বেসরকারী বিশ্ববিদ্যালয়, বেসরকারী মেডিকেল কলেজ এবং বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে সরকার টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য হওয়ায় আপামর ছাত্রজনতাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “সরকার অযৌক্তিকভাবে বেসরকারী বিশ্ববিদ্যালয়, বেসরকারী মেডিকেল কলেজ এবং বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীদের টিউশন ফির ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট ধার্য করায় ছাত্র-ছাত্রীরা আন্দোলনে নামতে বাধ্য হয়।
লাগাতার পাঁচ দিন পুলিশের বাধা, সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা এবং নানা প্রকার ঝুঁকি মাথায় নিয়ে আপামর ছাত্রজনতা ধৈর্য ধরে তাদের শতভাগ ন্যায্য দাবির পক্ষে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে এ আন্দোলন চালিয়ে যায়। ছাত্র সমাজের এ আন্দোলনে ১৬ কোটি মানুষ তাদের আন্তরিক সমর্থন জ্ঞাপন করে। ছাত্র সমাজের এ বিজয় আরো একবার প্রমাণ করলো, সরকারের চাপিয়ে দেয়া অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে যে কোন হটকারী সরকারও নত স্বীকার করতে বাধ্য হয়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের আন্দোলনের এ বিজয় প্রকৃতপক্ষে ১৬ কোটি মানুষের বিজয়। অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামীতেও দেশ এবং জাতির প্রয়োজনে ছাত্রসমাজ যথাযথ ভূমিকা পালনে এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী। গত ৫ দিনে জনদুর্ভোগের সমস্ত দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
ছাত্রসমাজের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে সরকার যেভাবে ১৬ কোটি মানুষকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে। একইভাবে সরকারী বিশ্ববিদ্যালয় এবং সরকারী কলেজের সম্মানিত শিক্ষক সমাজের ন্যায্য দাবি-দাওয়াসমূহ অবিলম্বে মেনে নিয়ে শিক্ষা এবং শিক্ষক সমাজের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য আমি সরকারের প্রতি আরেকবার আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন