শুধু কি কাফেরদের তৈরিকৃত গণতন্ত্র দিয়েই ইসলাম প্রতিষ্ঠা হারাম???
★কাফেরদের তৈরি ফেসবুক দিয়ে ইসলাম প্রচার করা কি হারাম নয়??
★কাফেরদের তৈরি টেলিভিশন দিয়ে ইসলাম প্রচার করা কি হারাম নয়??
★কাফেরদের তৈরি বিমান-গাড়ি চড়ে হাজ্বে কিংবা মাহফিলে যাওয়া কি হারাম নয়??
★কাফেরদের তৈরি ক্যামেরা দিয়ে ইসলামিক অনুষ্ঠান ভিডিও করা কি হারাম নয়??
★কাফেরদের তৈরি প্রিন্ট মেশিন দিয়ে ইসলামিক বই প্রিন্ট করা কি হারাম নয়??
★কাফেরদের তৈরি মাইক দিয়ে ওয়াজ-মাহফিল করা কি হারাম নয়??
★কাফেরদের তৈরি কম্পিউটার-ল্যাপটপ দিয়ে বিভিন্ন ইসলামিক সাইট তৈরি করে ইসলামের প্রচার-প্রসার করা কি হারাম নয়??
আপনি হয়তো বলবেন,আমরা তো এগুলো ইবাদাতের উদ্দেশ্যে ব্যবহার করিনা। আমরা এগুলো উপকরণ হিসেবে ব্যবহার করি।
তাহলে আমার প্রশ্ন! যারা গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েম করতে চায়,তারা কোন দিন বলেছেন যে,তারা গণতন্ত্রকে ইবাদাত হিসেবে ব্যবহার করে? তারাও তো গণতন্ত্রকে উপরের আবিষ্কৃত যন্ত্র গুলোর মতোই উপকরণ হিসেবে ব্যবহার করে।
আপনি কাফেরদের তৈরি করা এতো কিছু ব্যবহার করতেছেন এবাদতকে সহজভাবে প্রচার ও পালন করার জন্যে তাহলে সেগুলো যদি হারাম না হয়। তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্টার জন্য গণতন্ত্রকে উপকরণ হিসেবে ব্যবহার করলে হারাম হবে কেনো??
আল্লাহ বলেছেন তোমরা বিবাহ করো, এবং স্ত্রীর সাথে মিলিত হও তোমাদেরকে সন্তানাদি দান করবো। এখন আপনি বিবাহ করে যদি স্ত্রীর সাথে মিলিত না হন তাহলে সন্তানের মুখ দেখবেন কি?
আল্লাহ বলেছেন তোমরা ইমান আনো এবং আমল করো, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবো। এখন আপনি ইমান আনলেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্টার জন্য আমল কাজ যদি না করেন তাহলে রাষ্ট্র ক্ষমতা পাবেন কি??
★রাষ্টিয়ভাবে ইসলাম প্রতিষ্টার জন্য ইসলামী আন্দোলের বিকল্প নেই।
এইচ.এম. রিদওয়ানুল করিম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন