মুসতাফা মুনীরুদ্দীন |
তোমার কিমনে পড়ে, ভীরু ঠোটে মৃদু আলাপন।
লাজরাঙা ভাসা চোখে অজানিত ভয়ের কাঁপন,
বুকে যেন বহে ঝগ; নিজে নই নিজের আপন।
এ কোন অচিন মেলা! জানাশোনা, চিরচেনা সব;
আপন পরের খেলা, ভাঙনের বুনে উৎসব।
তবু যেন জাগে চর, নতুনের মায়া মনোহর,
স্বপ্নের চাঁদনি রাত, নয়া এক সুখের প্রহর।
কোথা হতে কোথা এলে, কে যে কার আপন স্বজন।
সব ছেড়ে এক হলে, দূরে ঠেলে হাজার যোজন।
ধীরে ধীরে ঘিরে প্রেম, সুখ দুখ, মান অভিমান
কত কিছু! তবু ফের ভাললাগা প্রেমের প্রমাণ।
আজ বুঝি খোঁজে মন, হিসেবের ছেঁড়া খেরোখাতা ?
চেয়ে দেখো, ভাঁজে ভাঁজে গোলাপের ঝরা কিছু পাতা
এখনো লুকিয়ে জাগে চাপা পড়া রঙিন আবায়,
প্রেমের খুশবু পাবে, পরাণের শোনো কথকতা-
তোমার সফেদ চুলে আজো দেখি হুরের ঝলক,
এ দেখাই যেন হয় জীবনের আখেরি পলক।
০১.০১.২০১৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন