বাংলাদেশ বার্তাঃ সুধী, সালাম ও শুভেচ্ছা জানবেন । আপনি জেনে খুশি হবেন যে , বাংলাদেশের মাটি ও আবহাওয়া জিরা চাষের জন্য উপযোগী । যে সকল জমিতে ধনিয়া, মরিচ, বেগুন, আলু, মূলা, ধান, বাদাম ও পেঁয়াজ হয় সেসকল জমিতেই জিরা চাষ করা যায় । দেশের ১২ টি জেলার বিভিন্ন অঞ্চলে জিরা চাষ হচ্ছে । আমরা সরাসরি জিরা চাষীদের নিকট থেকে সংগৃহীত বীজ সারা দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়ে জিরা উৎপাদনে বাংলাদেশকে স্বনির্ভর করতে চাই ।
এক শতক জমিতে ৩-৬ কেজি জিরা উৎপন্ন হয় । সেই হিসাবে ১ বিঘা (৩৩ শতক) জমিতে ৩ মাসেই ১০০-২০০ কেজি জিরার ফলন হয় । প্রতি কেজি বীজ কমপক্ষে ২,০০০ টাকা বিক্রি করলেও উক্ত জমি থেকে সকল খরচ বাদে ২-৪ লক্ষ টাকা আয় করা সম্ভব ।
কাজেই বন্যাসহ প্রাকৃতিক নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের নিকট অনুরোধ, আমাদের ১ কেজি জিরা বীজ ১ বিঘা জমিতে পরীক্ষামূলক চাষ করে লাভের ফলাফল দেখতে পারেন ।
জিরা চাষ করে স্বাবলম্বী হোন ও অন্যকেও জিরা চাষে উৎসাহিত করুন ।
বিস্তারিত জানতে আমাদের পেইজ ভিজিট করুন ।
বাংলাদেশ জিরা চাষী সমিতি
জয়দেবপুর, গাজীপুর ।
পরামর্শ ঃ 01710-590598
জয়দেবপুর, গাজীপুর ।
পরামর্শ ঃ 01710-590598
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন