ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫

পুলিশ কে জামায়াতের পরামর্শ।।


বিবৃতিতে ডা. শফিক বলেন, টাঙ্গাইলে অন্যায়ভাবে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও অর্ধশত লোক আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা রেঞ্জের পুলিশ প্রধানের এ ধরনের উস্কানিমূলক এবং দাম্ভিকতাপূর্ণ বক্তব্যে সচেতন দেশবাসী হতবাক ও মর্মাহত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার নিকট থেকে দেশবাসী এ ধরনের অন্যায়, অযৌক্তিক ও দায়িত্বহীন বক্তব্য কখনো আশা করে না। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের বেআইনি বক্তব্যের কারণেই পুলিশ সদস্যরা যখন তখন নানা ছলছুতায় জনগণের ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করার সাহস পাচ্ছে।

তিনি বলেন, পুলিশের বেআইনি ও ঊচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনগণ পুলিশের ওপর আস্থা এবং বিশ্বাস হারিয়েছে। পুলিশ কর্মকর্তাগণ উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করে পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। জনগণের টাকায় লালিত-পালিত পুলিশের এ ধরনের গণবিরোধী ভূমিকা কখনো দেশের জনগণের জন্য কল্যাণকর হতে পারে না। তাই জাতীয় স্বার্থেই এ ধরনের দাম্ভিকতাপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন