বাংলাদেশ বার্তাঃ “গত ৯ মে, ২০১৮ অনুষ্ঠিত মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে সে দেশের ইসলামী সংগঠন ‘পাস’ ১৮টি আসনে বিজয়ী হওয়ায় পাস-এর নেতৃবৃন্দকে অভিনন্দনজানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম আজ ১০ মে’১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মালয়েশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ‘পাস’-এর অংশগ্রহণ ও ১৮টি আসনে বিজয় লাভ করায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে মালয়েশিয়ার জনগণ এবং সেখানকার ইসলামী দল নেতৃবৃন্দকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি।
‘পাস’-এর এই বিজয় গণতান্ত্রিক মালয়েশিয়ায় ইসলামের দাওয়াত সম্প্রসারণ ও জনগণকে ইসলামী আদর্শের দিকে উদ্বুদ্ধ হতে কার্যকর ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ। দেশ গঠনে তাদের ভূমিকা আরো গতিশীল এবং সমৃদ্ধশালী করবে। সে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনে ‘পাস’-এর নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ গঠনমূলক ভূমিকা পালন করবেন বলে আমি আশা করি।
‘পাস’-এর নির্বাচিত প্রতিনিধিদের আমি সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি এবং মালয়েশিয়ার জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন