একাঃ ভবন উদ্বোধন করছেন বিওটি’র চেয়ারম্যান ও ভিসি |
বাংলাদেশ বার্তা: চট্টগ্রাম ২৭ ডিসেম্বর ২০১৭ইং স্যান্ডুইচ প্যানেল নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কুমিরাস্থ ক্যাম্পাসে।
ক্রমাগত চাহিদার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কুমিরাস্থ ক্যাম্পাসে আধুনিক প্রযুক্তি- স্যান্ডুইচ প্যানেল ব্যবহার করে নতুন একাডেমিক ভবন তৈরি করেছে।
আজ সকাল ১০:৩০ মিনিটে ইঞ্জিনিয়ার ও কষ্ট্রাকশন কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ স্যান্ডুইচ প্যানেল নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন অনু্ঠান আয়োজন করেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান আ.ন.ম. শামসুল ইসলাম ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন ফিতা কেটে নবনির্মিত এই একাডেমিক ভবন উদ্বোধন করেন।
এই সময় অন্যান্যের মধ্যে বোড অব ট্রাস্টিজ’র সদস্য মোহাম্মদ নুর উল্লাহ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলওয়ার হোসাইন, আইআইইউসি’র রেজিট্রার কর্নেল মোঃ কাশেম, পিএসসি (অবঃ), প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের চীফ ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) ইঞ্জিনিয়ার মোঃ জাহেদ হোসাইন, পিপিডি’র ডেপুটি ডাইরেক্টর মাহমুদুল আলম, পিএস টু ভিসি-এডিশনাল ডাইরেক্টর সিরাজুল আরেফিন, প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশনের ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন মজুমদার, ইঞ্জিনিয়ার মাকসুদ আলম, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবদুর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম জাহাঙ্গীর, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
৭,০০০ বর্গফুট বিশিষ্ট স্যান্ডুইচ প্যানেল নির্মিত একাডেমিক ভবনটিতে রয়েছে:
(১০'-১০')=১০০ বর্গফুট বিশিষ্ট টিচার্স রুম ৪টি।
(২৬'-১০') = ২৬০ বর্গফুট বিশিষ্ট স্টুডেন্ট ওয়াশ ব্লক ১টি; যাতে রয়েছে: ৪টি ওয়াশ রুম ও ৪টি বেসিন।
(২৭'-০৬')= ১৬২ বর্গফুট বিশিষ্ট টিচার্স ওয়াশ ব্লক।
রয়েছে সাড়ে ৬ফুট প্রস্থ ও ২০০ফুট লম্বা বারান্দা।
উদ্বোধনের পর সার্বিক কল্যাণ ও উত্তোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান আ.ন.ম. শামসুল ইসলাম।
বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান আ.ন.ম. শামসুল ইসলাম ও সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন স্যারের নেতৃত্বে ভবনটি ঘুরে ঘুরে দেখেন। সব কিছু দেখে সম্মানিত ভিসিমহদয় সন্তোষ প্রকাশ করেন।
স্যান্ডুইচ প্যানেল নির্মিত একাডেমিক ভবনটি নির্মাণ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র প্লানিং এন্ড ডেভেলপমেন্ট ডিভিশন। নির্মাণের দায়িত্বে ছিলেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) ইঞ্জিনিয়ার মোঃ জাহেদ হোসাইন, ইঞ্জিনিয়ার মাকসুদ বাহার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবদুর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন