বাংলাদেশ বার্তাঃ মে ১৫, ২০১৮’ ইসরাইলী সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ৫৮ জন মুসলমান নিহত ও দুই সহস্রাধিক আহত হওয়ার নৃশংস বর্বর ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ
গাজায় নিজেদের ভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে এবং পবিত্র জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ৫৮ জন মুসলমান নিহত ও দুই সহস্রাধিক আহত হওয়ার নৃশংস বর্বর ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আগামীকাল ১৬ মে সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম আজ ১৫ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর ইসরাইলী সৈন্যরা নির্বিচারে গুলি চালিয়ে ৫৮ জনকে হত্যা ও দুই সহস্রাধিক মুসলমানকে আহত করার ঘটনা নিঃসন্দেহে বর্বর গণহত্যা। ফিলিস্তিনে ইসরাইলীদের গণহত্যার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
ফিলিস্তিনী মুসলমানদের তীব্র প্রতিবাদ এবং বিশ্ব জনমতকে বেমালুম উপেক্ষা করে পবিত্র জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার দূতাবাস স্থানান্তর করে তারা আন্তর্জাতিক রীতি-নীতির প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে। শুধু তাই নয়, তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর গণহত্যা চালানোর ব্যাপারে ইসরাইলকে মদদ যোগাচ্ছে। তাদের এ ন্যক্কারজনক ভূমিকায় গোটা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক হয়েছে।
গত ১৪ মে ইসরাইলী সেনাবাহিনী যে বর্বরতা চালিয়েছে এরূপ ঘটনা ২০১৪ সালের পর আর ঘটেনি। এ ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ওআইসি ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের এ ঘটনার তীব্র নিন্দা জানানো সত্ত্বেও ইসরাইল গণহত্যা বন্ধ করছে না। দখলদার ইসরাইলীদের নৃশংসতা ও বর্বরতা সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে।
ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর ইসরাইলীদের গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জাতিসংঘ, ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহ, শান্তিকামী রাষ্ট্র ও বিশ্বের শান্তিকামী মানুষের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।
ফিলিস্তিনে ইসরাইলীদের গণহত্যার প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৬ মে বুধবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন