মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরতম গণহত্যার প্রতিবাদে আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তর' শাখার উদ্দ্যোগে মিরপুর দশ নং গোল চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরীর কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব মাওলানা দেলোয়ার হোসাইন ও মো: মাহফুজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরার সদস্য অধ্যাপক আনোয়ার করীম, মোস্তাফিজুর রহমান, আশরাফুল আলম, নাসির উদ্দিন, ডা: শফিয়ার রহমান, আবুল ফযল, জসিমউদ্দিন ও কে এম সোলায়মান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন থানার সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি মিরপুর দশ নং গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেনারসি পল্লীর এক নম্বর গেটে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরতম গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ, ওআইসি'সহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে বাংলাদেশসহ সকল প্রতিবেশী রাষ্ট্রকে মানবিক সাহায্যের আহবান জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন