ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

নিরীহ আলেম-ওলামাদের হয়রানি না করে নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশ করুন - মুফতি ফয়জুল্লাহ


বাংলাদেশ বার্তা ডেস্কঃ  জিহাদি বই উদ্ধারের নাটক না সাজিয়ে নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজত নেতা মুফতি ফয়জুল্লাহ। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি এমন আহ্বান জানান।

মুফতি ফয়জুল্লাহ বলেন, দেশকে ইসলাম শূন্য করার গভীর চক্রান্ত চলছে। এক দিকে সন্ত্রাসবাদী চক্র নিরীহ-নিরপরাধ মানুষ খুন করছে। অন্যদিকে এই পঁচা ইস্যুকে হাতিয়ার বানিয়ে জিহাদি বই উদ্ধারের নাটক সাজিয়ে নির্বিচারে নিরীহ আলেম-ওলামাদের হয়রানি করা হচ্ছে।’

জিহাদ আর সন্ত্রাস এক নয় উল্লেখ করে তিনি বলেন, দুটি বিষয় ভিন্ন ভিন্ন জগতের, ভিন্ন ধারা ও নীতির। এ দুয়ের মধ্যে আসমান-জমিনের পার্থক্য। সব অমানবিকতা, জুলুম ও সন্ত্রাস নির্মূল করে ‘আল্লাহ নির্দেশিত জিহাদ’। অমানবিকিতা, নৈরাজ্য ও ফেতনা সৃষ্টি করে ‘শয়তানী সন্ত্রাস’।

তিনি বলেন, অবিলম্বে নিষিদ্ধ বইয়ের তালিকা প্রকাশ করুন। ‘জিহাদি’ বই বলে গ্রেফতার বাণিজ্য বন্ধ করুন। জনজীবন বিপন্নকারী সন্ত্রাসবাদ নির্মূল করুন। এসব অপকর্মের দায়ভার আলেম-ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উপরে চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা বন্ধ করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন