বাংলাদেশ বার্তাঃ যারা বিসিএস পরীক্ষা দিয়েছে এবং যারা দেয় নাই-- প্রত্যেক তরুণ তরুণীর কর্মসংস্থানের অধিকারের বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। এই সত্যটি আমাদের তরুণ-তরুণীদের কম সংখ্যকই এখন আর বিশ্বাস করে।
কর্মসংস্থানের ন্যায্য অধিকার ভুলিয়ে দিয়ে কোটি কোটি তরুণ-তরুণীকে সম্পূর্ণ অযৌক্তিক, অমানবিক, কদর্য ও নৃশংস এক প্রতিযোগিতায় ঢুকিয়ে দিতে পারা রাষ্ট্র ও প্রচার মাধ্যমের বড় এক সফলতা।
মাত্র ২ হাজার আসনের জন্য তিন লাখ প্রার্থীকে প্রতিযোগিতার নামে এক নিষ্ঠুর মনস্তাত্ত্বিক খেলায় নামানো হয়েছে।
বিসিএস পরীক্ষার ফলাফলের পরই লাখ লাখ তরুণ-তরুণী ভাববে সে অযোগ্য। অদক্ষ। অনিবার্য এক হীনমন্যতা গ্রাস করবে অনেককে। অথচ অসীম সম্ভাবনা নিয়ে জন্মানো এরূপ প্রত্যেকটি প্রাণকে প্রস্ফূটিত হতে দেয়া হবে বলেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল।
কবে যে হীনমন্যতা ঝেড়ে ফেলে আবার রাষ্ট্রকে প্রশ্ন করার দিন আসবে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন