ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বুধবার, ১১ অক্টোবর, ২০১৭

আসাদ বিন হাফিজের কবিতা || অবশেষে দেশপ্রেমিকরাই জয়ী হয়


ইতিহাস পড়ে পড়ে জেনেছি চিরকাল
অবশেষে দেশপ্রেমিকরাই জয়ী হয়।
বুলেট, বেয়নেট, গুম, খুন, হত্যা, সন্ত্রাস, 
কারাগার, নির্যাতন-
সেই বিজয়-পথের একেকটি ফলকমাত্র।

কারাগার মানে বিপ্ল¬বের সুতিকাগার।
আসন্ন সংগ্রামের পরিকল্পনা প্রণয়নের 
নিরাপদ আবাসস্থল।
জনতার কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশ।

একজন জাতীয় নেতাকে কারাগারে দেয়া মানে-
মুক্তিকামী মানুষের স্বপ্ন পূরণের জন্য
সেই পরিকল্পনা প্রণয়নের একটু সুযোগ করে দেয়া।
একজন জাতীয় নেতাকে কারাগারে দেয়া মানে-
অব্যর্থ আঘাত হানার জন্য একজন বিপ্লবীকে
প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার সামান্য অবকাশ দেয়া।
একজন জাতীয় নেতাকে কারাগারে দেয়া মানে-
গণবিরোধী সরকারের জন্য 
আধুনিক সমরাস্ত্রের চেয়েও তিনি যে ভয়ংকর 
এ কথা প্রকাশ্যে ঘোষণা করা। 
আর
একজন দেশপ্রেমিক নেতার ফাঁসির আদেশ দেয়া মানে-
তাঁর বীরত্ব ও সাহসের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য
রাজ্য জুড়ে 
মুক্তিপাগল মানুষের কাছে ঢেড়া পিটিয়ে দেয়া।

আর বুলেট বেয়নেটের প্রশ্ন?
একটি বুলেট বড়জোর একটি বুকই 
এফোঁড় ওফোঁড় করতে পারে।
কিন্তু একজন শহীদের একফোঁটা রক্ত 
নিমিষে লক্ষ কোটি জনতার মনে 
জ্বেলে দিতে পারে বিপ্লবের দাউদাউ আগুন। 
সে আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারে 
কুচক্রীর নরম ফোমের গদী।
চৈত্রের উত্তপ্ত অরণ্যে দেয়াশলাইয়ের 
সামান্য এক শালাকা
যেমন মুহূর্তে সৃষ্টি করতে পারে 
লেলিহান দাবানল
তেমনি মাত্র একজন শহীদের রক্ত 
বিক্ষুব্ধ জনতার উত্তোলিত হাতগুলোকে
অবলীলায় বানিয়ে দিতে পারে টান টান মিসাইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন