মওদুদী কে ?
* ইন্দোনেশিয়া তে তাকে উস্তাদ ছাড়া ডাকা হয় না,
* বাদশাহ নাজ্জাশির পর কা'বার চত্তরে একমাত্র উনার গায়েবানা জানাযার নামাজ পড়া হয়েছে।
* উনি মনে হয় এই দুনিয়ার একমাত্র আলেম যিনি সাহস করে নিজের লিখা কুরাঅান
শরীফের তাফসির একটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ করেছেন। এইটা কিন্তু খুব সাহসী কাজ।
* মউদুদী ছিলেন কাদিয়ানিদের বিরুদ্ধে সোচ্চার। তিনি প্রথম তাদের বিরুদ্ধে
লিখেছেন। সে জন্য একবার ফাসির রায়ও দেওয়া হয়েছিল।
* তার লেখনি ভারত ভাগকে করেছিল তরান্নিত।
* তিনি আজীবন ইসলামি হুকুমত কায়েমের চেষ্টা করেছেন। গিয়েছেন ফাসির প্রকষ্টেও। তবুও হার মানেন নাই।
* উনিই মনে হয় দক্ষিন এশিয়ার প্রথম রাজনিতিবীদ যিনি দলের প্রধানের পদ থেকে সেচ্চায় অবসর নিয়েছিলেন।
* পাকিস্তানীরা তাকে বলে আরবী লেভেলের অনেক উচু মানের আলেম।
* সউদীরা তাকে বলে শায়েখ।* ইন্দোনেশিয়া তে তাকে উস্তাদ ছাড়া ডাকা হয় না,
* আপনারা যারা মাদানী তারা হয়তবা জানেন না যে মউদুদী ছিলেন মদীনা ইউনিভারসিটির একজন প্রতিষ্ঠাতা। বেশির ভাগ প্রস্তাবনা ছিল তার।
* উনি ছিলেন Muslim World League (রাবিতা আল আলাম আল ইসলামি) এর প্রতিষ্ঠাতাদের একজন।
* উনি ইসলামিক ইউনিভারসিটি অব মদীনার শরীয়া ডিপার্টমেন্ট এর দায়িত্তেও ছিলেন।
* উনার জানাযার নামাজ পড়িয়েছিলে তখনকার সময়ের মধ্যপ্রাচ্যের সবচেয়ে নন্দিত আলেম ইউসুফ আল কারজাবী।* বাদশাহ নাজ্জাশির পর কা'বার চত্তরে একমাত্র উনার গায়েবানা জানাযার নামাজ পড়া হয়েছে।
* উনি মনে হয় এই দুনিয়ার একমাত্র আলেম যিনি সাহস করে নিজের লিখা কুরাঅান
শরীফের তাফসির একটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশ করেছেন। এইটা কিন্তু খুব সাহসী কাজ।
* উনি তাবলীগ জামাতের প্রশংসা করতেন উনার লিখনীতে। উনার প্রেরনাতেই মাওলানা আবুল হাসান আলি নদভী (র) তাবলীগ এর প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস (র) সাথে দেখা করেন এবং খুব উৎসাহ প্রদান করে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন।
* উনার বই প্রায় ৫৭ টি ভাষাতে অনুদিত হয়েছে।
* তিনি একটা দল প্রতিষ্ঠা করেছেন যেটা মনে হয় একমাত্র দল, যারা অন্য কোনো ইসলামি দলের ও দলের দায়ীত্বশীলদের বিরুদ্ধে কথা বলার কোন প্রমান নাই।
* পাকিস্তানে, জামায়াত ইসলামি কে তাদের দেশের সৈনিকদের পর সবচেয়ে শৃংখলাবদ্ধ দল বলা হয়।* মউদুদী ছিলেন কাদিয়ানিদের বিরুদ্ধে সোচ্চার। তিনি প্রথম তাদের বিরুদ্ধে
লিখেছেন। সে জন্য একবার ফাসির রায়ও দেওয়া হয়েছিল।
* তার লেখনি ভারত ভাগকে করেছিল তরান্নিত।
* তিনি আজীবন ইসলামি হুকুমত কায়েমের চেষ্টা করেছেন। গিয়েছেন ফাসির প্রকষ্টেও। তবুও হার মানেন নাই।
* উনিই মনে হয় দক্ষিন এশিয়ার প্রথম রাজনিতিবীদ যিনি দলের প্রধানের পদ থেকে সেচ্চায় অবসর নিয়েছিলেন।
* উনি ছিলেন দলের লোকদের জন্য নিবেদিত। একবার মঞ্চে বক্তব্য প্রদানরত অবস্থায় তাকে লক্ষ করে গুলি চলানো হচ্ছিল, তাকে বসে যেতে বলা হলে তিনি বলেছিলেন " আমি বসে পরলে দাড়িয়ে থাকবে কে?"।
* তিনি ইসলামি অর্থনীতি সম্পর্কে দিয়েছেন খুব পরিষ্কার ধারনা।
* তিনি মনে হয় একমাত্র লোক যিনি তার দল কে শিখাতে পেরেছিলেন যে মুসলমানদের আদর্শ শুধু মাত্র রাসুল (সাঃ) যেকারনে জামায়াতে ইসলামির প্রতিষ্ঠাতা হওয়া সত্তেও তার কোন জন্ম বা মৃত্যু বার্ষিকী পালিত হয় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন