ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

ভালবাসার পঞ্চাশ বছর- মুসতাফা মুনীরুদ্দীন

মুসতাফা মুনীরুদ্দীন
প্রথম যেদিন দেখা, কাঁপা চোখ, দুরু দুরু মন,
তোমার কিমনে পড়ে, ভীরু ঠোটে মৃদু আলাপন।
লাজরাঙা ভাসা চোখে অজানিত ভয়ের কাঁপন,
বুকে যেন বহে ঝগ; নিজে নই নিজের আপন।

এ কোন অচিন মেলা! জানাশোনা, চিরচেনা সব;
আপন পরের খেলা, ভাঙনের বুনে উৎসব।

তবু যেন জাগে চর, নতুনের মায়া মনোহর,
স্বপ্নের চাঁদনি রাত, নয়া এক সুখের প্রহর।

কোথা হতে কোথা এলে, কে যে কার আপন স্বজন।
সব ছেড়ে এক হলে, দূরে ঠেলে হাজার যোজন।
ধীরে ধীরে ঘিরে প্রেম, সুখ দুখ, মান অভিমান
কত কিছু! তবু ফের ভাললাগা প্রেমের প্রমাণ।

আজ বুঝি খোঁজে মন, হিসেবের ছেঁড়া খেরোখাতা ?
চেয়ে দেখো, ভাঁজে ভাঁজে গোলাপের ঝরা কিছু পাতা
এখনো লুকিয়ে জাগে চাপা পড়া রঙিন আবায়,
প্রেমের খুশবু পাবে, পরাণের শোনো কথকতা-

তোমার সফেদ চুলে আজো দেখি হুরের ঝলক,
এ দেখাই যেন হয় জীবনের আখেরি পলক।
০১.০১.২০১৮

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন