.বন্ধুর পথে চলতে চলতে কাজের সূত্রে দেখা
সে দেখার পর তোমার-আমার মিলেছে সরল রেখা
সংগ্রামী তুমি সাহসী যোদ্ধা শেখনি হটতে পিছু।
গালি অপমান জেল রিমান্ডে মাথা করনিকো নীচু।সবাই যখন ভয়ে কাচু-মাচু সত্য লিখেনি হায়!
নির্ভীক তুমি লিখে গেছো সব কাঁধে নিয়ে তার দায়।
আমারদেশ কে বানিয়েছো তুমি ন্যায়ের কন্ঠস্বর
তাই কেঁপে ওঠে দূর্নীতি আর জুলুমবাজের ঘর।
বিচারের নামে কেলেঙ্কারির মুখোশ দিয়েছো খুলে
সেই কলংক বিশ্ব বিবেক যাবেনা কখনো ভুলে।
অর্থের লোভ ক্ষমতার মোহ হুমকি মৃত্যুভয়
দলেছো দুপায়ে তুলেছো ঝান্ডা ঈমান করোনি ক্ষয়।
শাহবাগ থেকে ফ্যাসিবাদী ঝড় আঘাত হানার কালে
তুমি একা ডাক দিয়েছিলে রুখো বজ্র নিনাদ তালে।
তোমার সে ডাকে ঘরে ঘরে ওঠে মুক্তির জয়গান
জেগে ওঠে সব নিপীড়িত মন জনতার সংগ্রাম
হাতে হাত রেখে মজলুমানেরা একাকার হয় পথে
প্রবল জোয়ারে সিংহাসনের খুটি টলে যায় তাতে।শোষকের গুলী এফোঁড় ওফোঁড় করেছে হাজার বুক।
সেই কালো রাত বীভৎস স্মৃতি চিরজীবনের দূখ।
আধার রাতে পুলিশের দল ঘেরিছে আমারদেশ
বন্দী করেছে কাটেনি যখনো আলো আঁধারির রেশ
তিল তিল করে দিয়েছে কষ্ট রিমান্ডে চোখ বেঁধে
হত্যা করতে চেয়েছে তোমায় বন্য হিংস্র জেদে
কঠিন ধৈর্যে অটল থেকেছো করোনি সমর্পন
চোখের জলে জানিয়েছে জাতি তোমায় সমর্থন।
পথে আজ নেই ঝাঁঝালো মিছিল নেইতো মুষ্টি হাত!
যেই হাত তুলে বলেছিলে তুমি রুখে দাও ফ্যাসিবাদ।
ঘরে ঘরে আছে চাপা কান্না তপ্ত দীর্ঘশ্বাস।
মুক্তির পথ আর কতদূর কেটে যায় দিন মাস।
তুমি বলেছিলে সংগ্রাম ছাড়া যায়না বিজয় গড়া
আঘাত আসলে বুক টান করে হাতে হাত ধরে দাড়া।
এ জাতি আবার দাঁড়াবে সত্য তোমার হাতটি ধরে,
অপেক্ষা আছে সম্বল হয়ে বাংলার ঘরে ঘরে।
বুড়িগঙ্গায় জোয়ার উঠবে কর্ণফুলীতে গান।
তুমি আসবেই বিপ্লবী রুপে মাহমুদুর রহমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন