গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার এক বিবৃতিতে বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের লোকদের জীবন ধারণ দুর্বিষহ হয়ে পড়েছে। গ্যাস এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির কোনো যুক্তি নেই।
তিনি বলেন, সরকারি দলের কোনো কোনো নেতাও বলেছেন যে, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেশের গোটা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে।
ডা. শফিকুর বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের ভাড়া বাড়তে শুরু করেছে, বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়ছে। সঙ্গত কারণেই শিল্প ও কল-কারখানায় উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। দরিদ্র মানুষের ভোগান্তি আরো বাড়বে। তিনি অভিযোগ করেন, দেশের জনগণের উন্নতি ও কল্যাণের কথা সরকার মোটেও চিন্তা করে না। সরকার লুটপাট, দখলদারি, দুঃশাসন ও ভোগবিলাসে ব্যস্ত রয়েছে। বর্তমান সরকারের নিকট থেকে জনগণের কোনো কল্যাণ ও উন্নতি আশা করা যায় না।
ডা. শফিকুর বলেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের ভাড়া বাড়তে শুরু করেছে, বাসা ভাড়া বৃদ্ধি পাচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়ছে। সঙ্গত কারণেই শিল্প ও কল-কারখানায় উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়ে যাবে। দরিদ্র মানুষের ভোগান্তি আরো বাড়বে। তিনি অভিযোগ করেন, দেশের জনগণের উন্নতি ও কল্যাণের কথা সরকার মোটেও চিন্তা করে না। সরকার লুটপাট, দখলদারি, দুঃশাসন ও ভোগবিলাসে ব্যস্ত রয়েছে। বর্তমান সরকারের নিকট থেকে জনগণের কোনো কল্যাণ ও উন্নতি আশা করা যায় না।
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখা এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন