লাগামহীন দুর্নীতি ও লুটপাটের অর্থের যোগান দিতেই সরকার অযৌক্তিকভাবে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন।
তিনি বৃহস্পতিবার কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন।
সেলিম উদ্দীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এজন্য তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। কিন্তু মানুষ সরকারের এই ষড়যন্ত্র বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।’
তিনি গণবিরোধিতা পরিহার করে অবিলম্বে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় ব্যর্থ ও জুলুমবাজ সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুমকি দেন মহানগর জামায়াতের এই নেতা।
তিনি বলেন, সরকার দেশে সুশাসনের পরিবর্তে অপশাসন ও দুঃশাসন চালাচ্ছে। মূলত এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনদুর্ভোগ বাড়বে বৈ কমবে না।
সেলিম উদ্দীন জালিম সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন