ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

গৈরিক বোধীর ফানুস : আবু জাফর সিকদার .

কত পাহাড়ের সানুদেশ,শৃঙ্গ পেরিয়ে
অলি গলি, বাড়ি ঘর, সবুজ প্রান্তর,ফসলের মাঠ;
হেমন্তের সাদা কাশবনে, জ্বলে উঠে লেলিহান শিখা!
জীবন্ত পুড়ে ছাইভস্ম আবালবৃদ্ধবনিতা, বাস্তুভিটা;
গলাকাটা লাশ কিংবা গুলি খাওয়া তরতাজা একান্ত স্বজন;
মগের মুল্লুকে, চিল শকুনির খাবার।
.
পৃথিবীর ক্ষতবিক্ষত মানচিত্রের ফাটলে ফাটলে নাগিন নিঃশ্বাস ছাড়ে;
মেকি শান্তির পায়রা জলপাই ঠোঁটে রোপে বিষবৃক্ষ;
জন্ম দেয় বেজন্মা, মতিভ্রম,গৈরিক বোধীর ফানুস
লেজে আগুন নিয়ে ঘুরছে হনুমানজী, ঘি ঢালে স্বার্থের যত প্রেমিক।
নির্বাণ পিয়াসু জিঘাংসার যূপকাষ্ঠে বলি দেয় অগনিত যিশু ।
.
পেছনে পড়ে আছে ঘর পোড়া গরু , মানুষ পোড়া ঘর;
সিঁদুরে মেঘ নয়, ছোপছোপ রক্তের দাগ ;
দাউ দাউ আগুন,আগুন আর আগুন!!
স্থল মাইনে উড়ে যাওয়া কারও পা,কারও হাত;
ঝলসানো শরীর,ছিটকে পড়া মাথার মগজ ;
সীমান্ত কাঁটাতারের ওপারে,
রেখে আসে সুখ দুঃখের রঙিন ধারাপাত ;
জীবনটা ছাড়া জীবনের সমুদয় সঞ্চয়।
.
তরঙ্গায়িত নাফ নদী জলে কচুরিপানার মতো
ভাসতে ভাসতে আসছে মানুষের ঢল । ইতিহাস সাক্ষী!
প্রতিটি জলতরঙ্গ সাক্ষী, সাক্ষী পুড়িয়ে দেয়া প্রতিটি জনপদ ;
আকিয়াব,রেঙ্গুনের রাস্তাগুলো সাক্ষী;
পুকুরের শান বাঁধা ঘাট, পদ্মাবতী সাক্ষী ;
বাহাদুর শাহ জাফরের কবিতা সাক্ষী ;
পাশাপাশি মসজিদ, মঠ-মন্দিরগুলো সাক্ষী ;
সু চি'র পিতামহ, প্র-পিতামহের চিতাভস্ম সাক্ষী;
বিশ্বাস করো তোমরা,আরাকান রাজসভাও সাক্ষী ;
ধেয়ে আসছে আজ যারা উদ্ভ্রান্ত, ছন্নছাড়া;
ওরাই আসলে ভূমিপুত্র রোহিঙ্গা।
ওদেরই প্রপৌত্র,প্রপৌত্রী মিলে মিশে আরাকানি-
আলাওল,মাগন ঠাকুর তাদের পূর্বপুরুষ।
আজ, অথচ,তারাই এই গেরুয়া মৃত্য উপত্যকায়,
হয়ে গেল অসহায়, নিঃস্ব,গৃহহারা উদ্বাস্তু;
হারিয়ে এসেছে তারা ভিটে-মাটি, কতো প্রিয়জন,সঙ্গী।
.
রোহিঙ্গারাও মানুষ -
এসো যত অমিয় শান্তির কপোত কপোতি!-শুধু এইটুকু মানো ।
কেনো বলো, আজও অধিকার বিহীন লক্ষ নিযুত ওষ্ঠাগত প্রাণ?
থামাও,থামাও- উদ্বাস্তু শিবির অভিমুখে,
এই পৃথিবীর বৃন্তচ্যুত অ-নাগরিক মিছিল।
.
ঘুমঘর।লালমাটিয়া। ঢাকা।।
২৮ ভাদ্র ১৪২৪।
১২ সেপ্টেম্বর ২০১৭।।
ছবি ঃএক তৃষ্ণা কাতর রোহিঙ্গা শিশু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন