পবিত্র মক্কা নগরীতে মসজিদুল হারাম-এ প্রচ- মরুঝড়, ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সময় ক্রেইন ভেঙ্গে পড়ে মসজিদের ছাদ ধসে কমপক্ষে ১০৭ জন হজ্জযাত্রী নিহত এবং ৪০ জন বাংলাদেশীসহ প্রায় আড়াইশত হজ্জযাত্রী আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১২ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “হজ্জযাত্রীগণ আল্লাহর ঘরের মেহমান। মর্মান্তিক দুর্ঘটনায় তারা নিহত হওয়ায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জান্নাতবাসী করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
নিহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আহত এবং সংশ্লিষ্ট দেশের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি যাতে তারা সুস্থ হয়ে হজ্জের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।”
Acting Ameer condoles at the tragic death of 107 pilgrims in holy city of Mecca
Acting Ameer of Bangladesh Jamaat-e-Islami, Maqbul Ahmed has issued the following statement on 12th September, 2015 expressing deep shock and condolence as 107 pilgrims killed and around 250 pilgrims became wounded as a construction crane has been collapsed due to torrential rain and sandstorms on Friday night at Baitul Haram mosque in the holy city of Mecca.
The pilgrims are the honorable guest of Almighty Allah. I am expressing deep shock over the death of these prestigious personalities and praying so that they would be blessed with holy Jannah. I am also extending sympathy to the victim families, their relatives, the people and the government of Saudi Arabia on these tragic deaths. I am also praying seeking quickest recovery of the injured pilgrims so that they can perform and complete all the rituals and formalities of the upcoming Hajj properly.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন