রোহিঙ্গাদের হত্যা-নির্যাতন নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিবেদনকে ‘হোয়াইটওয়াশ’ উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি, জাতিসংঘের ও স্বতন্ত্র তদন্ত দলের অধীনে নিরপেক্ষ তদন্তের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে সংস্থাটি। গত আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তখন জাতিসংঘ একে জাতিগত নিধনের বিশুদ্ধ উদাহরণ বলে উল্লেখ করেছিল।
এর আগে গত রোববার বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন শেষে জাতিসংঘ মহাসচিবের যৌন সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেন বলেছেন, তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবেন।
এর আগে এক তদন্ত প্রতিবেদনে, রাখাইনে বর্বরতার অভিযোগ নাকচ করে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তদন্তের ফলাফল ফেসবুক পোস্টে তুলে ধরে দেশটির সেনা প্রধান জেনারেল মিন অং লাইং। প্রতিবেদনে বলা হয়, রাখাইনে কোনো ধরনের হত্যা, নির্যাতন বা ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার মতো ঘটনা ঘটেনি। তদন্তে রোহিঙ্গা নারীদের ধর্ষণ বা যৌন নিপীড়নের ঘটনাও পুরো অস্বীকার করেছে সেনারা।
যমুনা অনলাইন: https://goo.gl/NDtkQE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন