বাংলাদেশ বার্তা ডেস্কঃ চীনের মুসলিম অধ্যুষিত শিনজিয়াং অঞ্চলে রোজা পালনে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
সরকারি ওই নির্দেশনায় বলা হয়, সরকারি চাকরিজীবী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকরা রোজা পালন করতে পারবেন না৷ পাশাপাশি মুসলিম মালিকদের রেস্তোরাঁ খোলা রাখার নির্দেশও দেয়া হয়েছে৷
শিনজিয়াং অঞ্চলে উইঘুর সম্প্রদায়ের মুসলিমরা বসবাস করেন। গত কয়েক বছরে এই অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছে শত শত মানুষ।
শিনজিয়াং অঞ্চলে রোজা পালনে নিষেধাজ্ঞা এই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই ওই অঞ্চলে এ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে চীন সরকার। আর এর ফলে জাতিগত উত্তেজনা বাড়বে বলে ধারণা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন