বাংলাদেশ বার্তা ডেস্ক; ১৭ জুলাই’২০১৬: তুরস্কে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পর থেকে নিখোঁজ দেশটির সেনাপ্রধান হুরুসি আকারকে উদ্ধার করা হয়েছে।
আংকারার আকিনসিলার সামরিক ঘাঁটি থেকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। খবর সিএনএন, আনাদোলু ও হুরিয়াত ডেইলির।
উদ্ধারের পর হুরুসি আকারকে পুনরায় স্বপদে বহাল করা হয় বলে জানিয়েছে হুরিয়াত ডেইলি। এর আগে তুরস্কের সেনাপ্রধানের খোঁজ নেই বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।
শুক্রবার রাত থেকে তুরস্কে সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। শনিবার সকালেও দেশটির বড় বড় শহরে বিস্ফোরণ,গুলি ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। অভ্যুত্থানকারী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন।
কোন দল এই ঘটনার সঙ্গে জড়িত,তা স্পষ্ট না হলেও জ্যেষ্ঠ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ৭৫৪ জনকে আটকের খবর দিয়েছে গণমাধ্যম। এখনও রাজধানী আংকারায় ও ইস্তাম্বুলের পুলিশ সদর দফতর এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন