বিসিএসে মাথাখানি বইয়ের সাথে মিশে?
নাকি বইয়ের সমাহারে ঘুম চলে যায় পিশে?
জিকে পড়ি, বাংলা পড়ি, ইংরেজি তে কিছু
গণিতে হাত পাকাতে হয়, সব বিষয়ে যে শিশু।
রাত চলে যায়, দিন চলে যায় শেষ হয় না পড়া
বিসিএসে পাশ না হলে বৃথা জীবন গড়া।
লক্ষ তিনেক বেকার আছে, বেকার বিসিএসে
ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে বেকার বাড়ছে দেশে
কৃষক, তাঁতী,জেলে, বণিক চায়না কেউ হতে
বিসিএসের জন্য জীবন করছে কঠিন ব্রতে
কেন মিথ্যা স্বপ্ন নিয়ে মাথাকে করি হ্যাং?
সাজাও একটা প্রভাবশালী গুন্ডার মত গ্যাং
নয়তো নামো মাঠে, প্রান্তে মিছিল শুরু করে
চাকুরি দাও, তো গদি ছাড়ো, নইলে দিব ভরে।
নাকি বইয়ের সমাহারে ঘুম চলে যায় পিশে?
জিকে পড়ি, বাংলা পড়ি, ইংরেজি তে কিছু
গণিতে হাত পাকাতে হয়, সব বিষয়ে যে শিশু।
রাত চলে যায়, দিন চলে যায় শেষ হয় না পড়া
বিসিএসে পাশ না হলে বৃথা জীবন গড়া।
লক্ষ তিনেক বেকার আছে, বেকার বিসিএসে
ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে বেকার বাড়ছে দেশে
কৃষক, তাঁতী,জেলে, বণিক চায়না কেউ হতে
বিসিএসের জন্য জীবন করছে কঠিন ব্রতে
কেন মিথ্যা স্বপ্ন নিয়ে মাথাকে করি হ্যাং?
সাজাও একটা প্রভাবশালী গুন্ডার মত গ্যাং
নয়তো নামো মাঠে, প্রান্তে মিছিল শুরু করে
চাকুরি দাও, তো গদি ছাড়ো, নইলে দিব ভরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন