বাংলাদেশ বার্তাঃ কুমিল্লাবাসী গর্বিতত এমন মানুষের জন্য! হে কুমিল্লার জনগন তোমরা বুঝনি কাকে হারিয়েছো!
এম কে আনোয়ার সমসাময়িক রাজনীতিকদের চেয়ে ভিন্ন ধারায় রাজনীতি করতেন। ব্যাক্তিত্ব ক্ষুন্ন করে কখনো কারো কাছে আবদার রাখেন নি,,,না হয় বহু আগেই পেতেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ। সর্বশেষ ২০০৯ এ চেয়ারপার্সনের নজরে আসে জনাব এম কে আনোয়ারের বিষয়টি,,, নিয়ে আসেন স্থায়ী কমিটিতে।
জীবনে কোনোদিন পদপদবীর জন্য তদবীর করেন নাই এম কে আনোয়ার।
পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য হবার পাশাপাশি ছিলেন সরকারের দুইবারের কেবিনেট মন্ত্রী।
ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা,,,,কেবিনেট তথা মন্ত্রীপরিষদ সচিব।
এম কে আনোয়ারের সর্বশেষ জানাজা টি অনুষ্ঠিত হয় কুমিল্লার অজপাড়াগাঁ হোমনা উচ্চবিদ্যালয় মাঠে,,,,,লক্ষ লক্ষ জনতার ধারণক্ষমতা সম্পন্ন মাঠ ছাড়িয়ে আশপাশের এলাকাগুলো পরিণত হয় জনসমুদ্রে!
এম কে আনোয়ারের জানাজায় অংশ নিতে সেদিন ভোর থেকেই পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ ও কুমিল্লার ১৭ টি উপজেলার জনতার শ্রোত ছিলো প্রিয়নেতা এম কে আনোয়ারের জানাজাস্থল হোমনা উচ্চবিদ্যালয়।
সেদিন হোমনাবাসী দেখেছে বাংলাদেশের রাজনীতিতে পরিচ্ছন্ন ও সজ্জন খ্যাত এম কে আনোয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তা!
সমমনা জাতীয় সাংবাদিকদের দেখেছি,,, এম কে আনোয়ারের জানাজায় উপস্থিতির বিষয়টি বারবার আলোচনায় নিয়ে আসতে।
আল্লাহ যেনো মহান এই ব্যাক্তিকে জান্নাতে উচু স্থানে জায়গা করে দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন