বাংলাদেশ বার্তা ডেস্কঃ সারাদেশে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে আগামী ২১ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান এবং সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, জনসংখ্যার বিশাল একটি অংশ প্রতি বছরই শীতে কষ্ট পায়। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে শীতের আগমন ঘটেছে এবং প্রতিদিনই শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ফলে অসহায় মানুষের কষ্টের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। শীতের দুর্বিষহ কষ্ট লাগবে দেশের অসহায় ও দরীদ্রদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আর সেই দায়িত্ববোধ থেকেই প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহ ব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। প্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্রশিবির ছাত্রসমাজকে সাথে নিয়ে দূর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এবারো তার ব্যাতিক্রম হয়নি।
নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মীকে এ কর্মসূচিতে স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করার নির্দেশ দিয়ে বলেন, সর্বোচ্চ দায়িত্ব অনুভুতি নিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশগ্রহন করতে হবে। একই সাথে সমাজের সামর্থবানদেরকে অসহায় মানুষদের পাশে দাড়াতে উদ্বুদ্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি, যার যার অবস্থান থেকে এগিয়ে আসলে স্বল্প সময়েই অসহায় দরীদ্র মানুষের শীতের কষ্ট লাঘব করা সম্ভব।
উল্লেখ্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচির (২১-২৭ ডিসেম্বর,২০১৬) মধ্যে রয়েছে,
প্রত্যেক জনশক্তি কমপক্ষে একটি করে শীতবস্ত্র বিতরণ করবে।
অসহায় ও দরিদ্র ছাত্রদের অগ্রাধিকার প্রদান।
বস্তি, রেলওয়ে স্টেশন ও বন্যায় ক্ষতিগ্রস্ত্র এলাকার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
এতিম, পথশিশু, ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
শীতবস্ত্র বিতরণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।
অসহায় ও দরিদ্র ছাত্রদের অগ্রাধিকার প্রদান।
বস্তি, রেলওয়ে স্টেশন ও বন্যায় ক্ষতিগ্রস্ত্র এলাকার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
এতিম, পথশিশু, ছিন্নমুল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
শীতবস্ত্র বিতরণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন