ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

আবদুল কাদের মোল্লার ৩য় শাহাদাত বার্ষিকী: চান্দগাঁও জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ১৩ ডিসেম্বর ২০১৬: বিশিষ্ট বুদ্ধিজীবি ও সাংবাদিক নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আবদুল কাদের মোল্লার ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে  চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
চান্দগাঁও থানা জামায়াত নেতা আবু জাওয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে সর্বজনাব অধ্যাপক আবু এস. আফরিন, আবু নাহিদ, মোহাম্মদ ওমর, এম. ইসমাইল, মুহাম্মদ ওসমান, এন. হোসাইন প্রমূখ বক্তব্য রাখেন। 
আলোচনা সভায় বক্তারা বিশিষ্ট বুদ্ধিজীবি ও সাংবাদিক নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আবদুল কাদের মোল্লার স্মৃতিচারণ করে বলেন, শহীদ আবদুল কাদের মোল্লা বিচারিক হত্যাকান্ডের শিকার হয়েছিলেন। আদালতের পূর্নাঙ্গ রায় প্রকাশের আগেই তড়িঘড়ি করে এই নেতাকে ফাঁসি দিয়ে সরকার প্রমাণ করেছিল জামায়াত নেতা দের হত্যা করাই সরকারের উদ্দেশ্য ছিল। নেতৃবৃন্দ আরো বলেন, আবদুল কাদের মোল্রার বিচারিক হত্যাকান্ডের ঘটনায় তথাকথিত যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার ব্যবস্থার একটি বিভৎস চিত্র ফুটে উঠেছে।
নেতৃবৃন্দ শহীদ আবদুল কাদের মোল্লার শেষ ইচ্ছার আলোকে তার শাহাদাতকে কাজে লাগিয়ে সকল প্রকার শোষঃণ-জুলুম অবসানের লক্ষ্যে  ইসলামী বিপ্লব সাধনের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে শহীদ আবদুল কাদের মোল্লাসহ পরলোকগত সকল নেতৃবৃন্দের মাগফিরাত কামনা এবং আমীরে জামায়াত মাওলানা মকবুল আহমাদসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া কামনা করা হয়। এছাড়া দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজত করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন