বাংলাদেশ বার্তা ডেস্কঃ ফেনী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর আবদুল হান্নান ও দাগন ভূঞা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শরিয়তউল্যাহ বাঙ্গালীর অভিযোগের বরাত দিয়ে বাংলাট্রিবিউন অনলাইন পত্রিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদকে জড়িয়ে আজ ১০ নভেম্বর প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে ফেনী জেলা জামায়াতের আমীর জনাব একেএম শামসুদ্দিন আজ ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ফেনী কলেজের সাবেক ভিপি, তৎকালীন পূর্ব-পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা শহীদ মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিনকে ও মুক্তিযোদ্ধা আনা মিয়াকে জনাব মকবুল আহমাদের নির্দেশে হত্যা করার যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কোন হত্যাকান্ড এবং কারো বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার সাথে জনাব মকবুল আহমাদের দূরতম কোন সম্পর্ক নেই।
জনাব মকবুল আহমাদ ফেনীর দু’টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। একজন আদর্শবাদী শিক্ষক হিসেবে ফেনীর সর্বত্রই তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। ফেনীর জনগণের নিকট তার স্বচ্ছ ও উজ্জল ভাবমর্যাদা বিরাজমান আছে। স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছরের মধ্যে কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করেনি। জামায়াতের আমীর হওয়ার পরদিন থেকে বানোয়াট অভিযোগ উত্থাপন করা থেকেই বুঝা যায় যে, এসব অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে তাকে ভিত্তিহীন মিথ্যা মামলায় ফাঁসানোর হীনউদ্দেশ্যেই বিশেষ মহল থেকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করা হচ্ছে। এভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি বাংলা ট্রিবিউনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন