বাংলাদেশ বার্তাঃ বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেয়ার চুক্তির খসড়া সম্প্রতি মন্ত্রিপরিষদে অনুমোদন প্রদান, ভারতের আসামের মুসলমানদের বাংলাদেশে পাঠানোর হুমকি ও ষড়যন্ত্র এবং বিজেপির এমপি সুব্রামানিয়াম স্বামীর বাংলাদেশ দখলের হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে দেয়ার চুক্তির খসড়া সম্প্রতি মন্ত্রিপরিষদে অনুমোদন প্রদান, ভারতের আসামের মুসলমানদের বাংলাদেশে পাঠানোর হুমকি ও ষড়যন্ত্র এবং বিজেপির এমপি সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশ দখলের হুমকি প্রদান করায় দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণে বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।
উপরোল্লিখিত বিষয়ে সরকার কোথাও কোথাও লুকোচুরি এবং কোন কোন ক্ষেত্রে রহস্যজনক নিরবতা পালন করছে। আমরা এই উদ্বেগের জায়গাগুলোতে সরকারের সুস্পষ্ট বক্তব্য ও ব্যাখ্যা দাবি করছি। অন্যথায় জনগণ ধরে নেবে সরকারও এই ষড়যন্ত্রের অংশে পরিণত হয়েছে।
দেশবাসীকে নিজেদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও সতর্ক থাকার জন্য আমরা আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন