ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা।

বাংলাদেশ বার্তাঃ জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দলীয় সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে সংলাপে বসার আহবান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকের পর এ বিষয়ে প্রধানমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে অনির্ধারিত বৈঠক করেন।
তিনি আমাদের মতামত নেন। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার। তিনি বলেন, সংলাপে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সংলাপের তারিখ এবং স্থান ও অন্যন্য বিষয় খুব শিগগিরই জানিয়ে দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ সংলাপ হতে পারে। ওবায়দুল কাদের বলেন, আমরা সংলাপে বসব। তবে কোন শর্ত সামনে রেখে নয়। ঐক্যফ্রন্টের দাবি মানা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটি আলোচনার বিষয়।
গ্রহণযোগ্য ও অংশগ্রহণমুলক নির্বাচনের লক্ষ্যে সংলাপে বসতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল চিঠি দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ চিঠি আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে পৌঁছে দেন ঐক্যফ্রন্টের নেতারা। চিঠিতে ঐক্যফ্রন্টের সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্যও সংযুক্ত করে দেয়া হয়।

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে বিমনি বিধ্বস্ত

বাংলাদেশ বার্তাঃ ১৮৮ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর লায়ন এয়ারের একটি প্লেন সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, উড্ডয়নের ১০ মিনিট পর থেকেই প্লেনটির খোঁজ মিলছিল না। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি।
জেটি-৬১০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বঙ্গকা বেলুটুং দ্বীপপুঞ্জের প্রধান শহর পাংকল পিনংয়ের উদ্দেশে যাচ্ছিলো। প্লেনটি স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। এক ঘণ্টা পরই প্লেনটির সেখানে অবতরণের কথা ছিল।প্লেনটিতে কতজন যাত্রী ছিলেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে।লায়ন এয়ারের এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, ফ্লাইটটিতে ঠিক কি ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরীর কোন কথা বা কাজ আইনের দৃষ্টিতে অনায্য প্রমানিত হলে আদালত ব্যবস্থা নিক

বাংলাদেশ বার্তাঃ "বাংলাদেশে একজন মানুষ অনেক অনেক টাকার মালিক হওয়া স্বত্ত্বেও ওয়ালটন মোবাইলে টেলিটক সিম ব্যবহার করেন। কারণ এগুলো বাংলাদেশি।
লোকটি একটি হাসপাতালের মালিক। দেশ সেরা ডাক্তারদের পাশাপাশি ইউরোপ-আমেরিকার অনেক বিখ্যাত ডাক্তারও তার হাসপাতালে কাজ করেন। তার কিডনীতে সমস্যা। টাকার অভাব নেই। চাইলেই বিদেশ গিয়ে কিডনী পরিবর্তন করতে পারেন। নিজের হাসপাতালেও করতে পারেন। কিন্তু এদেশের আইনে যেহেতু অঙ্গ প্রতিস্থাপনের বিধান নেই। তাই তিনি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করালেও কিডনী প্রতিস্থাপন করাচ্ছেন না। অথচ, এদেশে অনেক হাসপাতাল কিডনী প্রতিস্থাপনের কাজটি করে যাচ্ছে।
লোকটির হাসপাতালে নার্স, ক্লিনার, ডাক্তার এমনকি হাসপাতালের ব্যবস্থাপকও একই খাবার খাবেন, কিন্তু বিল আসবে বেতন ও স্টাটাস অনুযায়ী আলাদা আলাদা।
লোকটির একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। যেটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচিত ছাত্র-সংসদ রয়েছে। যেখানে বাংলা ভাষা ও বাংলা মাস অনুযায়ী সকল দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকেই ১ম থেকে ৩য় সেমিস্টার পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, জেন্ডার ইস্যু, নীতিবিদ্যা ও সমাজ, পরিবেশবিদ্যা, ইংরেজি এবং বাংলা অবশ্যই পড়তে হয়। দরিদ্র এবং জাতিগত সংখ্যালঘুদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষিত রয়েছে।
এই লোকটির হাসপাতালে মাত্র ৫০০ টাকায় ডায়ালাইসিস করানো হয়। যেখান থেকে তিনি নিজেই নিয়মিত ডায়ালাইসিস করান।
এ লোকটি তখন লন্ডনের বিখ্যাত রয়্যাল কলেজ অব সার্জনস-এ এফআরসিএস পড়ছেন। মাত্রই তার চুড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চূড়ান্ত পর্ব শেষ না-করেই লন্ডন থেকে ভারতে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার নিমিত্তে আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে ডা. এম এ মবিনের সাথে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা শুরু করেন। তিনি সেই স্বল্প সময়ের মধ্যে অনেক নারীকে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞান দান করেন যা দিয়ে তারা রোগীদের সেবা করতেন এবং তার এই অভুতপুর্ব সেবা পদ্ধতি পরে বিশ্ববিখ্যাত জার্নাল পেপার “ল্যানসেট”-এ প্রকাশিত হয়।
লোকটি এখনো দেশের আনাচে-কানাচে স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য সর্বেোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তার কারণেই, হঁ্যা একমাত্র তার কারণেই বাংলাদেশে এখনো অনেক ঔষধ স্বল্পমূল্যে পাওয়া যায়। ১৯৮২ সালে প্রবর্তিত ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশে ঔষধ শিল্পে উন্নতি এবং তুলনামূলক সস্তায় ঔষধ পাওয়ার কৃতিত্ব অনেকটা এই ব্যক্তিটিরই।
লোকটি বাংলাদেশের সর্বোচ্চ বেসমারিক পদক ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত ব্যাক্তিত্ব। মুক্তিযোদ্ধা সংসদ গঠনের প্রথম বৈঠকের সভাপতি ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় সাধারণ সৈনিক হিসেবে অস্ত্রহাতে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেন। এই ব্যক্তিটি বাংলাদেশের জন্য বয়ে এনেছিলেন ‘র‌্যামন ম্যাগসেসে’ পুরস্কার। আজকে বাংলাদেশের ঔষধ ১১৭ টা দেশে রপ্তানি হয় যার মূল কারিগর এই ব্যক্তি।
লিখলে এই লোকের আরো অনেক কৃতিত্ব আর অবদান লেখা যাবে। কয়েকমাস পূর্বে কোন এক দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রবীণ অধ্যাপক মোবাইলে মেসেজের মাধ্যমে জানালেন, ‘আজ বিশ্বসাহিত্য কেন্দ্রে গুণীজন আড্ডা হবে’। প্রচন্ড বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে বিকাল ৪ টায় সেখানে উপস্থিত হলাম। সেখানেই প্রথম মুখোমুখি দেখা হল লোকটির সাথে। জীবনের প্রথম সাক্ষাৎ, গল্পে আড্ডায় কখন যে রাত ১০ টা বেজে গেল টেরই পেলাম না। এত বড় ব্যক্তি, কিন্তু কত সাধারনভাবে তিনি অসাধারন। লোকটি বাংলাদেশের জীবন্ত ইতিহাস।
অথচ আজ এ লোকটির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে। কি মামলা? ফল চুরির মামলা, কলা চুরির মামলা, পুকুরের মাছ চুরির মামলা, জমি দখলের মামলা। তার হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, ফার্মাসিউটিকালস কারখানাসহ বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবত হামলা-হচ্ছে, ভাংচুর হচ্ছে।
হ্যাঁ, জাফরুল্লাহ চৌধুরীর কথা বলছি। শুধুমাত্র রাজনৈতিকভাবে ভিন্ন মতের কারণে তার অবদান, কৃতিত্ব, তার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠান, তার সুনাম সবকিছু ক্ষুন্ন করার মিশন চলতে পারে না। ব্যক্তি জাফরুল্লাহ চৌধুরীর কোন কথা বা কাজ আইনের দৃষ্টিতে অনায্য প্রমানিত হলে আদালত ব্যবস্থা নিক। কিন্তু কোন বিশেষ দলের ক্যাডার বাহিনী দিয়ে এ ধরনের হামলার নিন্দা জানাই।"
*
লেখা এবং ছবি, দুটোই ফেইসবুক থেকে নেয়া।

রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

পল্টন হত্যাকান্ডে শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সভা ও দোয়া মাহফিল


বাংলাদেশ বার্তাঃ রাজপথে আ’লীগ লগি-বৈঠা দিয়ে পাশবিকভাবে মানুষ হত্যা করে ক্ষমতা যুগ ধরে দখল করে নিপীড়ন অব্যাহত রেখেছে। আইনের শাসন ধ্বংস করেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান চান্দগাঁও থানা জামায়াতের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা সেক্রেটারি মুহাম্মদ ঈসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল মুস্তফা হেলালী, জসিম উদ্দিন সরকার ও শেখ মোহাম্মদ রফিক প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ক্ষমতায় এসে আ’লীগ পল্টন হত্যা মামলা প্রত্যাহার করে নিয়েছে যা চরম মানবাধিকার লঙ্ঘন। ক্ষমতার পরিবর্তন হলে দেশের জনগণ এই হত্যাকা-ের বিচার করবে। তিনি বলেন, পল্টনের শহীদদের রক্ত বৃথা যেতে পারেনা। ২০০৬ সালের পল্টনের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে বিচার করতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ এখনো গুম খুন অব্যাহত রেখেছে। দেশে কোনো বিচার নেই। কোনো আইনের শাসন নেই। এই অবৈধ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারা দেশে নেতাকর্মীদের উপর গ্রেফতার অভিযান চালাচ্ছে সরকার। অবিলম্বে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহসানুল্লাহ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, মহানগরী নায়েবে আমীর আ.জ.ম ওবায়েদুল্লাহসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
কোতোয়ালি থানা জামায়াতের আলোচনা সভা জামায়াত নেতা শামসুল হক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের প্রচার সম্পাদক মুহাম্মদ উল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -হুমায়ুন কবির প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকলিয়া থানার উদ্যোগে জামায়াত নেতা মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ ইসমাইল ও নূর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নরওয়েতে বৃদ্ধি পাচ্ছে মুসলমানের সংখ্যা

বাংলাদেশ বার্তাঃ নিশীথ সূর্যের দেশ হিসেবে পরিচিত নরওয়েতে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলাম ধর্মের প্রতি তাদের আকর্ষণ ক্রমান্বয়ে বাড়ার কারণে ইসলামকে জীবনের সঠিক পন্থা হিসেবে নির্বাচন করছেন নরওয়ের মানুষেরা। এ জন্য নরওয়ের নাগরিকরা ইসলাম নিয়ে প্রচুর গবেষণাও করছেন।
দেশটিতে ব্যাপক প্রচারিত সংবাদপত্র ভার্ডেনস গ্যাং বলছে, চলতি বছর নরওয়েতে ইসলাম গ্রহণকারীর সংখ্যা তিন হাজারে পৌঁছেছে। অথচ নব্বইয়ের দশকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের শিক্ষক ও গবেষক ক্যারেন ভোগ বলেন, নরওয়েতে আগে নারীরা মুসলিম পুরুষদের বিবাহ করার মাধ্যমে ইসলামে ধর্মান্তরিত হতেন। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে। তারা ইসলাম নিয়ে বেশ অনুসন্ধান ও গবেষণা করছেন, প্রচুর বইপত্র ও উত্সগ্রন্থ পড়ছেন; এরপর ইসলাম গ্রহণ করছেন।
ধর্মান্তরিত মুসলিম মনিকা সালমৌক সংবাদমাধ্যমকে জানান, তিনি চার বছর আগে ইসলাম ধর্ম সম্পর্কিত বই পড়া ও গবেষণার পরে ইসলাম ধর্ম নির্বাচন করেছিলেন।
সালমৌক আরো জানান, তিনি অসলোর গ্রিনল্যান্ডে অবস্থিত ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র (আইসিসি) মসজিদ পরিদর্শন করেন এবং ইসলামকে তার ধর্ম হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
নরওয়ের নৃবিজ্ঞান গবেষক লিন্ডা নাওর বলেন, বিশ্ব এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। কোনো কিছু জানার উপায় সহজলভ্য হওয়ায় অনেকেই ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী এবং এতে প্রয়োজনীয় সব ধরনের তথ্য পাওয়াও যায়। আমিও ইসলাম নিয়ে দীর্ঘ গবেষণা ও পড়াশোনার পর ইসলামে ধর্মান্তরিত হয়েছি।

৪২ বছর বয়সী নরওয়েজিয়ান সলভা নাবিল লিঙ্গেলিন জানান, তিনি মুসলিম শরণার্থীদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
নরওয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে বিশ্বে স্বীকৃত। স্বাস্থ্যসম্মত পরিবেশ, পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা আর প্রয়োজন মতো অর্থের ব্যবস্থা—সব মিলিয়ে নরওয়ে হয়ে উঠেছে সুখী দেশের বিকল্প নাম। ২০১৭ সালে জতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয় নরওয়ে।
নরওয়ের জনসংখ্যা প্রায় ৫৫ লাখ। ইসলাম নরওয়ের একটি সংখ্যালঘু ধর্ম। খ্রিস্টান ধর্মের পর এটি দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ ধর্ম। ১৯৯০ সালে নরওয়েতে মুসলমানের সংখ্যা ৫০০ জন থেকে বেড়ে তিন হাজারে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিসংখ্যান অনুযায়ী ২০১১ সালে নরওয়েতে সরকারিভাবে নিবন্ধিত মুসলিমের সংখ্যা ছিল, ১ লাখ ২১ হাজার ৯৫ জন। যা পুরো দেশের জন্যসংখ্যার প্রায় ২.৩ শতাংশ। পিউ রিসার্চ সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী ২০১০ সালে নরওয়েতে ৩.৭ শতাংশ এবং ২০১৬ সালে ৫.৭ শতাংশ মুসলিম ছিলো।
একটি বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী নরওয়েতে ২০০৫ সালে মুসলমানদের সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজারের মতো এবং ২০০৯ সালে ছিল ১ লাখ ৬৩ হাজারের মতো। সম্প্রদায়ের বেশিরভাগ অংশে অভিবাসী ব্যাকগ্রাউন্ড রয়েছে, পাকিস্তানি বংশের নরওয়েবাসী সবচেয়ে দৃশ্যমান এবং সুপরিচিত গোষ্ঠী। শতকরা প্রায় ৫৫ শতাংশ মুসলিম সম্প্রদায় অসলো ও আকেরশাসের কাউন্টিতে বসবাস করেন।
বর্তমানে নরওয়েতে ধর্ম পরিবর্তন ও প্রবাসীদের মাধ্যমে মুসলমানদের সংখ্যা (বেসরকারিভাবে) ২ লাখের কাছাকাছি পৌঁছেছে। এদের অনেকেই পাকিস্তান, সোমালিয়া, ইরাক ও মরক্কো বংশোদ্ভূত।
ইসলামের সাথে নরওয়ের প্রথম পরিচয় ১২৬০ খ্রিস্টাব্দে। যখন তিউনিশিয়ার সুলতান নরওয়ের রাজা হকন হকন্সসনের জন্য মূল্যবান উপহার পাঠিয়েছিলেন। তবে বিশ শতকের শেষার্ধ পর্যন্ত নরওয়েতে মুসলমানদের জনসংখ্যা উল্লেখযোগ্য ছিল না।
নরওয়েরে প্রথম মসজিদটি মুসলমানদের জন্য একটি ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ছিল। ১৯৭৪ সালে রাজধানী অসলোতে এটি উদ্বোধন করা হয়।

সালাউদ্দিন আহমেদ বেকসুর খালাস

বাংলাদেশ বার্তাঃ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দায়ের করা মামলায় বেকসুর খালাস দিয়েছে সে দেশের আদালত। মেঘালয়ের রাজধানী শিলংয়ের জেলা ও দায়রা আদালতের বিচারক এই রায় দেন শুক্রবার। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংসের কর্মকর্তা শায়রুল কবীর খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের অনুপ্রবেশের অভিযোগে ২০১৫ সালে মার্চ মাসে এই বিএনপি নেতার বিরুদ্ধে মেঘালয় পুলিশ সিটি থানায় একটি মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হলে শারীরিক অসুস্থতার কারণে বিচারক তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। এই মুহূর্তে শিলং শহরেই বসবাস করছেন তিনি।
২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তাকে তুলে নেয়া হয়। যদিও আটকের বিষয়টি আইন শৃঙ্খলাবাহিনী অস্বীকার করে। অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার আগে প্রায় দুমাস আগে থেকে বাংলাদেশে ‘নিখোঁজ’ ছিলেন সালাউদ্দিন আহমেদ।
২০১৫ সালের ১২ই মে ভারতের শিলং শহরের ক্যান্টনমেন্ট এলাকার গলফ মাঠ থেকে পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করে।
অসংলগ্ন কথাবার্তা শুনে শিলং পুলিশ প্রথমে তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করায়। তবে চিকিৎসকরা জানান তিনি মানসিক নয়, শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে শিলং সিভিল সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য তাকে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতার মধ্যেই ২০১৫ সালের ২৭ মে মামলার শুনানিতে শিলংয়ের জেলা ও দায়রা আদালতে হাজির হন সালাউদ্দিন আহমেদ। এরপর প্রায় তিন বছর ধরে চলে বিচারপর্ব।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ নিখাঁজ হওয়ার সময় দলের যুগ্ম মহাসচিব ছিলেন। পরে দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে পদোন্নতি পান। সবশেষ চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তিনি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।

বদর দেখিনি, দেখেছি 28 অক্টোবর, দেখেছি আল্লাহর সাহায্য৷

বাংলাদেশ বার্তাঃ আটাশে অক্টোবর ছিলো এক অসম নির্মম আক্রমন৷ জামাত- শিবিরের নিরীহ গুটিকয়েক নেতাকর্মীদের উপর সারাদেশ থেকে একত্রিত করা হাজার- হাজার বিপুল অস্রধারী আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় তান্ডব৷ সূত্রমতে ইন্ডিয়া থেকেও সন্ত্রাসী আমদানী করা হয়েছিলো,কারণ ঘটনাটি ছিলো পূর্বপরিকল্পিত৷ মাওলানা মতিউর রহমান নিজামী তাঁর কারাগারের স্মৃতি বইয়ে তুলে ধরেন আটাশে অক্টোবর ছিলো প্রিপ্ল্যান্ড৷ তিনি লিখেন " বেশ কিছুদিন আগে কানাডার আইনজিবী মিঃ স্লোন গোটা বাংলাদেশ ঘুরে কানাডা যাবার পথে নিউইয়র্ক সাংবাদিকদের বলেছিলেন 'মাইনাস টু ফর্মুলা' নাকি অনেক আগের এবং পূর্বপরিকল্পিত৷ আটাশে অক্টোবরের ঘটনাও নাকি চিল ঐ পরিকল্পনার অংশ৷ মওদূদ সাহেবকে এটা 2005 সালে একজন এমপি এবং একজন সম্পাদক বলেছিলেন৷"

পল্টন যেন মদীনা

মক্কার কাফেররা যেভাবে সর্বশক্তি দিয়ে মদীনা আক্রমনের জন্য এসেছিলো আওয়ামীলীগ ঠিক তেমনি সারাদেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করে পল্টন আগমন করে৷ মদীনাবাসী যেভাবে রাসুলকে, ঈমানদারদেরকে রক্ষায় সর্বাত্তক সহায়তা করেছে, পল্টনবাসীও সেদিন সহযোগীতার হাত প্রসারিত করেছিলো যেমনিভাবে সর্বোচ্চ সাহায্য করেছিলো হেফাজতের 5 ই মের ঘটনার সময়৷ যখন আমরা টিয়ারসেলের ধুঁয়ায় নিরোপায় তখন পল্টনবাসীকে দেখেছি পানি নিয়ে এগিয়ে আসতে, যখন ক্ষুধার্তবস্থায় গভীর রাতে কাঁতরাচ্ছিল হাজারো মুমিন তখন পল্টনবাসী এগিয়ে এসেছে খাবার নিয়ে৷ আটাশে অক্টোবরে হায়েনারা আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেও সাহস করেনি পল্টনের কোন গলিতে ঢোকার৷

পল্টন ট্রাজেডি ছিলো একতরফা হামলা

বদর প্রান্তরে যেমন কাফেরদের প্রস্তুতি আর সৈন্য ছিলো মুসলমানদের কয়েকগুন বেশী, আটাশে অক্টোবরেও ঠিক তেমনি ইসলামী আন্দোলনের সৈনিকদের তুলনায় আবু জেহেলের উত্তরসূরী আওয়ামী বাহিনীর প্রস্তুতি আর সন্ত্রাসী ছিলো কয়েকগুন বেশী৷ জামাতের সমাবেশ ছিলো সম্পূর্ণ শান্তিপূর্ন এক আয়োজন৷ বিনা উস্কানিতে জামাতের শান্তিপূর্ন এ সমাবেশে একতরফা হামলা করে মুহুর্মুহু গুলি ছুড়তে থাকে৷ আমার সামনেই গুলির আঘাতে মারাত্নক আহত হন সাবেক সিপি ড রেজাউল করিম ভাই, সন্ত্রাসীদের গুলিতে মাথায় আঘাত পান তৎকালীন ঢাকা মহানগরী পূর্বের সভাপতি কামাল ভাই৷ চোখে আঘাত প্রাপ্ত আমার বন্ধু ( সদস্য) নেসার উদ্দিনকে নিয়ে হাসপাতালে গিয়ে দেখি হুইল চেয়ারে বসে থাকা কামাল ভাইয়ের মাথায় কাপড় বাধা,সারা শরীর রক্তে ভেজা৷

বদর, ওহুদের মুনাফিক ছিলো পল্টনেও

পল্টন মোড়েই নিরাপত্তার দায়িত্ব ছিলো আমাদের৷ লগি - বৈঠা নিয়ে সকাল দশটার পর থেকেই মিছিল আসতে থাকে সন্ত্রাসীদের৷ কোন কারণ ছাড়াই শান্তিপূর্ন নিরাপত্তা দায়িত্বশীল সাবেক সিপি মন্জু ভাইকে নির্মমভাবে আহত করে সন্ত্রাসীরা৷ অথচ পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনীর নির্লিপ্ত ভূমিকা যেন ওহুদের মুনাফিকের বাস্তব রুপ৷ পরে জানতে পারি মুনাফিক সর্দার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের নির্দেশেই কোন ভূমিকা রাখেনি পুলিশ বাহিনী৷ সাবেক কেন্দ্রীয় সভাপতি মাসুদ ভাই পুলিশ বাহিনীকে তাদের দায়িত্ব পালনের আহবান জানালে তারা বরং তাদের যায়গা বদল করে সন্ত্রাসীদের আগমনের সুযোগ করে দেয়৷ কারাগারে বাবরের সাথে দেখা করেছি৷ দুনিয়ার লোভে মুনাফেকীর শাস্তি আজ সে হারে হারে টের পাচ্ছে৷

দেখেছি আল্লাহর সাহায্য

বদরে হাজারো কাফেরদের বিরুদ্ধে তিনশত তের জন সাহাবীর বিজয় মূলত ছিল আল্লাহ সাহায‍্য । পল্টন ট্রাজেডি দিনেও মাওলানা মতিউর রহমান নিজামীসহ আমাদের নেতৃবৃন্দ সন্ত্রাসীদের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছিল মূলত আল্লাহর অপার সাহায্যে । সেদিন সন্ত্রাসীদের মূল টার্গেট ছিল নেতৃবৃন্দ, কিন্তু আল্লাহ তাআলা তাঁর অসীম সাহায্যে রক্ষা করেন প্রিয় নেতৃবৃন্দকে। আমার বন্ধু নেছার উদ্দিন কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় আটকে ধরে সন্ত্রাসীরা। আমি চিন্তিত হয়ে যাই তার চোখের কাছে আঘাত লাগায় তাৎক্ষণিক চিকিৎসা খুবই প্রয়োজন ছিল। আমি আশ্চর্য হয়ে যাই সিএনজি ড্রাইভার এর তাৎক্ষণিক বুদ্ধিমত্তা দেখে। তিনি সাহসিকতা দিয়ে মুক্তি পেয়েছিলেন সেই সময়ের সন্ত্রাসীদের হাত থেকে। হাসপাতালে গিয়ে দেখি এক বিভৎস চিত্র। হাজার হাজার আহত ভাই আর চিকিৎসক মাত্র কয়েকজন। সবাই অপর ভাইয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত। নিজের গা থেকে রক্ত পরছে,অথচ সে আরেকজনের সেবা করছে । এ দৃশ্য যেন মুতার প্রান্তরে সেই তিন সাহাবীর ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। যে মহান আল্লাহ বদর প্রান্তরে এবং আটাশে অকটোবরে তার অপার মহিমায় রক্ষা করেছিলেন নেতৃবৃন্দকে সে আল্লাহতায়ালা আগামী দিনেও রক্ষা করবেন প্রিয় কাফেলাকে ইনশাআল্লাহ
লেখক: সালাহ উদ্দিন আইউবী

শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

বিএনপির কাছে ৫১ আসনের চুড়ান্ত তালিকা দিল জামায়াত

বাংলাদেশ বার্তাঃ নভেম্বরের ১ম সপ্তাহে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। জাতীয় নির্বাচন ১৮ অথবা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি।
রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের প্রার্থী প্রায় চুড়ান্ত করেছে। জোট ভিত্তিক দলগুলোতে এখনো শরিক দলসমুহের মাঝে আসন ভাগাভাগির বিষয়ে চুড়ান্ত ফায়সালা না হলেও ভিতরে ভিতরে সমঝোতা চলছে।
আওয়ামীলীগ প্রায় ২০০ আসনে তাদের প্রার্থী চুড়ান্ত করেছে। মহাজোটের অন্যান্ন দলসমুহকে ৭০ থেকে ৮০ টি আসন ছেড়ে দিবে বলে জানা যাচ্ছে। তবে বিএনপি নির্বাচনে না এলে এরশাদের সাথে হিসেব উল্টে যাবে।
এদিকে বৃহত্তর ঐক্য গঠনের পাশাপাশি জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে বিএনপিতে। জামায়াতকে ৩৫ থেকে ৪০ টি আসন আর জাতীয় ঐক্য ও ২০ দলের অন্যন্ন দল সমুহকে সর্বোচ্চ ৩৫ টি আসন
ছেড়ে দেয়ার টার্গেট নিয়েছে বিএনপি। এ দিকে কঠিন রাজনৈতিক বৈরী পরিস্থিতির মুখেও জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে সামনে এগুচ্ছে। বিবিসি বাংলার সাথে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দলটির সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন ‘জামায়াত থেমে নেই, বাধা মোকাবেলা করে কাজ চালিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে অবশ্যই অংশ গ্রহণ করবে’। জামায়াত প্রাথমিকভাবে একশ আসন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিলেও বিএনপির কাছে সাম্প্রতি ৫১ আসনের চুড়ান্ত তালিকা জমা দিয়েছে। জামায়াতের নির্বাচন কমিটির এক শুরা সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান চুড়ান্ত এ তালিকা থেকে জামায়াতের আসন
কমানোর আর সুযোগ নেই। বিগত উপজেলা, ইউনিয়ন নির্বাচন ও আন্দোলন সংগ্রামে ত্যাগ কুরবানীর বিষয়গুলো পর্যালোচনা করেই জামায়াত ৫১ আসনের এ চুড়ান্ত তালিকা বিএনপির কাছে জমা দিয়েছে। সর্বশেষ ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে বিএনপি জামায়াতকে ৩৫টি আসন দেয় এবং বিএনপি জামায়াতের যৌথ প্রার্থী ছিল ৪ টি আসনে। 
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক কর্মপরিষদ নেতা জানান ৫১ আসনে লড়ে জামায়াত কমপক্ষে ৩০ টিতে জিততে চায়। জামায়াত যে ৫১ টি আসনের চুড়ান্ত তালিকা বিএনপিকে দিয়েছে সেগুলো হচ্ছে-
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর):মাওলানা আবদুল হাকিম। দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল): মাওলানা আবু হানিফ। দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর): মাও আফতাব উদ্দিন মোল্লা। দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট): আনোয়ারুল ইসলাম। নীলফামারী-২ (সদর) মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু। নীলফামারী-৩ (জলঢাকা): মোহাম্মদ আজিজুল ইসলাম। লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা): আবু হেনা মোঃ এরশাদ হোসেন সাজু।। রংপুর-৫ (মিঠপুকুর): অধ্যাপক গোলাম রব্বানী। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): অধ্যাপক মাজেদুর রহমান।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী): মাওলানা নজরুল ইসলাম। গাইবান্ধা-৪ (গোবিন্ধগঞ্জ): ডাঃ আবদুর রহীম। জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি): ডাঃ ফজলুর রহমান সাঈদ। বগুড়া-২ (শিবগঞ্জ): অধ্যক্ষ শাহাদাতুজ্জামান। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) ড.কেরামত আলী। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর): নুরুল ইসলাম বুলবুল রাজশাহী-১ (গোদাগাড়ী -তানোর ): অধ্যাপক মুজিবুর রহমান।
নওগাঁ-৪ (মান্দা): খ ম আবদুর রাকিব। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা): মাও রফিকুল ইসলাম খান।সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি): অধ্যক্ষ আলী আলম। পাবনা-১ (সাঁথিয়া-বেড়া): ব্যারিষ্টার নাজিব মোমেন। পাবনা-৫ (সদর): প্রিন্সিপাল ইকবাল হোসাইন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) মুহাম্মদ আবদুল গফুর। চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবন নগর): মোহাম্মদ রুহুল আমিন। ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর): অধ্যাপক মতিয়ার রহমান। যশোর-১ (শার্শা): মাওলানা আজিজুর রহমান।যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা): আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন। যশোর-৬ (কেশবপুর)- অধ্যাপক মুক্তার আলী। বাগেরহাট-৩ (মংলা-রামপাল): অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-সরনখোলা): অধ্যাপক আবদুল আলীম। খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া): অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): মাও আবুল কালাম আযাদ।সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা): অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। সাতক্ষীরা-২ (সদর): মুহাদ্দিস আবদুল খালেক।সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা): মুফতি রবিউল বাশার। সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ-শ্যামনগর): গাজী নজরুল ইসলাম। পিরোজপুর-১ (সদর -নাজিরপুর-স্বরূপকাঠি): শামীম সাঈদী।পটুয়াখালী-২ (বাউফল): ড.শফিকুল ইসলাম মাসুদ। শেরপুর-১ (সদর): হাসান ইমাম ওয়াফি। ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): অধ্যাপক জসিম উদ্দিন। ঢাকা-১৫ (কাফরুল-মিরপুর): ডাঃ শফিকুর রহমান।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট): মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। সিলেট-৬ (বিয়ানিবাজার-গোলাপগঞ্জ):মাওলানা হাবিবুর রহমান। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ- লালমাই): মোহাম্মদ ইয়াছিন আরাফাত। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম): ডা.সৈয়দ আবদুল্লাহ মো.তাহের। ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা): ডা.ফখরুদ্দিন মানিক। লক্ষীপুর-২ (রায়পুর-সদর আংশিক): মাস্টার রুহুল আমীন।চট্টগ্রাম-১০ (ডাবলমুরিং): মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম।
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া):আলহাজ্ব শাহাজাহান চৌধরী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মাওলানা জহিরুল ইসলাম। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী): হামিদুর রহমান আজাদ।

শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮

২৮শে অক্টোবরের শহীদদের রক্ত ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে-শিবির সভাপতি


বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত বলেছেন, বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য ২০০৬ সালের ২৮শে অক্টোবর একটি বিশেষ অধ্যায়। এ দিন আওয়ামী অপশক্তি বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দিতে এক ভয়াবহ নারকীয়তার অবতারণা করে। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি। বরং বুমেরাং হয়েছে। ২৮শে অক্টোবরের শহীদদের রক্ত ইসলামী আন্দোলনের ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে।
তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখার উদ্যোগে শহীদ মুজাহিদুল ইসলামের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা এবং ২৮শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠানে মহানগরী সেক্রেটারি যোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিবির সভাপতি বলেন, ২৮শে অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেদিন আ.লীগ প্রধান শেখ হাসিনার দায়িত্বহীন আহবানে হায়েনারা সশস্ত্র অবস্থায় জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর ঝাপিয়ে পরে। তাদের লগি-বৈঠার তান্ডবে সেদিন জীবন হারাতে হয় নিরপরাধ মেধাবী ছাত্র শহীদ মুজাহিদ, ফয়সাল, মাসুম, শিপন, রফিকসহ ৬ জনকে। এই বর্বর হত্যাযজ্ঞ ও লাশের উপর আওয়ামী সন্ত্রাসীদের নৃত্য বিবেকবান প্রতিটি মানুষকে স্তব্ধ করে দেয়। শান্তিকামী মানুষের হৃদয় শিউরে উঠে। নোংড়া রাজনীতির ভয়ানক রুপ দেখে সারা বিশ্ববাসী। এই নৃশংসতা চালিয়ে অপশক্তি ইসলামী আন্দোলনকে ধ্বংস করে দেয়ার সুগভীর ষড়যন্ত্র করেছিল। কিন্তু সময়ের ব্যবধানে তাদের সেই স্বপ্ন হতাশায় পরিণত হয়েছে। শহীদের রক্ত বৃথা যায়নি। তাদের প্রতিফোটা রক্ত আজ কথা বলেছে। সাধারণ ছাত্ররা যে কোন সময়ের তুলনায় বেশি হারে ছাত্রশিবিরের পথচলায় শরিক হয়েছে। জনগণের কাছে ছাত্রশিবিরের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে। দেশের জনগণ ছাত্রশিবিরের মাঝে আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর প্রত্যাশা করছে। এটাই ঐতিহাসিক বাস্তবতা। ইতিহাসের প্রতিটি বাক সাক্ষী শহীদের রক্ত কখনো বৃথা যায়নি। বাংলাদেশেও বৃথা যাবেনা ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২৮ অক্টোবরের খুনের বিচার না হওয়া স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক। খুনিরা এখনো বহাল তবিয়েতে আছে এবং দেশ ও ইসলাম বিরোধী নানা ষড়যন্ত্রেও নেতৃত্ব দিচ্ছে। এই খুনীদের বিচার না হওয়ায় বাংলাদেশে বিচাহীনতার সংস্কৃতির এক উজ্বল দৃষ্টান্ত। এর ফলে তাদের চক্রান্তের জাল আরো বিস্তৃত হয়েছে। নির্মমতা ও খুনের ধারা তীব্র গতি লাভ করেছে। তাদের ষড়যন্ত্র আজ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সেদিন তারা জামায়াত নেতৃবৃন্দকেও হত্যা করতে চেয়েছিল। কিন্তু তখন তারা সফল না হলেও পরবর্তিতে বিচারের নামে অবিচারের মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করেছে। ২৮শে অক্টোবরের লগি-বৈঠার তান্ডব থেকে শুরু করে দেশপ্রেমিক জামায়াত নেতৃবৃন্দর বিচার বিভাগীয় হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। আমরা বলব, সময় ও ক্ষমতা চিরদিন আওয়ামী খুনিদের বলয়ে থাকবে না। অবশ্যই ক্ষমতার পালা বদল হবে। কিন্তু ২৮শে অক্টোবরের বর্বরতার ইতিহাস কখনো মুছে যাবে না। সময়ের ব্যবধানে অবশ্যই খুনিদের বিচারের কাঁঠগড়ায় দাঁড়াতে হবে। খুনিদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। জাতি এই বর্বর হায়েনাদের কখনোই ভূলে যাবেনা এবং ক্ষমাও করবেনা।

হে প্রজন্ম এসো, একজন মইনুল হোসেনকে চিনে নাও, চিনে নাও তার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়াকেও !


বাংলাদেশ বার্তাঃ গত পরশু দিন শেখ হাসিনা সাংবাদিক সন্মেলনে ব্যারিস্টার মইনুল হোসেনের পরিচয় দিতে গিয়ে বলেন - 'মইনুল হোসেনের বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া যখন যা লাগতো শেখ মুজিবের পরিবারের কাছ থেকে চেয়ে নিতো, তফাজ্জল হোসেন পান্তা ভাত খেতেন আর উনার ছেলে হয়ে মইনুল ইসলাম খুবই উচ্চ বিলাসী ছিলেন' । 

জানিনা প্রজন্ম শেখ হাসিনার দেওয়া এই পরিচয় কতটা বিশ্বাসের সহিত আমলে নিয়েছে ! কিন্তু প্রজন্ম কি আসলেই জানে কে এই মইনুল হোসেন ও তার বাবা তফাজ্জল হোসেন মানিক কে ছিলেন ? একজন মইনুল হোসেনকে চিনতে হলে আগে জানতে হবে একজন তফাজ্জল হোসেনের ইতিহাস । 

হে প্রজন্ম এসো, আজ জেনে নাও একজন তফাজ্জল হোসেন মানিকের আসল পরিচয়-

তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন জাতীয়তাবাদ বিকাশে রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে বড় শিল্পী, সবচেয়ে বড় কলমযোদ্ধা। রাজনীতি ও সাংবাদিকতার একটি অনন্য সেতুবন্ধন নির্মাণ করেন তিনি। তিনি ছিলেন মূলত রাজনীতিক, কিন্তু কার্যত সাংবাদিক। ১৯৬৮ সালের ১৯ অক্টোবর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী ভাষণে মানিক মিয়া বলেছিলেন, ‘সাংবাদিকতার প্রতি সুবিচার করতে হলে আমাদের মতো সাধারণ জ্ঞানবুদ্ধির লোকদের একই সময় সাংবাদিকতা ও সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করা চলে না।’ মূলত ১৯৫৩ সালে মানিক মিয়া সাংবাদিকতা জীবন গ্রহণের পর থেকে তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে ছিলেন কিন্তু রাজনীতি থেকে মুক্ত ছিলেন না। প্রথমে শহীদ সোহরাওয়ার্দী’র অনুসারী, পরে শেখ মুজিবুর রহমানে স্বাধিকার আন্দোলনের সহযোগী। কিন্তু সরাসরি তিনি আওয়ামী লীগে যোগ দেননি। দলের কোনো পদ নেননি। আওয়ামী লীগের প্রাদেশিক অথবা কেন্দ্রীয় কোনো সরকারের মন্ত্রিত্বের পদ গ্রহণ করেননি। শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর মানিক মিয়াকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি পদ গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। তিনি তাতে রাজি হননি। 

তিনি দলীয় রাজনীতিকের ভূমিকায় অবস্থান নেননি। তাঁর অবস্থান ছিল জাতীয় রাজনীতিতে; আরও ভালোভাবে বলতে গেলে বলা চলে গণতান্ত্রিক জাতীয় রাজনীতিতে। সাংবাদিক হিসেবে মানিক মিয়া আরেকটি নামে পরিচিত ছিলেন—‘মোসাফির’। ‘রাজনৈতিক মঞ্চ’ নামে লেখা তাঁর যে কলাম বাংলাদেশে (তদানীন্তন পূর্ব পাকিস্তানে) গণজাগরণের ঝড় সৃষ্টি করেছিল সেই কলামের লেখকের নাম মোসাফির। মানিক মিয়া পুরোদস্তুর রাজনৈতিক হলেও, মোসাফির কিন্তু রাজনৈতিক ছিলেন না। মানিক মিয়া ও মোসাফিরের মধ্যে একটি দ্বৈতসত্তা ছিল এবং তা ছিল ভিন্ন। মূলত বাংলাদেশে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা তিনিই প্রথম অনুভব করেছিলেন, ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ভিত গড়ার পিছনে রয়েছে তাঁর বিশাল অবদান। 

মানিক মিয়া রাজনীতিকে দেখতেন গণমানুষের অংশগ্রহণে একটি সুসংগঠিত প্রতিষ্ঠানরূপে। রাজনীতিকে একটি পবিত্র ব্রত হিসেবে দেখতেন তিনি। তিনি মনে করতেন, দেশের মানুষের হিতাকাঙ্ক্ষা থেকেই এই ব্রত গ্রহণের প্রেরণা জন্মায়। রাজনীতিকে যারা আত্মোন্নতির বা ভাগ্যোন্নতির অবলম্বন বলে ভাবেন, তাদেরকে তিনি রাজনীতি ছেড়ে ব্যবসা-বাণিজ্যে আত্মনিয়োগ বা কন্ট্রাক্টরি করতে বলেছিলেন। গণকল্যাণের রাজনীতি ও ক্ষমতার রাজনীতিকে তিনি আলাদা করে দেখেছিলেন। তিনি বলেছিলেন, ‘রাজনীতি সুনিশ্চিতভাবেই ক্ষমতা লাভের উপায় কিন্তু উদ্দেশ্য নয়। যাঁরা একে উদ্দেশ্য করে তোলেন তাঁরা ক্ষমতার রাজনীতি করেন, গণকল্যাণের রাজনীতি করেন না।’

নেপোলিয়ান বোনাপার্টের মতে, ‘এক লাখ সৈনিকের চেয়ে আমি তিনটি সংবাদপত্রকে বেশি ভয় করি।’ আর সংবাদপত্রের সম্পাদক যদি হয় তফাজ্জল হোসেন মানিক মিয়ার মতো ক্ষুরধার কলম সৈনিক তাহলে শাসকের ভয়ের পরিমাণ সহজেই অনুমেয়। গণতন্ত্রের অন্যতম হাতিয়ার মুক্ত গণমাধ্যম। সেই গণতন্ত্রের আদর্শ বা দর্শন প্রচারের হাতিয়ার হিসেবেই প্রতিষ্ঠিত হয় দৈনিক ইত্তেফাক। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের রূপকার বাংলার ছাত্র-জনতা, আর ভাষা আন্দোলন হতে উত্্সারিত জাতীয়তাবাদের মুখপত্র হিসেবে লড়াই করতে থাকে ইত্তেফাক। ৫৪-এর সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রচার করে এবং যুক্তফ্রন্টের মৌলিক দাবিগুলোকে গণমুখী করে ইত্তেফাক। মূলত যুক্তফ্রন্টের ইশতেহারকে নিয়ে পশ্চিমা শাসনের একটি বিরোধী শক্তির আবির্ভাবের জন্য ব্যাপক জনমত তৈরি করে ইত্তেফাক, যা পশ্চিমাদের পরাজয়কে অনিবার্য করে তোলে। ৫৮-এর আইয়ুব-বিরোধী আন্দোলনে মানিক মিয়ার ‘রাজনৈতিক মঞ্চ’ একটি সত্যিকারের গণতান্ত্রিক আন্দোলন তৈরি করে। ৬৬-তে বঙ্গবন্ধুর ছয় দফার সবচেয়ে বড় সমর্থক ছিলেন মানিক মিয়া এবং মানিক মিয়ার ইত্তেফাক বাঙালির জাতীয় মুক্তির সনদ এই ছয় দফার সবচেয়ে বড় প্রচারপত্র ছিল। ৬৯-এর গণঅভ্যুত্থানে পশ্চিমা শাসকদের রাজনৈতিক পরাজয়ের সাথে সাথে নৈতিকতারও চরম বিপর্যয় ঘটে, এখানেও আন্দোলনের কেন্দ্রীয় আবর্তনের মধ্যে মানিক মিয়া ছিলেন। ষাটের দশকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি যেসব রাজনৈতিক কলাম দৈনিক ইত্তেফাকে লিখে গেছেন, তা পড়লে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে, কত তীক্ষ� মেধা, সত্ সাহস আর দূরদর্শিতা থাকলে একজন কলমযোদ্ধা তত্কালীন সামরিক জান্তা প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান তথা আমাদের নিরীহ মানুষের পক্ষে অভাবনীয় ভূমিকা রাখতে পারেন। সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে মানিক মিয়া তাঁর মোসাফিরের কলামে ১৯৬৬ সালের জুন মাসে লেখেন, ‘মানুষের হাত-পা ভাঙ্গা অবস্থায় জীবন-ধারণ যেমনি যন্ত্রণাদায়ক, তেমনি বাক-স্বাধীনতা, সাধারণ নিরাপত্তা এবং সংবাদপত্রের অধিকার খর্বিত হইলে উহা মানুষের মনকে পীড়িত এবং সংবাদপত্র পরিচালনায় বিড়ম্বনাস্বরূপ হইয়া দাঁড়ায়। সংবাদপত্র যদি জনগণের সমস্যা, গণমনের জিজ্ঞাসা এবং দেশের চলতি ঘটনাপ্রবাহের উপর স্বাধীনভাবে খবরাদি পরিবেশন করিতে না পারে, সংবাদপত্রকে যদি বিধি-নিষেধ ও কড়া আইনের অনুশাসনের মধ্যে কাজ করিতে হয় তাহা হইলে সংবাদপত্র পরিচালনার কোনো সার্থকতা থাকে না। বিশ্বসুন্দরী কিংবা অর্ধ উলঙ্গ ছবি ছাপিয়া অথবা পাতায় পাতায় গুরুত্বহীন সংবাদের উপর বড় বড় টাইপের ব্যানার হেডলাইন আঁটিয়া কিংবা দেশীয় সমস্যা ছাড়িয়া বিদেশি সমস্যা নিয়া ঝুলাঝুলি করিয়া সংবাদপত্র জনগণের দৃষ্টি ভিন্নদিকে পরিচালিত করিবার নিষ্ফল চেষ্টা চালাইতে পারে। কিন্তু এই ধরনের সাংবাদিকতা করিয়া সংবাদপত্র দেশবাসীর আস্থা অর্জন এবং জনমতকে সুপথে পরিচালিত করিতে পারে না। সংবাদপত্রের উপর হামলা করা কিংবা সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর আইন প্রণয়ন করা ক্ষমতাসীন মহলের দুর্বলতারই প্রমাণ। কিন্তু ইহা জানিয়া-শুনিয়াও দুর্বল ক্ষমতাসীন দল অতীতেও এদেশের সংবাদপত্রের উপর হামলা চালাইয়াছে, আজিকার শাসকরাও সেই পথ অনুসরণ করিয়াছেন; বরং বর্তমান শাসককুলের থাবা আরও বড়।’ মানিক মিয়ার উপর্যুক্ত কথাগুলো আজকের প্রেক্ষাপটেও খুবই প্রাসঙ্গিক। 

কলামিস্ট মোসাফির জাতীয় স্বার্থে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কলম চালিয়েছেন। দলের স্তুতি করেননি। আবার রাজনীতিক মানিক মিয়া গণরাজনীতি করেছেন । তিনি ছিলেন গণরাজনীতি ও বৃহত্তর জাতীয় স্বার্থের অতন্দ্রপ্রহরী। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিব প্রথম ক্যাবিনেটে সংসদ ভবনের সামনের সড়কটিকে ‘মানিক মিয়া এভিনিউ’ নামকরণ করেন। কিন্তু স্বাধীনতার এত বছর পরে এসে মনে হচ্ছে মানিক মিয়া শুধু ওই নামকরণেই আটকে আছে, তাঁর সম্পর্কে নতুন প্রজন্মের জানার পরিধি খুবই কম এবং জানানোর উদ্যোগ নেই বললেই চলে। 

মানিক মিয়াকে আমরা কেবল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে রেখেছি। মানিক মিয়ার জীবনী, তাঁর কর্মতত্পরতা, সাংবাদিকতায় মানিক মিয়ার অবদান—ইত্যকার ভাবনা-গবেষণায় আমাদের কোনো মৌলিক সংযুক্তি নেই। প্রথাগত নোট, কয়েকটি বই আর পেপার কাটিংকে সম্বল করে আমরা মানিক মিয়াকে বুঝি। আজ মাসুদা ভাট্রি মুন্নি সাহা সহ যে সকল সাংবাদিকরা মইনুল হোসেনের বিরুদ্ধে মামলায় দিয়েছেন তারা জানেনই না বাংলাদেশে আজকের যে বিশাল গণমাধ্যম কাজ করছে, তার ভিত গড়ে দিয়ে গেছেন মানিক মিয়া, তাই সেই ইতিহাস ছাড়া সাংবাদিকতা পাঠের কারিকুলাম কার্যত পূর্ণাঙ্গ হবে না। বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা পাঠের কারিকুলামের শুরুতে বাংলাদেশের সংবাদপত্রের সেই ভিত গড়ার ইতিহাস, সেই কারিগরদের কথা উচ্চকণ্ঠে বলতে হবে। কারণ সেখানেই গণমাধ্যমের স্বাধীনতা, স্বকীয়তা ও পূর্ণাঙ্গ জ্ঞান রয়েছে। 

আর সেই জাতীয়তাবাদ বিকাশে রাজনৈতিক আন্দোলনের সবচেয়ে বড় শিল্পী, সবচেয়ে বড় কলমযোদ্ধা তফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তানই হলেন ব্যারিস্টার মইনুল । যিনি লন্ডন থেকে বার,এট,ল শেষ করে বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত রয়েছেন । বাবার আদর্শে নিজেকেও গড়েছেন একজন রাজনৈতিক, শিল্পী ও সাহসী কলমযোদ্ধা হিসেবে নিজেকে তৈরি করেছেন । ১৯৭৪ সালে শেখ মুজিবের বাকশালকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আওয়ামীলীগের সংসদ পদ থেকে পদত্যাগ করে বাকশাল বিরোধী জোটে অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়ান । 

আর সেই মইনুল হোসেনকে আজ শেখ হাসিনা প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন একজন উচ্চ বিলাসী ও বাজে চরিত্রের বদনাম দিয়ে। প্রজন্ম একজন মইনুল হোসেনকে চিনতে হলে ও জানতে হলে আগে তোমাকে চিনতে হবে কে ছিলেন একজন তফাজ্জল হোসেন মানিক ? কে ছিলেন মইনুল হোসেনের বাবা? 

তথ্যসুত্র - অনলাইন ।

রাতের ট্রেনে যারা জার্নি করেন তারা সাবধান!

বাংলাদেশ বার্তাঃ  গত কয়েক বছরে রেললাইনের বিভিন্ন স্পট থেকে প্রায় দেড়শ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মৃতদেহ পাওয়া যায় আখাউড়া- ভৈরব- কিশোরগঞ্জ- কসবা এবং বি-বাড়িয়া হয়ে নরসিংদী পর্যন্ত। পুলিশ এই লাশগুলোর বেশিরভাগ অজ্ঞাত পরিচয় দিয়ে আত্মহত্যা হিসেবে রেকর্ড করে। তারপর মর্গ হয়ে মাটিচাপা। লাশের পরিচয় হিন্দু কিংবা মুসলিম এখানে দেখা হয় না। ডোম মৃত ব্যক্তির জামাকাপড় রেলওয়ে ডোমঘরের সামনে ঝুলিয়ে রাখে।
যদি বছর দুয়েকের ভেতর মা-বাবা এসে জামা কাপড় দেখে তাদের সন্তাকে যদি সনাক্ত করতে পারে তাহলে কবর দেখিয়ে দেয়া হয়। তবে জামাকাপড় রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময়। জামাকাপড় দেখে কারও পরিচয় জানা অসম্ভব হয়ে পড়ে তখন।
রেললাইনে পাওয়া এ লাশগুলোর বেশিরভাগই কিন্তু মার্ডার কেস। দশ-বিশ-পাঁচশ টাকা কিংবা পকেটে থাকা মোবাইল ফোন ছিনতাই করার জন্য মার্ডারগুলো করা হয়। বিশ টাকার জন্যও ট্রেনে থাকা ছিনতাইকারীরা মানুষ খুন করছে।
ছিনতাইয়ের নিয়মটা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝখানে করিডোরের মতো থাকে। দুই পাশে দরজা এবং বাথরুম। রাতের ট্রেনে এসব জায়গায় সুবিধামত সময়ে লোক পেলে ছিনতাইকারী চক্রের দুইজন পেছন থেকে আক্রমণ করে। আক্রমণের নিয়ম হচ্ছে গামছাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে। তারপর দুই মাথা দুইজন ধরে যাকে আক্রমণ করা হবে, তার গলায় পেছন থেকে এক প্যাঁচ দিয়ে দু’পাশ থেকে হেঁছকা টান। ১৫ সেকেন্ডের ভেতরই ওই লোক মারা যাবে। না মরলেও তার জীবন ওইখানেই শেষ।
এরপর ভিকটিমের পকেট থেকে যা নেওয়ার নিয়ে পাশের দরজা দিয়ে ফেলে দেবে। রাতের ট্রেনে সবাই ঘুমায়। তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে। কেউ কিচ্ছু টের পাবে না। পুরো কাজটা করতে সময় লাগে সর্বোচ্চ দেড় মিনিট।এই ছিনতাইকারী চক্রের লোক ধরা পড়ে কিন্তু আবার জামিনে বের হয়। আদালতের কাছে এভিডেন্স থাকে না পর্যাপ্ত। এভিডেন্স না থাকলে বিচারও করা সম্ভব হয় না।এরকম তথ্য জানিয়ে রাতের ট্রেনে যারা ভ্রমণ করেন তাদের সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন পুলিশের এক সাব-ইন্সপেক্টর।
এই ব্যাপারটা নিয়ে কোন টিভি নিউজ চ্যানেল যেন একটি পর্ব প্রচার করেছিল যেটাতে এসকল ছিনতাইকারীরা এ ব্যাপারে বিস্তারিত জানায় যে তাদের ওই গামছা দিয়ে মারার অস্ত্র টার নাম হচ্ছে কৃষ্ণ মালা আর এর থেকে বাঁচার কোন উপায় নেই তাদের একটা কথা ছিল "কৃষ্ণ মালা যাকে পড়ানো হয় সে ওখানেই শেষ"

বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে চার জন প্রবাসী বাংলাদেশী নিহত ও অন্তত ৩০ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ

বাংলাদেশ বার্তাঃ বাহরাইনের রাজধানী মানামাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে চারজন প্রবাসী বাংলাদেশী নিহত ও অন্তত ৩০ জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাহরাইনের রাজধানী মানামাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে চার জন প্রবাসী বাংলাদেশী নিহত ও অন্তত ৩০ জন লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।
আমি আশা করি বাহরাইন সরকার নিহতদের পরিবার-পরিজনদের ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দান করবেন এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন।
আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

ন্যায় ও সত্যের জন্য প্রস্তুতি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন : এমাজউদ্দিন আহমদ

বাংলাদেশ বার্তাঃ ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, ‘বর্তমানসংকট মোকাবিলায় নিজেদের ওপর আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুত থাকা দরকার। যা ন্যায় যা সত্য তার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত হওয়া দরকার। এটি এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন।’
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম এম কে আনোয়ারের প্রথম স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
দেশের চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে ড. এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘এই সংকট তৈরি হল কিভাবে? গত ৮/৯ বছরের মধ্যে সরকারি চাকরিতে কোনও ব্যক্তি মেধার ভিত্তিতে নিয়োগ লাভ করেনি। আওয়ামী লীগের কারণেই আজকের এই সংকট।’
সংকটের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘গত ৮/৯ বছরে প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে মেধার ভিত্তিতে কোনও কর্মকর্তা নিয়োগ হয়নি। যেকোনও বিভাগে তাকিয়ে দেখেন। কোনও বিভাগেই কোনও ব্যক্তি মেধার ভিত্তিতে নিয়োগ লাভ করেনি।’
“ফলে সরকারি কর্মকর্তাদের দিকে তাকালে দেখা যায় তারা হয়তো ভুলেই গেছেন যে তারা কোনও দলের কর্মকর্তা না। এমনকি কোনও নির্দিষ্ট সরকারের কর্মকর্তাও তারা না। তারা জনগণের কর্মকর্তা। রাষ্ট্রের জনগণের কষ্টে অর্জিত অর্থ দিয়েই তাদের মাইনে দেয়া হয়। জনকল্যাণে তাদের সংশ্লিষ্ট থাকার কথা। এটা তারা ভুলে গেছেন”- যোগ করেন তিনি।
সরকারের সমালোচনা করে এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘এই সরকার সব জায়গায় ষড়যন্ত্রের কথা বলে। এমনকি ‘জাতীয় ঐক্যফ্রন্টকেও’ ষড়যন্ত্র বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু ষড়যন্ত্র এটা না। বরং রাষ্ট্রের কর্মকর্তাদের দলীয় কাজে ব্যবহার করাটাই ষড়যন্ত্র।’
তিনি বলেন, ‘এই ষড়যন্ত্রকে মুছে ফেলার জন্য জাতীয় পর্যায়ে একটি ঐক্য দরকার। ভাবা দরকার এখন জাতীয় পর্যায়ে যে ঐক্য সৃষ্টি হয়েছে এখানে আমার আপনার অবদান কতটুকু। কতটুকু অবদান রাখতে পেরেছি সেদিকে দৃষ্টি দিয়ে অন্য কারো সমালোচনা না করে আত্মসমালোচনা করা দরকার। একই সঙ্গে আমাদের প্রস্তুত হওয়া দরকার।’
সাবেক এই উপাচার্য আরও বলেন, ‘রাষ্ট্র এবং সরকারকে একাকার করে ফেলা হয়েছে। রাষ্ট্র ও সরকারের মধ্যে যে পার্থক্য রয়েছে এটা ভুলে গেছে বর্তমান সরকার। এখন কোথাও রাষ্ট্রের সমালোচনা করা যায় না। স্বাধীন মত প্রকাশের সব দ্বার রুদ্ধ।’
নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এর উপদেষ্টা সাঈদ আহম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মইনুলকে গ্রেফতারের জামায়াতের নিন্দাঃ



বাংলাদেশ বার্তাঃ সাবেক কেয়ারটেকার সরকারের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই প্রখ্যাত আইনজীবী, কেয়ারটেকার সরকারের সাবেক উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার দেশে একদলীয় ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার যে ষড়যন্ত্র শুরু করেছে তার অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এভাবে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করতে পারবে না। বেআইনিভাবে নির্বিচারে গ্রেফতার অভিযান চালিয়ে সরকার জাতীয় সংসদ নির্বাচনের পথ রুদ্ধ করার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে মন্তব্য করে তিনি এর বিরুদ্ধে তীব্র গণ-প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একইসাথে গ্রেফতার অভিযান বন্ধ করে ব্যারিস্টার মইনুল হোসেনসহ বিরোধী দলের গ্রেফতারকৃত সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এ সময়ের জনপ্রিয় ফর্মূলা কেয়ারটেকার সরকারের প্রবক্তা অধ্যাপক গোলাম আযম -ড. মুহাম্মদ রেজাউল করিম

বাংলাদেশ বার্তাঃ পৃথিবীতে কৃতিত্বপূর্ন অবদান, থিউরী বা চিন্তার প্রবক্তাগন মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন । অধ্যাপক গোলাম আযম বাংলাদেশের ইতিহাসে তেমনিই একজন বীরপুরুষ। দেশের রাজনৈতিক অঙ্গনে সদা-সর্বদা আলোচিত ,কাংঙ্খিত ও সবচেয়ে বেশি উচ্চারিত কেয়ারটেকার সরকার বা নিরপেক্ষ সরকারের স্থপতি। যার দাবীতে এখনো সরব দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও মানুষ।অধ্যাপক গোলাম আযম বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, জামায়াতে ইসলামীর সাবেক আমীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ, ভাষা সৈনিক মজলুম মানবতার বলিষ্ঠ কণ্ঠস্বর। আজ তিনি নিজেই একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি চেতনা আর বিশ্বাসের স্মৃতির মিনার হয়ে আমাদের মাঝে দন্ডায়মান। অধ্যাপক গোলাম আযম একটি জাগরণ, একটি বলিষ্ঠ নেতৃত্বের নাম। একটি চেতনা ও বিশ্বাসের গগনজোয়ারী কণ্ঠস্বর। মেধা ও নৈতিকতার সমন্বয়ের একটি সম্ভাবনাময় দেশগড়ার চেতনার অগ্রপথিক। অধ্যাপক গোলাম আযম একজন সৎ, ব্যক্তিত্বসম্পন্ন, খ্যাতিমান অহিংস রাজনৈতিক নেতৃত্ব। যিনি আন্তর্জাতিকভাবে শ্রদ্ধেয় পন্ডিত ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ছিলেন মুসলিম উম্মাহর একজন অভিভাবক। তথাকথিত যুদ্ধাপরাধী বিচারের নামে ৯০ বছর বয়স্ক এ প্রবীণ রাজনীতিবিদকে আমৃত্যু সাজা প্রদান করে আইনের শাসন ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে দেশে-বিদেশে।
বিশ্বে ইসলামী আন্দোলনের অন্যতম এই সিপাহসালার ২০১৪ সালের ২৩শে অক্টোবর রাত ১০ টা ১০ মিনিটে কারারুদ্ধ অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাাহর সান্নিধ্যে চলে যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আন্তর্জাতিক মিডিয়া- এএফপি, এপি ও রয়টার্সের মতো বার্তা সংস্থা, বিবিসি, ভয়েস অব আমেরিকা ও আলজাজিরা, দি গার্ডিয়ানে অধ্যাপক গোলাম আযমের ইন্তেকালের খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। এসব খবরে তাঁকে জামায়াতে ইসলামীর আধ্যাত্মিক নেতা হিসেবে অভিহিত করা হয়।
গার্ডিয়ানের খবরে বলা হয়, ‘তার বিচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’ আরব নিউজে বলা হয়েছে, ‘১৯৯০ সালে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর তিনি ‘কিংমেকারের ভূমিকা’ পালন করে বিএনপিকে ক্ষমতায় এনেছিলেন। তবুও তাঁর ইন্তেকালে বিএনপি একটি শোক বাণীও দেয়নি।’ বার্তা সংস্থা রয়টার্সেও খবরে বলা হয়, ‘সমালোচকেরা বলে থাকেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতকে লক্ষ্য করে এবং বিরোধী দলকে দুর্বল করতে ট্রাইব্যুনালকে ব্যবহার করছেন। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ট্রাইব্যুনালের কার্যক্রম আন্তর্জাতিক মানদন্ড পূরণে ব্যর্থ হয়েছে”।
অধ্যাপক গোলাম আযমের জানাযায় লক্ষ-লক্ষ মানুষের উপস্থিতি, দেশে-বিদেশে অসংখ্য গায়েবানা জানাযা তাঁর ভক্ত-অনুরক্তদের আলল্লাহর দরবারে ফরিয়াদ সব মিলে এক শক্তিশালী গোলাম আযম আবির্ভূত হয়েছে। মনে হচ্ছে এটি তাঁর বিদায় নয়, পূণর্জন্মা এক নতুন গোলাম আযম!! ব্যাক্তি গোলাম আযম বিদায় নিয়েছে কিন্তু এই গোলাম আযম বেঁচে থাকবে মানুষের হৃদয়ে অনন্তকাল।
পৃথিবী যতদিন থাকবে আল্লাহর দ্বীনের সৈনিকেরা তাঁর জন্য দোয়া করতে থাকবে। তাহাজ্জুতে জায়নামাজ ভাসিয়ে আর বায়তুল্লাহর গেলাপ ধরে অনেকেই কাঁদছে তাঁর জন্য। রাষ্ট্রীয় যাতাকলে পিষ্ঠ, দীর্ঘ কারাবরণ এর মধ্য দিয়ে দেশে-বিদেশে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ভাষার জন্য আত্মত্যাগ স্বীকার করেও ভাষার মাসে তিনি থেকেছেন বন্দী। এটি আমাদের ব্যর্থতা, জাতির জন্য লজ্জাজনক। এটি মানবাধিকারের লঙ্ঘন। জীবন সায়াহ্নে বৃদ্ধবয়সে একাকী নিভৃতে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ ছিলেন তিনি অনেক বছর। জীবনের শেষ সময়গুলো এ জাতি তাঁর শেষ উপদেশ থেকে বঞ্চিত হয়েছে, বঞ্চিত হয়েছে তাঁর পরিবার, তরুণ সমাজ এবং তাঁর ভক্তরা।
হাজারো ষড়যন্ত্রের মোকাবেলায় তাঁর বয়োবৃদ্ধ সফল সহধর্মীনি এবং গোটা পরিবারের ধৈর্য, প্রজ্ঞা আর হৃদয় নিংড়ানো চৌকস উপস্থাপনা, এবং আবেগধর্মী বিবৃতি, লেখনি, সাক্ষাতকারের মাধ্যমে, অধ্যাপক গোলাম আযমের আদর্শ পরিবার গঠনের দিকটিও চলে এসেছে জাতির সামনে। জানাযার পূর্বে তাঁর প্রিয় সন্তান (অবসরপ্রাপ্ত ) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান-আল আযমীর হৃদয়স্পর্শী আবেগপূর্ণ বক্তব্য, দাফন পরবর্তী মোনাজাত অধ্যাপক গোলাম আযমের অনুসারীদেরকে এই ব্যথাতুর সময়েও আশান্বিত করেছে। মনে হচ্ছে যোগ্য পিতার যোগ্য উত্তরসূরী ছায়া গোলাম আযম আলোর প্রদীপ ছড়াচ্ছে। আল্লাহর নিকট ফরিয়াদ, তিনি যেন সন্তানদেরকে তাঁর যোগ্য উত্তরসুরী হিসেবে কবুল করেন।
সে কারণেই হয়ত এই মেধাবী অফিসার চাকুরী থেকে বহিস্কার করে তাদের জিঘাংসা মিটিয়েছে। তাই খুব অল্প সময়ের ব্যাবধানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান-আল আযমী সরকারের রোষানলের শিকার। কয়েক বছর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে বাসা থেকে নিয়ে গেলেও এখনো কোন হদিস মিলছেনা। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা তাদের উদ্বেগ অব্যাহত রেখেছে। জনগণের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্রই যেন এখন জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে! সন্তানকে হারিয়ে উদ্বিগ্ন তাঁর বৃদ্ধ মা। অথচ পরিবার ও স্বজনরা থানায় গেলে তাদের মামলা গ্রহণ না করা নাগরিক অধিকারের লঙ্ঘন নয় কি? কি সেলুকাস এ পৃথিবী! কি অদ্ভুত আর বিষ্ময়কর আমাদের রাজনীতি! কত নিষ্ঠুর, নোংরা, কুলষিত, ক্ষমতার মোহে দিকভ্রান্ত আওয়ামীলীগের এই নেতিবাচক শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি! ধিক্ আওয়ামীলীগের এই অমানবিক, ফ্যাসিস্ট চরিত্রকে।
এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম। স্বমহিমায় উদ্ভাসিত একজন মানুষ। নিজ যোগ্যতা বলে তার ঐতিহাসিক স¦াক্ষর তিনি নিজেই। তিনিই তার উপমা। সময়ের সাড়া জাগানো ছাত্রনেতা গোলাম আযম। বিশ্বের অসংখ্য দেশে তাঁর কেয়ারটেকার ফর্মূলা সমাদৃত। তিনি একজন সফল রাষ্ট্রবিজ্ঞানী। তিনি একজন যোগ্য সংগঠক। তিনি নিজে অনেক উত্থান পতনের স্বাক্ষী। এই মেধাবী চৌকস ও অভাবনীয় নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, ক্ষণজন্মা মানুষ ১৯২২ সালে ঢাকার লক্ষীবাজারে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট ঢাকা থেকে পাশ করেন তিনি। স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাস করেন।
অধ্যাপক গোলাম আযমের জানাযা ছিল “টক অব দ্যা ক্যান্ট্রি” জাতীয় নেতাদের মধ্যে কার জানাজায় এযাবতকালে সর্বোচ্চ সংখ্যক মানুষের সমাগম হয়েছে!! “অধ্যাপক গোলাম আযমের চতুর্থ ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী পিতার জানাজায় ইমামতি করেন। জানাজার আগে উপস্থিত লাখো মানুষের উদ্দেশ্যে আমান আযমী বলেন, পৃথিবীর ক্ষণজন্মা মানুষদের একজন অধ্যাপক গোলাম আযম। আমার পিতাকে মিথ্যা মামলায় এক হাজার ১৬ দিন তালাবন্দি করে রাখা হয়েছে। এর প্রতিটি দিন আমার পিতা ও পরিবারের প্রতিটি সদস্যদের জন্য ছিল বেদনার। আমার পিতা সারা জীবন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন। এটাই ছিল তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা অধ্যাপক গোলাম আযমকে ভালোবাসেন না। আপনারা ভালোবাসেন দ্বীন প্রতিষ্ঠার জন্য একনিষ্ঠভাবে নিবেদিত একজন কর্মী গোলাম আযমকে। তাঁর বিদায় মানে ইসলামী আন্দোলনের বিদায় নয়। এদেশে আরও লাখো লাখো গোলাম আযম তৈরি হবে ইনশাআল্লাহ, যারা একদিন এদেশের মাটিতে ইসলামের বিজয় পতাকা উড়াবে, ইসলামকে বিজয়ী করবে।”
প্রফেসর গোলাম আযম এক জীবন্ত কিংবদন্তি। অধ্যাপক গোলাম আযম বিশ্বব্যাপী উচ্চারিত একটি আওয়াজ। এই সাহসী বীরপুরুষ প্রত্যক্ষভাবে ভাষা আন্দোলনে শরিক হন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে হরতাল পালিত হয়। হরতাল সফল করতে অধ্যাপক গোলাম আযম ডাকসু’র জিএস হিসেবে ছাত্রদের সংগঠিত করেন। জীবনের শেষ সময়গুলোতে রাষ্ট্রীয়ভাবে এই ভাষা সৈনিকের উপর চালানো হয়েছে অমানষিক নির্যাতন। এটি ছিল অমানবিক!! মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
১৯৭৩ সালে তৎকালীন সরকার অন্যায়ভাবে তার জন্মগত নাগরিকত্ব অধিকার হরণ করলেও পরবর্তীতে ১৯৯৪ সালে সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়ে নাগরিক অধিকার ফিরে পান এবং তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। স্বাধীন বাংলাদেশে ত্রিশ বছর জামায়াতে ইসলামীর রাজনীতিতে থেকে সর্বশেষ স্বেচ্ছায় অবসর গ্রহণকারী পদের ও ক্ষমতার প্রতি নির্লোভ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক গোলাম আযম জীবনের শেষ সময়েও এ সংগ্রামী নেতা ষড়যন্ত্র আর অপপ্রচারের শিকার হয়েছেন। বাতিলরা মিথ্যার কালো পর্দার আড়ালে তার স্বর্ণোজ্জ্বল অনেক অবদানকে ঢেকে রাখার অপপ্রয়াস চালাচ্ছে নিরন্তনভাবে।
১১ জানুয়ারি ২০১২ কারাগারে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি বলেন- “১৯৮০’র দশকে এবং ১৯৯০ সালে এরশাদবিরোধী আন্দোলনে এবং ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কেয়ারটেকার সরকারের দাবিতে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে জামায়াত ও আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছিল। তখন তো কোন দিন আওয়ামী লীগ জামায়াত নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধী মনে করেনি। ফেব্রুয়ারি ১৯৯১-এর নির্বাচনের পর সরকার গঠনের জন্য আওয়ামী লীগ জামায়াতের সহযোগিতা প্রার্থনা করে আমার নিকট ধরনা দিয়েছিল। আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু সাহেব জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেবের মাধ্যমে আমাকে মন্ত্রী বানাবার প্রস্তাবও দিয়েছিলেন।

তখনও তো আওয়ামী লীগের মনে হয়নি যে, জামায়াতে ইসলামী যুদ্ধাপরাধী! পরবর্তীতে আওয়ামী লীগ মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী জামায়াতের সমর্থন লাভের আবদার নিয়ে যখন আমার সাথে সাক্ষাৎ করেন, তখনও তো তাদের দৃষ্টিতে জামায়াত নেতৃবৃন্দ ‘যুদ্ধাপরাধী’ ছিল না। আমি জীবনে চারবার জেলে গিয়েছি। জেল বা মৃত্যুকে আমি ভয় পাই না। আমি আল্লাহ ছাড়া কাউকেই ভয় পাই না। শহীদ হওয়ার জযবা নিয়েই ইসলামী আন্দোলনে শরিক হয়েছি। মিথ্যা মামলায় ফাঁসি দিলে শহীদ হওয়ার মর্যাদা পাবো ইনশাআল্লাহ।” বিশ্বনন্দিত মজলুম নেতার এই সাহসী ও দৃঢ় উচ্চারণ এখন বিশ্ব মুুসলিম উম্মাহর পথের দিশা। আল্লাহ তায়ালা তাঁকে শাহাদাতের মর্যাদা নসীব করুন।
অধ্যাপক গোলাম আযম কখনও এমপি, মন্ত্রী কিছুই হননি সুযোগ থাকার পরও। ব্যক্তিগত খুঁটিনাটি, চাওয়া- পাওয়া বৃহত্তর স্বার্থে তাঁর ত্যাগ এমন বহু বাস্তবতা এখন দৃশ্যের অন্তরালে। যিনি ক্ষমতায় না থেকেও ক্ষমতাসীন সকলের অপবাদের দায়ভার কাঁধে পড়েছে। যিনি দেশ, জাতি ও মানবতার কল্যাণে সব সময় ভূমিকা রেখেছেন কিন্তু তার বিনিময়ে সব সরকার থেকে উপহার পেয়েছেন কারাবরণ। তাঁর আত্মনির্মাণ এবং বিকাশের ক্ষেত্রে বেশকিছু চিন্তা হিসেব নিকেশ ছিল সুদূর প্রসারী। বিশেষ করে ভারতের আগ্রাসন ও অধিপত্যবাদের ক্ষেত্রে অধ্যপক গোলাম আযমের ৪৭ বছর পূর্বের ভাবনা আজকের সবচেয়ে সত্য ও বাস্তবতা। ছাত্রছাত্রীদের পাঠ্য বইয়ে তাঁর ফর্মূলা অন্তর্ভূক্ত। সুতরাং রাজনৈতিক চেতনায় সংকীর্ণ শেখ হাসিনার পক্ষে এমন গোলাম আযমকে মানা খুবই অসম্ভব। তাঁর উদ্ভাবন, চিন্তা, আবিস্কার তাঁকে টিকিয়ে রাখবে শতাব্দী থেকে শতাব্দী।
ব্যক্তি গোলাম আযম নিজেকে এমনভাবে গঠন করেছেন, তাঁর ব্যক্তিত্ব, নেতৃত্ব, কথাবার্তা, চলন, বলন প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন প্রিয় নবী রাসূলে করীম (সা.)-এর একনিষ্ট অনুসারী। বাহিরে এবং ভিতরে মিলিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছেন একটি প্রতিষ্ঠানরূপে। অধ্যয়ন, অধ্যবসায়, সময়জ্ঞান সবকিছুই মিলিয়ে তিনি ছিলেন সত্যিই ব্যতিক্রম।
অধ্যাপক গোলাম আযম ছিলেন মানুষ তৈরির কারিগর। তিনি ছিলেন মাওলানা মওদূদীর সাহচার্যে গড়ে উঠা ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল প্রদীপ। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, মহিলা জামায়াত, ছাত্রীসংস্থার নেতৃত্ব তৈরির জন্য পরিচালনা করতেন স্ট্যাডি সার্কেল। সে সার্কেলের একজন সদস্য হয়ে আজ নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। একান্ত নিভৃতে তাঁর সান্নিধ্যে সাহচার্য এবং ¯েœহ-ভালোবাসা আজ আমাদেরকে কাঁদায়। স্ট্যাডি সার্কেলের সেই ছোট কামরায় তাঁর ইন্তেকালের পর প্রায় ৩২ ঘন্টা আমি কাটিয়েছি। চেয়ারগুলো আগের মতোই পড়ে আছে, লাইব্রেরীটি আগের মতই সাজানো। কিন্তু সবকিছুই আছে আগের মতই। কিন্তু সকলের প্রিয় মানুষ অধ্যাপক গোলাম আযম আর নেই!!
অধ্যাপক গোলাম আযম যার প্রজ্ঞা, লেখনি, চিন্তা, রাজনৈতিক অন্তর্দৃষ্টি, ক্ষমা; মহানুভবতা, নিয়মানুবর্তিতা, ধৈর্য এবং সহনশীলতার মতো যাবতীয় মহৎ গুণাবলির বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে তিনি নির্যাতিত-নিপীড়িত, নিষ্পেষিত জনতার অধিকার এবং মর্যাদাবোধ সম্পর্কে এক আবহ তৈরি করতে যার উদাহরণ নিকট অতীতে বিরল। একবিংশ শতাব্দীর উষালগ্নে মানবাধিকার, গণতন্ত্র, ইসলাম, জাতিগত অধিকার এবং সচেতনতা, পারস্পরিক মর্যাদাবোধ নিয়ে বিশ্ব যখন চরম সঙ্কটের মোকাবিলা করছে, ঠিক তেমনি একটি মুহূর্তে নিজের কর্ম মহানুভবতার মাধ্যমে তিনি স্বমহিমায় এখন এক প্রতীকে রুপে-রূপায়িত ভবিষ্যত প্রজন্মের জন্য।
বাংলার বুকে লক্ষ-কোটি মানুষ এখন ইসলামের পতাকাতলে সমবেত। পঞ্চান্ন হাজার বর্গমাইল তার পদচারণায় মুখরিত হয়ে দ্বীন কায়েমের চেতনায় দৃঢ় প্রতিজ্ঞ। যারা জীবন দিতে জানে কিন্ত মাথা নত করেনা এক আল্লাহ ছাড়া কারো কাছে। তারা চিরদিন গোলাম আযমকে মনে রাখবে, চিরদিন ভালবাসবে, সম্মান করতে থাকবে নিজের গরজে। তার সহজ-সাবলীল উপস্থাপনা, লেখনী, বক্তব্য মানুষকে ইসলামের পথে উজ্জীবিত করবে শতাব্দীর পর শতাব্দী। ইসলামী আন্দোলনে তাঁর সহযোদ্ধারা এখন অনেকেই ইতোমধ্যে শাহাদাতের অমিয় সুধা পান করে আল্লাহর দরবারে পাড়ি জমিয়েছেন। আল্লাহ তায়ালা তাঁদেরকে একসাথে জান্নাতে থাকার তাওফিক দিন।
অধ্যাপক গোলাম আযমের রেখে যাওয়া আদর্শ অনাগত যুবকদের জন্য হবে নতুন পথের দিশা এবং এ জমিনে ঘটবে ইসলামী আন্দোলনের নব উত্থান। হে আরশের মালিক! তুমি তাঁকে শাহাদাতের মর্যাদা দান কর। তোমার প্রিয় বান্দাহকে জান্নাতুল ফেরদাউস নসিব কর। আমীন।।
লেখকঃ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ দফা দাবী

বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে আজ ২৩ অক্টোবর নিম্নোক্ত বক্তব্য প্রদান করেছেনঃ
“প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম। বাংলাদেশ আজ গভীর রাজনৈতিক সংকটে নিপতীত। অনেক আন্দোলন- সংগ্রামের মাধ্যমে প্রায় সকল দলের ঐক্যমতের ভিত্তিতে ‘কেয়ারটেকার সরকার’ ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত হয়। কেয়ারটেকার সরকার ব্যবস্থার অধীনে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদের তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্রের ধারা শুরু হয়। কিন্তু ওয়ান ইলেভেনের পর সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার দেশের রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করার যে যাত্রা শুরু করে তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ‘কেয়ারটেকার সরকার’ ব্যবস্থাটি বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। যার ফলশ্রুতিতে দেশে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটার বিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় এসে দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। দেশে-বিদেশে ৫ জানুয়ারীর নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত এবং প্রশ্নবিদ্ধ হলেও সরকার জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের পরিবর্তে জোর করে ক্ষমতায় বহাল থাকে। তাদের জবরদখল করে ক্ষমতায় থাকার মেয়াদ সমাপ্তির পথে। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।
সরকার তার নীল-নকশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করে পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলসমূহকে হয়রানী করছে। মিথ্যা মামলা, গণ-গ্রেফতার চালানো হচ্ছে। এটা কোন অবস্থাতেই নির্বাচনের পরিবেশ নয়। এমতাবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভা আমীরে জামায়াত জনাব মকবুল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নিম্নোক্ত ৮ দফা দাবী উত্থাপন করেছে, জামায়াতের নির্বাহী পরিষদের পক্ষ থেকে আমি তা জাতির সামনে পেশ করছি:-
১. অবিলম্বে সংসদ ভেঙ্গে দিয়ে সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার গঠন করতে হবে।
২. অবিলম্বে নির্বাচন কমিশন পূনর্গঠন করতে হবে ও ইভিএম ভোটিং ব্যবস্থা চালুর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৩. সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি প্রদান ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৪. এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত সকল রাজনৈতিক মামলা স্থগিত রাখতে হবে, নতুন করে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া বন্ধ এবং রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার ও হয়রানি বন্ধ করতে হবে। কথিত ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালা-কানুন বাতিল করতে হবে।
৫. বিচারবিভাগের উপর অবৈধ হস্তক্ষেপ বন্ধ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করে ঢেলে সাজাতে হবে, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৬. কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবি অবিলম্বে বাস্তবায়ন এবং তাদের উপর হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
৭. রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম হওয়া নাগরিকদের অবিলম্বে তাদের পরিবারের নিকট ফেরত দিতে হবে এবং গুম-খুনের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।
৮. আগামী জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ পর পর্যন্ত বিচারিক ক্ষমতা দিয়ে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
এসব দাবী সমূহ বাস্তবায়ন করে দেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জাতি, ধর্ম, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো: তাসনিম আলম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রমুখ।
ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে
বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা
বাংলাদেশ বার্তাঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার বেলা ১টার দিকে প্রায় শতাধিক আইনজীবী একটি মিছিল নিয়ে মাজারগেট, কদম ফোয়ারা ও মৎস্য ভবন হয়ে সুপ্রিমকোর্টে আসেন।
পরে সুপ্রিমকোর্ট চত্বরে সমাবেশে মিলিত হন তারা।
এ সময় বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রফিকুল ইসলাম তালুকদার, কাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ, মোহাম্মদ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। 
সূত্রঃ যুগান্তর

আসাম থেকে বিতাড়িত হবে ৩০ লাখ বাঙালি


বাংলাদেশ বার্তাঃ উত্তর-পূর্ব ভারতের বিজেপি শাসিত রাজ্য আসাম ‘বিদেশি’ ইস্যুতে ফের উত্তপ্ত হতে চলেছে। চলতি বছরেই ৩০ লাখ বাঙালির গায়ে সরকারিভাবে পড়তে চলেছে বিদেশি তকমা। তাই তাদের রাজ্য থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা থাকছে না আসাম সরকারের হাতে। কিন্তু ৩০ লাখ মানুষ যাবে কোথায়, এর কোনো উত্তর নেই।

বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ছেড়ে আসা ছাত্রসংগঠন নিখিল আসাম ছাত্র সংস্থা বা আসু দাবি করেছে বিদেশি বিতাড়নে কোনো রকম ঢিলেমি তারা বরদাশত করবে না। হিন্দু-মুসলিম নির্বিশেষে নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ সবাকেই রাজ্যছাড়া করতে হবে।
ভারতে একমাত্র আসামেই রয়েছে ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনশিপ (এনআরসি)।

এআরসির সমন্বয়ক প্রতীক হাজেলা সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতে পেশ করেছেন এনআরসির খসড়া তালিকা। তাঁর দেওয়া তালিকামতে, আসামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ লাখের নাগরিকত্ব অবৈধ। কিন্তু কিসের ভিত্তিতে তিনি এ তথ্য দিলেন বা নাগরিকত্বের সংজ্ঞাটাই বা কী, তা নিয়ে কোনো তথ্য এখনো জানা যায়নি।

সুপ্রিম কোর্টে হাজেলা শুনিয়েছেন, আসামের অরিজিনাল ইনহ্যাবিট্যান্ট (আদি বাসিন্দা) বা ওআইদের কথা। কিন্তু কারা ওআই, তা-ও ব্যাখ্যা করেননি হাজেলা। অথচ আসাম চুক্তি অনুযায়ী ১৫ মার্চ ১৯৭৫-এর আগে থেকে যারা আসামে বসবাস করছেন, তাঁরা সবাই আসামের স্থায়ী বাসিন্দা।

এরই মধ্যে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বরের মধ্যে এনআরসি তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের এ নির্দেশ পেয়ে কট্টর বাঙালি-বিদ্বেষী বলে পরিচিত আসু ফের বিদেশি খেদাওয়ের দাবিতে সোচ্চার।

বিজেপির উসকানিতেই আসুর এ অবস্থান বলে মনে করছেন অসমের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুরা। কংগ্রেসের আশঙ্কা, ৩০ লাখ মানুষের গায়ে বিদেশি তকমা লাগিয়ে দেওয়া হলে ফের অশান্তির আগুন জ্বলবে। সাবেক মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগৈ সাংবাদিকদের সামনে পাল্টা প্রশ্ন করেন, নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ রাজ্যবাসী কোথায় যাবেন ?

নিজেদের দারিদ্র্য বা অন্যান্য কারণে নাগরিকত্বের প্রমাণ দিতে না পারা মানুষগুলো যে কথিত বাংলাদেশি, সেই প্রমাণও তো কারও কাছে নেই। ফলে বাংলাদেশ তাঁদের কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। গগৈয়ের মতে, বহু গরিব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই। বন্যায় ফি বছর অনেকের ঘর-গৃহস্থালির জিনিসপত্র ভেসে যায়।

তাই আইনি লড়াই ঠিকমতো লড়তে না পেরে অনেকেই নিজেদের ভারতীয়ত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। এঁদের গায়ে বিদেশি তকমা লাগিয়ে বিতাড়নের উদ্যোগ নেওয়া হলে রাজ্যে অশান্তির আগুন জ্বলবে। আর সেটা হলে রাজ্যের বিজেপি সরকারই দায়ী থাকবে বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরা।

পরিস্থিতি যে খুব খারাপ, সেটা মেনে নিয়েছেন রেল রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রাজেন গোঁহাইও। তিনি সাংবাদিকদের সামনে মন্তব্য করেন, রাজ্যের সংখ্যালঘু মানুষ এআরসি নিয়ে আতঙ্কিত।

আসামের বরাক উপত্যকায় তো রীতিমতো পৃথক বাঙালি রাজ্যের দাবি উঠতে শুরু করেছে। পরিস্থিতি বেগতিক দেখে আসুর সভাপতি দীপঙ্ক কুমার নাথ মন্তব্য করেছেন, বাঙালি হিন্দু ও মুসলিমরা যদি একজোট হয়, তবে তো অসমিয়াদের অস্তিত্ব-সংকট দেখা দেবে।

এ অবস্থায় রাজ্যবাসীর নিরাপত্তার অভয় দেওয়ার বদলে বিজেপি সরকারের পুলিশপ্রধান মুকেশ সহায় সাংবাদিক সম্মেলন করে হুমকি দেন, অশান্তি সৃষ্টির কোনো চেষ্টা বরদাশত করা হবে না। আদালতের নির্দেশ মেনেই পুলিশ কাজ করবে বলেও তিনি আগাম জানিয়ে দেন।

শিলচর থেকে মানবাধিকারকর্মী সাধন পুরকায়স্থ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসামে বাঙালিদের অবস্থা রোহিঙ্গাদের চেয়েও খারাপ। রোহিঙ্গারা শরণার্থী হয়ে অন্যত্র যেতে পারছে, আসমের বাঙালিদের যাওয়ার কোনো জায়গা নেই।

বিজেপির আমলে জেলে বসেই চিতা বা কবরেই মুক্তির প্রার্থনা তাঁদের একমাত্র ভবিতব্য।’ তিনি বলেন, ‘বাংলাদেশ বা পাকিস্তানে সংখ্যালঘুরা প্রতিবাদ করতে পারেন। এখানে কান্নাকাটিরও সুযোগ নেই। বিনা অপরাধে বাঙালি ছাত্রনেতা সুবোধ বিশ্বাসকে মাসের পর মাস জেলে আটকে রেখেছে বিজেপির পুলিশ।’

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে উকিল নোটিশ মইনুলের।

বাংলাদেশ বার্তাঃ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু মাসুদা ভাট্টির কাছে এ নোটিশ পাঠান। আইনজীবী জুলফিকার আলী জুনু বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়, সম্প্রতি চ্যানেল একাত্তরের একটি টকশো'তে মাসুদা ভাট্টি ব্যারিস্টার মইনুল হোসেনকে উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর প্রশ্নের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছেন। তাই নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে মাসুদা ভাট্টিকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

সোমবার, ২২ অক্টোবর, ২০১৮

সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন গ্রেপ্তার


বাংলাদেশ বার্তাঃ রংপুরের একটি মানহানির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আজ রাত সোয়া দশটার দিকে রাজধানীর উত্তরায় আবদুর রবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন তিনি মানবজমিনকে বলেন, রংপুরের একটি মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে 
এর আগে রাত নয়টা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সে বাসাটি ঘিরে রাখে 
উল্লেখ্য, সাংবাদিক মাসুদা ভাট্টিকেচরিত্রহীনবলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় মানহানির মামলা দায়ের করা হয়েছে এরমধ্যে কয়েকটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শোএকাত্তরের জার্নাল ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন(তথ্য সূত্র- মানব জমিন অনলাইন)