বাংলাদেশ বার্তা: ২৩ এপ্রিল ২০১৬, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী আজ ২৩ এপ্রিল সকালে দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ ২৩ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, বর্তমানে দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই।
দেশবাসী উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, দেশে একের পর এক চাঞ্চল্যকর হত্যাকান্ড সংঘটিত হয়েই যাচ্ছে। কিন্তু কোন হত্যাকান্ডেরই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার হচ্ছে না। এ যাবত যে সব হত্যাকান্ড সংঘটিত হয়েছে তার কোনটিরই সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও বিচার না হওয়ার কারণেই প্রকাশ্য দিবালোকে বারবার হত্যাকান্ডের ঘটনা ঘটছে।
সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কাজে নিয়োজিত রাখার কারণেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক স্বার্থ হাসিলের অনৈতিক ও বেআইনী কাজে ব্যবহার বন্ধ করে তাদেরকে শতভাগ পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিত রাখতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি নিহত অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীর রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন