বিবৃতিতে ডা. শফিক বলেন, টাঙ্গাইলে অন্যায়ভাবে পুলিশের গুলিতে ৪ জন নিহত ও অর্ধশত লোক আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢাকা রেঞ্জের পুলিশ প্রধানের এ ধরনের উস্কানিমূলক এবং দাম্ভিকতাপূর্ণ বক্তব্যে সচেতন দেশবাসী হতবাক ও মর্মাহত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার নিকট থেকে দেশবাসী এ ধরনের অন্যায়, অযৌক্তিক ও দায়িত্বহীন বক্তব্য কখনো আশা করে না। পুলিশ কর্মকর্তাদের এ ধরনের বেআইনি বক্তব্যের কারণেই পুলিশ সদস্যরা যখন তখন নানা ছলছুতায় জনগণের ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করার সাহস পাচ্ছে।
তিনি বলেন, পুলিশের বেআইনি ও ঊচ্ছৃঙ্খল আচরণের কারণেই জনগণ পুলিশের ওপর আস্থা এবং বিশ্বাস হারিয়েছে। পুলিশ কর্মকর্তাগণ উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি করে পুলিশকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। জনগণের টাকায় লালিত-পালিত পুলিশের এ ধরনের গণবিরোধী ভূমিকা কখনো দেশের জনগণের জন্য কল্যাণকর হতে পারে না। তাই জাতীয় স্বার্থেই এ ধরনের দাম্ভিকতাপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আমি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন