কিছুই বোঝা যায় না
শুধু দেখা যায় পাথরের মুর্তিটা অপলক চেয়ে আছে
টোকা দিলে যেন কথা বলে উঠবে অনর্গল।
রাতেদিনে বৃষ্টিঝরা বেঘোর কান্নায় ভিজে জবুথুবু
নষ্ট হয় সোনালী ফসল;
দাঁড়কাক, কাকতাড়ুয়া মাথায় বসে, নামায় অন্ধকার।
শিল্পী জয়নুলের দুর্ভিক্ষের মতো,
পটুয়া রনবীর টোকাই এর মতো:
শিখা অনির্বাণ,রমনার কালীমন্দির উঠোন জুড়ে পথকলি ট্রাস্ট।
সীমানা প্রাচীরঘেরা চোখ ধাঁধানো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে ঝরাপাতা, সাপের খোলস।
শুধু দেখা যায় পাথরের মুর্তিটা অপলক চেয়ে আছে
টোকা দিলে যেন কথা বলে উঠবে অনর্গল।
'এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম'!
'মুক্তি' যুদ্ধে গেছে, সেই থেকে আর ফেরে নি।
.
শুলকবহর।চট্টগ্রাম।।
০৫ কার্তিক, ১৪২৪
২০ অক্টোবর ২০১৭।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন