছিলেন যুবলীগের কাজল ভাই। জানিনা তিনি কেমন আছেন।

আমি ‘১০ নং রায়পুর ইউনিয়ন’র ছেলে। কোন দল করেছি সেটা নতুন করে প্রমাণের কিছু নেই। ২ বছরের বেশী আর সক্রিয় দল করা হয়নি। শিক্ষা/পারিবারিক অবস্থান এবং সর্বপোরি গণমাধ্যমের সাথে সম্পৃক্ত হওয়ার নেশা। দলীয় বাণিজ্য-চাঁদাবাজি-টেন্ডারবাজি কখনোই আমাদের দিয়ে হবে না। ফলে তথাকথিত রাজনীতি আমি ছেড়ে দিই। পরিবারের ৫ ভোটারের মধ্যে তবুও ২০০৮ সালের সবশেষ নির্বাচনে মা-ছোট ভাই কে নৌকা ভোট দিতে উদ্ভুদ্ধ করি। কিন্তু প্রয়াত/মরহুম বাবাকে পারিনি। কারণ তিনি ছিলেন জাতীয় পার্টি ‘এরশাদ’র একনিষ্ঠ সমর্থক।
যাই হোক এবার আসি মূল কথায়। ১৯৯৮’র পর ঢাকায় চলে আসি। যায়যায়দিনের পর বিভিন্ন গণমাধ্যম খ্যাত-অখ্যাত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা/ম্যাগাজিনের পর ২০০৯ সালে বিটিভিতে অথিতি প্রযোজক বার্তা ( গেস্ট প্রডিউচার) হিসেবে যোগদানের পর ওই বছরই দিগন্ত টিভিতে যোগ দেই।

এর আগে প্রথম ১৬৭/২-ই, ইনার সার্কুলার রোড, ইডেন কমপ্লেক্স, মতিঝিলে অবস্থিত নয়াদিগন্ত পত্রিকা অফিসে যাই। দিগন্ত মিডিয়া করপোরেশনের ইন্টারভিউ বোর্ডকে মোকাবেলা করতে। সারিসারি লাইন। যতদুর মনে পড়ে সেই দিনের ইন্টারভিউতে আমি আর একজন নারী সাংবাদিক প্রার্থী দু’জনের টিভিতে কাজ করার কিছুটা অভিজ্ঞতা ছিল। আর বেশীরভাগই ছিলেন একেবারেই নবিন। লিখিত পরীক্ষার পর প্রতিযোগির সংখ্যা অর্ধেকে নেমে আসে। এরপর আবারো ডাক পাই ‘ভাইভা’র/মৌখিক পরীক্ষার। একই কার্যালয়ে। আমরা শুনেছি ইন্টারভিউ বোর্ডে মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান হিসেবে ‘মীর কাসেম আলী’র থাকার কথা। তবে উনার নাম শুনেছিলাম; কিন্তু তখনো তাঁকে চিনতাম না/দেখা হয়নি কখনো। যাই হোক একে একে ইন্টারভিউ দিয়ে বের হয়ে আসছেন সহপাঠিরা। প্রশ্ন করি কী জিজ্ঞেস করেছে ভাই/আপা? অনেকে উত্তরও দিয়েছেন যে যার মতো। পরবর্তীতে আমারা যে ৪জন মূলত চাকুরি পাই। তাদের মধ্যে ৩ জনের ইন্টারভিউ আগে হয়েছে। রুহুল আমিন তুহিন, হুসাইন মোহাম্মদ নাহিয়ান এরপর নাহিদ শিউলী তারপর আমার। তাদের আর বাকী পরিচয় দেবার কিছুই নেই।

পূর্বের ইন্টারভিউর পরও ২জন আমার জন্য অপেক্ষায় ছিলেন। একদিনের আলাপচারিতায় ঘনিষ্ঠ হয়ে যাই। তাদের প্রশ্নের ধরণ যেনে আমি ভেতরে প্রবেশ করি। যাই হোক সালাম বিনিময় করে বসি। তখনো চিনতাম না বোর্ডর কাউকে। কারণ আমার কোন রেফারেন্সও ছিলো না। আমি ছিল ভিন্ন লাইনের লোক। সেই দিনের ইন্টারভিউ বোর্ডে (প্রথম দফায়) ছিলেন তৎকালিন ‘ডিটিভি’র হেড অব নিউজ আজম মীর শহীদুল আহসান, সিএনই রাশিদুল ইসলাম, নয়াদিগন্ত পত্রিকার নির্বাহি সম্পাদক সালাহউদ্দিন বাবর, ডিটিভি’র একজন উপদেষ্টা। আর দ্বিতীয় দফার ইন্টারভিউতে ছিলেন মিডিয়া করপোরেশনের পরিচালক সিব্বির মাহমুদ ও ডিটিভি’র নির্বাহী পরিচালক (সাবেক বিটিভি কর্মকর্তা) মোহাম্মদ হানিফ।

যাক ইন্টারভিউতে আমাকে প্রশ্ন করলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ি কি না? আবার একজন জিজ্ঞেস করলেন আপনি কেন দিগন্ত টিভিতে কাজ করতে চান? জানালেন অনেকে তো এটাকে ‘জামায়াতের টিভি চ্যানেল’ বলে থাকে। আপনি কি শিবির করতেন? জবাবে আমি বললাম। প্রথমত আমার ৫ ওয়াক্ত নিয়মিত নামাজ পড়া হয় না। তবে, বেশীর ভাগই পড়ি। দ্বিতীয়ত আমি শিবির করি নাই, তাদের নিয়মও জানি না। উল্টো প্রশ্ন ছুঁড়ে দিই- শিবির করাটা কি সাংবাদিকতায় জরুরি? জবাবে বোর্ডের কর্তারা বললেন অফকোর্স না; তা কেন হবে? তবে, আপনি সত্য বলছেন এটা ভালো। কারণ অনেকে জামায়াতের চ্যানেল বলে চাকুরির জন্য শিবির দাবি করেন। কিন্তু শিবিরের আদর্শিক কোন প্রশ্ন জানেন না। এমন ও দেখেছি, তাই প্রশ্ন করা। তারা জানান, আমরা চাই পেশাদার সাংবাদ কর্মী। আমি বললাম ও আচ্ছা।

এরপর অপরজন বললেন, আমাদের এখানে সংবাদ বিভাগে দলীয় দৃষ্টিভঙ্গির কোন মূল্য নেই। তবে, মুসলমান হিসেবে ৫ ওয়াক্ত নামাজ পড়া উচিত তাই না? এরপর বললাম আমি জি অবশ্যই। তারপর বললাম, আসলে একটি পরিচ্ছন্ন ধারার গণমাধ্যমে কাজ করতে চাই। আমার মনে হয়েছে আপনাদের চ্যানেলটি সেরকম। আমার ভয়েস টেস্ট নেয়া হলো। একটি প্রতিবেদন পড়তে বলা হলো। পড়লাম। বের হয়ে দেখি আমার সহপাঠি দু’জন এখনো অপক্ষেমান। জিজ্ঞেস করা হলো কি কি প্রশ্ন ছিল? আমি সব বললাম। একজন প্রতি উত্তরে বললেন, আপনার মনে হয় চাকুরি হবে না। আমি বললাম কেন? তিনি বললেন এমনিতেই। আমি বললাম ভাই কোন মিথ্যে তথ্য দিই নাই। হলে হবে, না হলে নাই।

এ বিষয়ে যার কথা না বললেই নয়। নয়াদিগন্তের হেড অব মার্কেটিং সাইফুল হক সিদ্দিকী। তাঁর সাথে আমার পূর্ব পরিচয়। অত্যন্ত স্নেহ করতেন আমাকে। একটি ম্যাগাজিনের মিডিয়া সাইট আমি দেখতাম। সেই হিসেবে তার সাথে পরিচয়। তিনি ছিলেন অত্যন্ত স্মার্ট ও একজন দক্ষ মানুষ। আমি উনাকে বললাম। বড় ভাই অনেক কম বেতন বলে। জয়েন্ট করবো কি না? জবাবে তিনি বললেন, অবশ্যই কায়েস। তিন মাস পর। যোগদানের সুযোগ পেলাম। এর মধ্যে ‘চ্যানেল ওয়ান/বৈশাখী/বিটিভি’সহ অন্যান্য পত্রিকার বেশ কয়েকজন যারা ছিলেন, ঘোরতর জামায়াত বিরোধী ও পূর্ব পরিচত। তবে, সবাই ছিলেন অত্যন্ত পেশাদার, নির্লোভ এবং নির্দলীয় সাংবাদিক। চ্যানেলটিতে যোগদান করে ভালো একটা ‘সংবাদ টিমের’ সাথে কাজ করার সুযোগ পেয়েছি। কয়েকজন যে দলীয় ছিলেন না, সেটা বলার অপেক্ষা রাখে না। বেশীরভাগই ছিলেন নিরপেক্ষ এবং দক্ষ সংবাদকর্মী। এরই মাঝে দু’একটা তিক্ত অভিজ্ঞতার শিকার যে হইনি; তা কিন্তু নয়! সেটা সব হাউজেই থাকে। তবে দিগন্ত টিভি ছিল অন্যান্য মিডিয়া হাউজ আলাদা। সবাই ছিলেন নিষ্ঠাবান এবং কর্মনিষ্ঠ।

আমাদের আগে এবং পরের যত নিয়োগ হয়েছে প্রায় সবক’টি নিয়োগের চূড়ান্ত পর্যায়ে চেয়ারম্যান হিসেবে ছিলেন মীর কাসেম আলী। কিন্তু আমাদের সময়ে বিদেশ থাকায় তিনি উপস্থিত হতে পারেন নি। পরে একদিন উনাকে দেখি। দীর্ঘদেহী একজন মানুষ। বার্তাকক্ষে প্রবেশ করলেন; নিমিষেই পুরো সাড়ে চারশ’ কর্মকর্তা-কর্মচারিতে ভরপুর চ্যানেলটিতে সুনসান নীরবতা ও কাজে মনোযোগি ভাব লক্ষ্য করলাম। মনে হয়তো এই কেমন চেয়ারম্যান? সবাই এত ভয় পায় কেন তাঁকে? আমার কর্মক্ষেত্রে ‘এমসি-চেয়ারম্যান’ হিসেবে মীর কাসেম আলীর সাথে ৩ বার দেখা হয়েছে। প্রথমবার সাংবাদিকদের সাথে নিউজ সংশ্লিষ্ট বোর্ড মিটিংয়ে। আর দ্বিতীয়টির কথা মনে নেই। তবে, তৃতীয় ও সবশেষ দেখা হয়েছে নয়াদিগন্ত কার্যালয়ে।

দিনটি ছিল ২০১০ সাল। ওইদিন ছিল দৈনিক নয়াদিগন্তের বার্ষিক মফস্বল সাংবাদিক/প্রতিনিধি সম্মেলন।

এক.
আমাকে অ্যাসাইনমেন্ট ডেস্ক থেকে বলা হলো আগামীকাল (সময় এবং তারিখ মনে নেই) নয়াদিগন্তের চেয়ারম্যান স্যারের একটি সভা আছে। আপনি কাভার করবেন। সম্ভবত সাঈদুল ইসলাম আর তাবিবুর রহমান তালুকদার ছিলেন অ্যাসাইনমেন্ট ডেস্কে। তাদেও একজন রেডিও টু’ডে আর অন্যজন রেডিও তেহরান/প্রেস টিভি থেকে আসা। যাই হোক। আমি জিজ্ঞেস করলাম ক্যামেরাম্যান কে? জানতে পারলাম। আমার অ্যাসাইনমেন্টের সহপাঠি ছিলেন (প্রোগ্রাম থেকে নিউজে আসা) শাহিদুর রহমান। সে সময়ে উনার সাথে তেমন হৃদ্যতা গড়ে উঠেনি।

দুই.
যথারীতি সকাল দশ’টায় অনুষ্ঠানস্থলে হাজির হলাম। নয়াদিগন্তের বিভিন্ন জেলার প্রতিনিধিদের অনেকেই রিপোর্ট করার কারণে চেনার ছলে কথা ও কুশল বিনিময় হলো। এরই মধ্যে থেমে থেমে চললো প্রতিনিধিদের অভিযোগ আর প্রত্যাশা-প্রাপ্তির ক্ষোভ ও অভিমানের বক্তব্য। অবশ্য তা ছিল বার্তা বিভাগের শীর্ষ কর্তাব্যক্তিদের সামনে। মাসুমুর রহমান খলিলী। তিনি উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন অভিযোগের জবাব/সীমাবদ্ধতার কথা জানিয়ে বললেন, সব কিছু ‘চেয়ারম্যান-এমসি’ স্যারের সামনে উত্থাপন করবেন। আমি তো নিশ্চুপ এ কোনে বসে।

তিন.
বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে হাজির হলেন দিগন্ত মিডিয়ার করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলী। মুহুর্তে তুষের আগুনের মতো ধাউ ধাউ করে চলতে থাকা উত্তপ্ত বাক্য-বিনিয়ময় প্রশমিত হয়ে গেলো মোমের আগুনের মতো। পুরো মিলনায়তন তখন থমথমে অবস্থা আর সুনসান নীরবতা। সবার মুখে ভদ্রতার ছাপ ফুটে উঠলো। আগত প্রতিনিধিদের শান্তভাব দেখে মনে হলো অভিযোগ সব কর্তাব্যক্তিদের উপর; চেয়ারম্যানের উপর নয়। আমি অবাক হলাম। এটা কি করে সম্ভব? এই ব্যক্তিটি ‘যাদুকর’ না কি?

চার.
তাকিয়ে দেখলাম। এর আগে কয়েকজনের অভিযোগ ক্যামেরাম্যানকে শাহিদুরকে রেকর্ড করতে বললাম। চেয়ারম্যান এক হলেও পত্রিকা আর টিভি ব্যবস্থাপনা পুরোপুরি ভিন্ন ছিল। শুরুতেই সবাইকে সালাম বিনিময় শেষে বিসমিল্লাহ বলে কোর’আনের একটি আয়াত পাঠ করলেন মীল কাসেম আলী। তাও আবার ব্যবসা রিলেটেড। এরপর একে একে প্রায় ২৫ থেকে ৩০জন প্রতিনিধির নাম ধরে সম্বোধন করে বললেন, তোমার এবারের রিপোর্ট ভালো হয়েছে। অন্যজনকে বললেন তুমি এবার খারাপ করলে কেন?
গত বছর অমুক ভালো করেছে/তমুক কেন পিছিয়ে গেলো? ইত্যাদি। আবার যারা সংবাদ/সোর্স প্রতিযোগিতা ব্যর্থ ছিলেন, তাদের ভরসাও দিলেন। যারা ভালো করেছেন, তাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করলেন। কারো কোন অভিযোগ দেখলাম না। উল্টো সবাই হাসিখুশি মনেই জবাব দিচ্ছিলেন। ভাবলাম; একটা ব্যক্তির উপস্থিতির আগে এবং পরের পরিস্থিতি আকাশ-পাতাল ব্যবধান! এটা কি কওে সম্ভব? পুরো চিত্রটি আমি নীরবেই পরখ কওে গেলাম। তাই এই লেখাটিও কেবল লিখেই যাচ্ছি। জানিনা না শেষ হবে কি না? তবে মুল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি।

পাঁচ.
এরপর বক্তব্যের পালা। মীর কাসেম আলী যখন বক্তব্য দিচ্ছেন। একেকটি কোর’আনের আয়াত পাঠ করছেন। আর তার স্বপ্নের কথাগুলো খুব সুন্দর করে তুলে ধরছেন। আগেই বলেছি। তাঁর মেয়ের কথা। যিনি বলেছিলেন আমার বাবা আবেগপ্রবণ মানুষ। একেবাওে সত্যি কথা। সেদিন আমি দেখেছি। তিনি তাঁর দীর্ঘ প্রায় ১ ঘন্টার বক্তব্যে কেঁদেছেন/হাসিয়েছেন আবার অনুপ্রেরণাও যুগিয়েছেন। তুল ধরেছেন, বাংলাদেশর অপসংস্কৃতি ও আগামী প্রজন্মের মাঝে সুষ্ঠু, সত্য ও সুন্দরের একটি লক্ষ্য নিয়ে গণমাধ্যম/মিডিয়া করপোরেশন গড়ার কারণ। তুলে ধরেছেন দেশ নিয়ে তাঁর আগামীর স্বপ্নের কথা।

সরকারই প্রতিনিয়ত মানবতাবিরোধী অপরাধ করছেঃ মাওলানা রফিকুল ইসলাম খান

ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য, অর্থনীতিবিদ ও সমাজ সেবক শহীদ মীর কাসেম আলীকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। মূলত সরকার দেশকে নেতৃত্বশূণ্য করতেই জামায়াতের শীর্ষনেতাদের বিশেষভাবে টার্গেট করেছে।
তিনি অভিযোগ করে বলেন, যে আইনে জামায়াতের শীর্ষনেতাদের বিচার করা হচ্ছে সে আইনতো আন্তর্জাতিকমানে উত্তীর্ণ নয়ই; বরং সে আইনে দেশীয় মানও রক্ষা করা হয়নি। দলীয় ও আজ্ঞাবাহী প্রসিকিউশন, সাজানো বাদী ও পাতানো সাক্ষীর মাধ্যমে একের পর এক জাতীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হচ্ছে।
তিনি আরো বলেন, সরকার জামায়াতের শীর্ষনেতাদের সন্তানদেরও অপহরণ করে গুম করছে যা ইতিহাসের সকল নির্মমতা ও নৃশংসতাকে হার মানিয়েছে। কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে সরকার নিজেরাই একের পর এক মানবতাবিরোধী অপরাধ করে চলেছে।
রফিকুল সরকারকে উদ্দেশ্য করে বলেন, এই ফ্যাসীবাদী ও জুলুমবাজদের একদিন অবশ্যই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

শহীদ মীর কাসেম আলীকে নিয়ে যা বললেন টিভি উপস্থাপিকা তাজকিয়া


বাংলাদেশ বার্তা ডেস্কঃ  ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে র’জিয়ুন।কিছুক্ষণ আগে দিগন্ত মিডিয়া কর্পোরেশানের চেয়ারম্যান, মীর কাসিম আলীর মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে কার্যকর করা হয়েছে।এর আগেও আরও ৫ জন যুদ্ধাপরাধীর মৃতু্যদন্ড কার্যকর করা হয়েছে;কিন্তু তখনও আমার এত কষ্ট হয়নি যতটা আজ হচ্ছে।এর কারণও আছে অবশ্যই,আমি ওনাদের কাউকেই কাছ থেকে চিনতাম না কিংবা জানতাম না।কিন্তু মীর কাসিম আলী,উনি তো আমাদের দিগন্ত টিভিরও চেয়ারম্যান ছিলেন। প্রায় ৬/৭ বছর কাজ করেছি ওনার সাথে,উনি আমাদের সবার অভিভাবক ছিলেন।টেলিভিশানের ‘পা থেকে মাথা’ পর্যন্ত সবার খেয়াল রাখতেন,সুখে-দু:খে খোঁজখবর নিতেন।সবচেয়ে বিশাল পাওয়া হলো ওনার মত স্বপ্নদ্রষ্টার কারনেই আমাদের মত হিজাবী মেয়েরা মিডিয়াতে কাজ করতে পেরেছিলাম।উনি সুস্থধারা নিয়ে এসেছিলেন মিডিয়াতে যার দরুন দিগন্ত টিভি অন এয়ারে থাকা অবস্থায় ‘পাখি’ ড্রেইস না পেয়ে কেউ সুইসাইড করেনি কিংবা ‘কিরণমালা’ দেখা নিয়েও হতাহতের ঘটনা ঘটেনি।

আমাদের সবার মনে শুরুতে একটা ভয় ছিলো যে হিজাব পরে
টিভি স্ক্রীনের সামনে আসলে আমাদের চ্যানেল কেউ কি দেখবে? ওইদিন উনি দ্ব্যর্থহীন কন্ঠে বলেছিলেন-“আরে তোমাদের হিজাবসহ টিভিতে দেখলে দেশে একটা রেভোলিউশান হয়ে যাবে আর তোমরা হবে তার পায়োনিয়ার”।সত্যিই তাই হয়েছে স্যার,এ্যাত্তো এ্যাত্তো হিজাবের দোকান আর হিজাবীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে দেখে মনটা খুশীতে ভরে ওঠে;কিন্তু সে জন্যে আপনাকে একটা ধন্যবাদ দেয়ারও সৌভাগ্য হলো না আমার।

স্যার আপনি যদি সত্যিকার অর্থে যুদ্ধাপরাধী হয়ে থাকেন তাহলে আপনার দুনিয়াবী বিচার শেষ। কিন্তু যদি তা না হন তাহলে আজ পৃথিবীর ৭০০/৮০০ কোটি মানুষকে হত্যার দিন। কেননা মহান আল্লাহই তো বলেছেন,”যে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করলো সে যেনো গোটা মানবজাতিকেই হত্যা করলো।”

ও হ্যাঁ আরেকটা কথা, আমার এই স্টেটাসের কারনে কারো যদি মনে হয় আমি নব্য রাজাকার তো দয়া করে আমাকে আপনার ফ্রেইন্ডলিস্ট থেকে রিমুভ করে দিয়েন। আমি না নিমকহারাম নাহি গিরগিটি। এ্যান্ড আমি আনডাউটেডলি বলতে পারি, যারাই মীর কাসিম আলীর যে কোনো প্রতিষ্ঠানে কাজ করেছেন তাদের সবারই আজ একটু হলেও খারাপ লাগবে।

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ইসলামী বিপ্লব সফল করার মাধ্যমে মীর কাসেম আলী হত্যার প্রতিশোধ গ্রহণ করা হবেঃ চান্দগাঁও জামায়াত

বাংলাদেশ বার্তা ডেস্কঃ চান্দগাঁও থানা জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী বিপ্লব সফল করার মাধ্যমে মীর কাসেম আলীসহ জামায়াত নেতৃবৃন্দকে হত্যার প্রতিশোধ গ্রহণ করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে সরকার কর্তৃক পরিকল্পিতভাবে বিচারিক হত্যার প্রতিবাদে আহুত দেশব্যাপী অর্ধবেলা হরতালের সমর্থনে চান্দগাঁও থানার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপরোক্ত কথা বলেন।
৫ সেপ্টেম্বর ২০১৬ইং তারিখ চান্দগাঁও থানা জামায়াত নেতা আবু জাওয়াদের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে সরকার কর্তৃক পরিকল্পিতভাবে বিচারিক হত্যার প্রতিবাদে আহুত দেশব্যাপী অর্ধবেলা হরতালের সমর্থনে চান্দগাঁও থানার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে অন্যান্যের মধ্যে মুহাম্মদ ইবনে হোসাইন, আবু নাহিদ, মহানগর ছাত্রনেতা এরশাদুল্লাহ, সাইফুল, আমান প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে নেতৃবৃন্দ ক্রমাগতভাবে জামায়াত নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের বিচারিক হত্যা ষড়যন্ত্র বন্ধ করে প্রতিহিংসার রাজনীতি পরিহার করার আহবান জানান। নেতৃবৃন্দ আরো বলেন, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী বিপ্লব সফল করার মাধ্যমে মীর কাসেম আলীসহ জামায়াত নেতৃবৃন্দকে হত্যার প্রতিশোধ গ্রহণ করা হবে।