বাংলাদেশ বার্তা ডিসেম্বর ১৪, ২০১৭ : আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কুমিরায় ১০ তলা মর্ডান সাইন্স বিল্ডিং-২ এর নির্মাণ কাজ উদ্বোধন করেছেন বিশ্বিবিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কুমিরায় ১০ তলা মর্ডান সাইন্স বিল্ডিং-২ এর নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। ১০ তলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আ. ন. ম. শামসুল ইসলাম ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন। এসময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, পার্চেজ ও ট্রান্সপোর্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আমীরুজ্জামন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সিকিউরিটি বিভাগের চেয়ারম্যান জনাব নুর উল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. দেলওয়ার হোসাইন, বানিজ্য অনুষদের ডীন প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মনিরুল ইসলাম, ত্রিপল-ই ডিপার্টমেন্টে এর হেড জনাব মুহাম্মদ আতহার উদ্দিন, পিএন্ডডি বিভাগের চীফ ইঞ্জিনিয়ার(চলতি দায়িত্ব) মোঃ জাহেদ হোসাইনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের হেড/চেয়ারম্যান, কর্মকর্তা ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
নির্মাণ কাজ উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আ. ন. ম. শামসুল ইসলাম।
নির্মাণাধীন ১০ তলা মর্ডান সাইন্স বিল্ডিং-২ এর কনসাল্টেশন ফার্ম: নাফ ইঞ্জিনিয়ার’স। প্রকল্পটি বাস্তবায়ন করবেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশন। ১০ তলা মর্ডান সাইন্স বিল্ডিং-২ এর নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের চীফ ইঞ্জিনিয়ার(চলতি দায়িত্ব) মোঃ জাহেদ হোসাইন ও এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মজুমদার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন