কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্মাণাধীন দুই কোটি টাকার ভবনের ঢালাই কাজে রডের পরিবর্তে বাঁশের চটা আর খোয়ার বদলে সুরকি দিয়ে কাজ চলছে।ভবনের অধিকাংশ কাজ হয়েছে রাতের আঁধারে। সরকারি গুরুত্বপূর্ণ এ ভবনের কাজে পুকুর চুরির বিষয়টি এলাকাবাসী ধরে ফেললে তোপের মুখে পড়ে বৃহস্পতিবার থেকে এ ভবনের নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন কৃষি অধিদপ্তর।
চুয়াডাঙ্গার দর্শনায় স্থলবন্দরের উদ্ভিদ সংগ নিরোধ কার্যালয়ের জন্য দর্শনা পৌরসভার পাশে তিন হাজার ৭৫০ বর্গফুট আয়তনের একটি আধুনিক ল্যাবরেটরি ও অফিস ভবন নির্মাণ কাজ শুরু হয়।
গত ১ ডিসেম্বর এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফাইটো স্যানিটরি ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় প্রায় দুই কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এ ভবনটি।
এ ভবনটির নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকা ফার্মগেটের জয় ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মনি সিং। ইতোমধ্যো ভবনটির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়ে গেছে।
এদিকে বুধবার বিকেলে কাজ চলাকালে এলাকাবাসী দেখতে পায় ভয়াবহ ব্যাপার। ভবনের গুরুত্বপূর্ণ ঢালাইকাজে রডের পরিবর্তে বাঁশের চটা দেয়া। আর খোয়ার বদলে সুরকি দিয়ে কাজ করা হচ্ছে। এ সময় এলাকাবাসী প্রতিবাদ করলে কাজ ফেলে গা ঢাকা দেয় উপস্থিত প্রকৌশলীসহ ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার ও শ্রমিকরা।
এলাকাবাসী জানান এ ভবনের অধিকাংশ কাজ করা হয়েছে রাতের আঁধারে।
এ ভবন নির্মাণে ‘পুকুরচুরির’ বিষয়টি ক্যামেরায় ধরা পড়লে এক পর্যায়ে বিষয়টি অকপটে স্বীকার করলেন উপ-সহকারী প্রকৗশলী সুব্রত বিশ্বাস। তিনি এ কাজ দেখভাল করার দ্বায়িত্বে আছেন।
এদিকে এলাকাবাসীর তোপের মুখে আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে এ ভবন নির্মাণ কাজ সাময়িক বন্ধ করার নির্দেশ দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ বিষয়টি নিয়ে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান নতুন বার্তাকে জানান, বিষয়টি জানতে পেরে তিনি কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। ঢাকা থেকে উচ্চ পর্যায়ের টিম পাঠানো হবে। তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন