বাংলাদেশ বার্তাঃ দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় জামায়াতে ইসলামী সম্পর্কে প্রকাশিত ভিত্তিহীন অসত্য রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ০৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের কোন ধারাই দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। জামায়াতের নিবন্ধনের বিষয়টি দেশের উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। কাজেই জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয় নিয়ে কারো কোন ধরনের মন্তব্য করা আদৌ সমীচীন নয়।
দৈনিক কালেরকণ্ঠের রিপোর্টটি সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, এ রিপোর্টটি হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ রিপোর্টের কোন সত্যতা নেই। জামায়াতের বা তার কোন অঙ্গ সংগঠন কখনো সহিংসতার সাথে সম্পৃক্ত ছিলনা, এখনো নেই।
এ রিপোর্টে টিআরএসির তথ্যের বরাত দিয়ে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। বোমা হামলাসহ সশস্ত্র লড়াই কিংবা সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রসারণে জামায়াতের অতীতে কোন ভূমিকা ছিলনা, এখনো নেই। যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জামায়াত অতীতে সব সময়ই সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এ ধরনের আজগুবি তথ্য প্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
তাই এ ধরনের কাল্পনিক রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালেরকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন