লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করা সম্ভব না হলে যে সুষ্ঠু নির্বচান করা সম্ভব নয় সে কথা নতুন করে বলার অপেক্ষ রাখে না। বিষয়টি তো নির্বাচন কমিশনও জানে। তাহলে তারা এবিষয়ে কাজ করছে না কেন? সব দলকে সমানভাবে নির্বাচনী কাজকর্ম, মিছিল-মিটিং করার সুরযাগ না দেয়া হলে কেন তারা বলছে না, এতে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টির কাজের ব্যত্যয় ঘটছে। কমিশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের এতো ভয় কিসের? তারা বলুক কোনো মন্ত্রী সরকারী প্রটোকল ব্যবহার করে সরকারী নিরাপত্তা নিয়ে সভা করে দলীয় কাজ করলে বা দলীয় মার্কায় জনসমর্থন চাইলে সে কাজটি বৈধ হবেনা এবং এ ব্যাপারে ওই মন্ত্রীকে চিঠি লিখে তো সতর্ক করতে পারেন। এক দল সরকারী প্রটোকল ও সরকারী নিরাপত্তা নিয়ে সরকারী খরচে দলীয় কর্মকান্ড চালাবে, আরেক দল দলীয় খরচেও তা না করতে পারলেকমিশিন কিভাবে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করেছে দাবি করবে? আর এমন দাবি করলে তা কেউ মানবে কি?
ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, অধ্যাপক ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, অধ্যাপক ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন