ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

সেলিম উদ্দীনকেই এগিয়ে রাখলেন বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান

ডিএনসিসি নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াত সমর্থিত সেলিম উদ্দীনকেই এগিয়ে রাখলেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান। আজ তিনি ব্যক্তিগত ফেসবুক একাউন্টে নিজের এ মত তুলে ধরেন।
মেজর আখতারুজ্জামান প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন – ‘জোটের কাছে জামায়াত অবশ্যই তাদের প্রার্থীর নাম প্রস্তাব করতে পারে। জোট তথা বিএনপি এখনও ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী চূড়ান্ত করে নাই যা আগামী শনিবার দিন ১৩ই জানুয়ারী ২০১৮ তারিখে করার কথা। যেখানে বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম চুড়ান্ত করে নাই সেখানে যদি তাবিথ, পার্থ বা কামরুল কে দলের প্রার্থী হিসাবে প্রচার করা যেতে পারে তবে জামাতের সেলিম উদ্দীনের নাম ২০ দলীয় জোটের প্রার্থী হিসাবে নাম প্রচার করা যাবে না কেন?’
সেলিম উদ্দীনের প্রার্থী হওয়ার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন – ‘অনেকে মনে করে একজন যোগ্যতম প্রার্থী হিসাবে সেলিম উদ্দিন অবশ্যই ২০ দলীয় জোটের প্রার্থী হিসাবে মনোনয়ন চাইতেই পারে এবং যোগ্যতম প্রার্থী হিসাবে জামায়াতের সেলিম উদ্দীনকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়ে আসার সুযোগ সবচেয়ে বেশি। ইতিমধ্যেই বিএনপি তথা ২০ দলীয় জোটের যে সকল প্রার্থীর নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে একমাত্র সেলিম উদ্দীন সৎ, দুর্নীতিমুক্ত এবং ক্লীন ইমেজের প্রার্থী। তাছাড়াও একমাত্র সেলিম উদ্দীনের রয়েছে বিশাল নিবেদিত এবং শক্তিশালী কর্মীবাহিনী যারা সিটি নির্বাচনে বিরাট ভুমিকা রাখবে। ’
অবশ্য তিনি সেলিম উদ্দীনকে প্রার্থী করে আওয়ামী লীগ ও জামায়াতকে আবারও মুখোমুখি করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন- ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ মনে করে ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী জামায়াতের সেলিম উদ্দীন বিএনপি তথা ২০ দলীয় জোটের অন্যান্য সকল প্রার্থীর চেয়ে যোগ্যতম এবং তাকে মনোনয়ন দিলে সরাসরি জামায়াত আওয়ামী লীগকে সামনা সামনি নিয়ে আসার একটি মহেন্দ্রক্ষণ সৃষ্টি হবে যা রাজনৈতিক ভাবে একটি বিশাল সুযোগ। এই সুযোগ বিএনপির হাতছাড়া করা কোন বুদ্ধিমানের কাজ হবে না বলে সচেতন মানুষ মনে করে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন