বাংলাদেশ বার্তাঃ পবিত্র মক্কায় মসজিদুল হারামে সৌদী আরবের প্রতিষ্ঠাতা "বাদশা আব্দুল আজিজ বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা ১৪৩৯ হিজরীর সেরা এওয়ার্ড জিতে আজ সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এসে পৌঁছেছেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
চুড়ান্ত পর্বে ৭৩ টি দেশের চ্যাম্পিয়ন হাফেজে কুরআনদের সাথে " হিফজুল কুরআন" বিষয়ে প্রতিযোগিতা করে ১ম স্থান অধিকার করে হারামাইন শরীফাইন এর সম্মানিত প্রেসিডেন্ট শায়খ আব্দুর রহমান আস সুদাইস এর কাছ থেকে বিজয়ীর ১ম পুরষ্কার গ্রহণ করেন।
এতে নগদ পুরষ্কারের পরিমান সৌদি রিয়াল ১,২০,০০০ বাংলাদেশী প্রায় ২৬ লক্ষ টাকার সম পরিমাণ। এছাড়াও সৌদী আরবে পড়ালেখা, হজ্জ ওমরাহ পালন, চিকিৎসা সহ দীর্ঘ মেয়াদী বহু সুবিধা থাকে বিজয়ীদের জন্য।
বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্বাগতম হে বিশ্ব বিজয়ী হাফেজে কুরআন।
এই সংবাদটা কি বাংলাদেশের সকল মিডিয়ার সর্বোচ্চ প্রচার যোগ্য সেরা সংবাদ হতে পারে না?
আল্লাহ তায়ালা বাংলাদেশের সরকার ও জনগণকে কুরআনের ধারকবাহকদের যথযথ সম্মান করার তাওফিক দান করুন।
(দেশে পৌঁছে এওয়ার্ড সহ হাফেজ আব্দুল্লাহ আল মামুন, তার সম্মানিত উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসান সাহেব)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন