কলম ধরলাম একটু রোহিঙ্গাদের পক্ষ হয়ে,
তাদের কিছু মনের কথা দিতে চাই বিশ্বকে জানিয়ে।
জানাই কৃতজ্ঞতা আত্মার ভাই তোদের কাছে,
অসহায় মোদের দিয়েছো ঠাঁই তোদের পাশে।
সব মুসলিম ভাই ভাই এই কথা আজ করছো প্রমাণ,
বিশ্বের বুকে তোদের মত উদার কি হবে কেউ সমান?
মোদের জন্য করেছো তোমরা অনেক কিছু,
তোদের মানবতা আর সাহায্য ছাড়ছে না এখনো পিঁছু।
ওগো প্রাণের ভাই!!!
তোদের কাছে আরেকটু সাহায্য চাই।
মোদের ঐ জন্ম ভূমি প্রাণের দেশ আরকান,
যে ভূমিতে উঠেছে বেড়ে মোদের এই দেহ-প্রাণ।
নির্যাতন হতে বাঁচতে এসেছি চলে,
কিন্তু ঐ ভূমির জন্যে প্রাণ এখনো জ্বলে।
অনেক কিছু পেয়েছি তোদের কাছে,
আরেকটু থাকো মোদের পাশে।
আরকান দেশটা করে দাও স্বাধীন,
থাকি না যেন মোরা আর পরাধীন।
জানাচ্ছি এই আবেদন রোহিঙ্গাদের পক্ষ থেকে,
জাতি যেন একটু ভাবে আমার এই লেখনি দেখে।
তাদের কিছু মনের কথা দিতে চাই বিশ্বকে জানিয়ে।
জানাই কৃতজ্ঞতা আত্মার ভাই তোদের কাছে,
অসহায় মোদের দিয়েছো ঠাঁই তোদের পাশে।
সব মুসলিম ভাই ভাই এই কথা আজ করছো প্রমাণ,
বিশ্বের বুকে তোদের মত উদার কি হবে কেউ সমান?
মোদের জন্য করেছো তোমরা অনেক কিছু,
তোদের মানবতা আর সাহায্য ছাড়ছে না এখনো পিঁছু।
ওগো প্রাণের ভাই!!!
তোদের কাছে আরেকটু সাহায্য চাই।
মোদের ঐ জন্ম ভূমি প্রাণের দেশ আরকান,
যে ভূমিতে উঠেছে বেড়ে মোদের এই দেহ-প্রাণ।
নির্যাতন হতে বাঁচতে এসেছি চলে,
কিন্তু ঐ ভূমির জন্যে প্রাণ এখনো জ্বলে।
অনেক কিছু পেয়েছি তোদের কাছে,
আরেকটু থাকো মোদের পাশে।
আরকান দেশটা করে দাও স্বাধীন,
থাকি না যেন মোরা আর পরাধীন।
জানাচ্ছি এই আবেদন রোহিঙ্গাদের পক্ষ থেকে,
জাতি যেন একটু ভাবে আমার এই লেখনি দেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন