বাংলাদেশ বার্তা: গত ৬ এপ্রিল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমুদ্দিনকে হত্যার ঘটনার সাথে জামায়াত-শিবিরকে জড়িয়ে আজ ৮ এপ্রিল ‘’দৈনিক কালের কন্ঠ’’পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘’সন্দেহে জঙ্গি ও জামায়াত’’ শিরোনামে যে অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৮ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“৬ এপ্রিল রাতে এক দল দুর্বৃত্তের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নাজিমুদ্দিন নিহত হয়। এ ধরনের কোন হত্যাকান্ড আমরা কেউই সমর্থন করি না এবং সমর্থন করার প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে আমাদের ভূমিকা জাতির সামনে স্পষ্ট।
বাংলাদেশে সাম্প্রতিককালে এ ধরনের অনেক ঘটনাই ঘটছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, এক শ্রেণির মিডিয়া এ ধরনের ঘটনা ঘটলেই এ দেশের আপামর জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র-জনতার প্রিয় সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে জোর করে ঐ সব ঘটনার সাথে জড়িয়ে ফেলার অপতৎপরতা শুরু করে দেয়। তারা অতীতেও এ ধরনের অপতৎপরতা চালিয়েছে। কিন্তু কখনো এ ধরনের কোন ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি। এতদসত্ত্বেও উদ্দেশ্যমূলক এবং হলুদ সাংবাদিকতার যেন শেষ হচ্ছে না।
এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচারের ফলে হত্যাকান্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীরা অনেক সময়েই পার পেয়ে যায় এবং এ ঘটনার রহস্য আড়াল হয়ে যায়। তদন্তকারীরাও এ ধরনের অপ-সাংবাদিকতার ফলে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
আমরা তাই এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবশেন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন