বাংলাদেশ বার্তা: ১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ গতকাল ১২ এপ্রিল, ২০১৬ নিম্নোক্ত শুভেচ্ছা বাণী প্রদান করেছেনঃ-
“বাংলা নববর্ষ আমাদের সামনে উপস্থিত। বাংলা নববর্ষে আমাদের দেশের ব্যবসায়ীগণ হালখাতা অনুষ্ঠান করেন। মোঘল সম্রাট আকবরের আমল থেকে খাজনা আদায়ের সুবিধার্থে ১লা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে চালু করা হয়।
যে সালটি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে তা জাতির জন্য সুখকর ছিল না। অনেক দেশপ্রেমিক, প্রতিশ্রুতিশীল, সৎ, বিচক্ষণ, জাতীয় নেতৃত্বকে জাতি এ সময়ে হারিয়েছে। গণতন্ত্রের চাদর গায়ে পড়ে জনগণের ওপর চলছে জুলুম-নির্যাতন। লুট হয়েছে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ, ধর্ষিতা হয়েছে অনেক মা-বোন, জীবন কেঁড়ে নেয়া হয়েছে অসংখ্য মানুষের। সব দিকে চলছে লুটপাটের মহড়া। গণতন্ত্রকে করা হয়েছে মৃতপ্রায়। মিডিয়ার কণ্ঠ আজ রুদ্ধ। মানুষের সকল মৌলিক অধিকার পদদলিত। এ অবস্থা থেকে জাতি মুক্তি চায়। তাই বাংলা নববর্ষ মুক্তির সেই আহবান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে।
আসুন জাতি হিসেবে আরেকবার ঘুরে দাঁড়াবার শপথ নিই, যাতে বাংলাদেশের আপামর জনগণ শান্তি ও স্বস্তির সাথে বাঁচার জন্য নিজেদের মত করে বাংলাদেশটাকে গড়ে তুলতে পারে। আমি দেশবাসী সকলের শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি জুলুম মুক্ত বাংলাদেশ কামনা করছি এবং আমার দলের পক্ষ থেকে প্রিয় দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশবাসীকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি জুলুম মুক্ত সুখী-সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসার জন্য আন্তরিক আহবান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন