ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

রবিবার, ১৩ মে, ২০১৮

অন্যায়ভাবে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জনবিচ্ছিন্ন এ সরকার শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীদেরকে গ্রেফতার করে শ্রমিকদের অধিকার নস্যাতের ব্যবস্থা করছে

বাংলাদেশ বার্তাঃ ১২ মে সকালে রাজধানী ঢাকার মীরপুরে বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য ফেডারেশনের বার্ষিক সম্মেলন থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হাসান রাজু, কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব আবুল হাসেমসহ ৪০ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১২ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য ফেডারেশন নামক সংগঠন দুইটি নিবন্ধনকৃত শ্রমিক সংগঠন। শ্রমিকদের কল্যাণের জন্যই এই সংগঠন দুইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হল বাংলাদেশ রিক্সা শ্রমিক ঐক্য ফেডারেশনের বার্ষিক সম্মেলন থেকে কেন্দ্রীয় এবং স্থানীয় নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকার আবারও প্রমাণ করল যে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণের কাছে জবাবদিহিতার কোন চিন্তাও তাদের মাথায় নেই। জনবিচ্ছিন্ন এ সরকার শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীদেরকে গ্রেফতার করে শ্রমিকদের অধিকার নস্যাতের ব্যবস্থা করছে।

আমি সরকারের এহেন স্বৈরাচারী আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে গ্রেফতারকৃত শ্রমিক নেতা ও কর্মীদেরকে বিনা শর্তে মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যথায় শ্রমিক সমাজ জনগণকে সাথে নিয়ে সরকারের এহেন জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন