বাংলাদেশ বার্তাঃ18 Nov, 2017 ফিলিস্তিনের এক এনজিও’র বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু জানিয়েছে, সম্প্রতি মাসগুলোতে অন্তত ৪০০ ফিলিস্তিনি শিশু কিশোরকে আটক করেছে ইসরাইল। সেই সঙ্গে আটককৃতদের ওপর চালানো হচ্ছে নির্যাতন।
বুধবার আঙ্কারা সফরকালে প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটির প্রধান ক্বাদোরা ফারিস আনাদলুকে বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ ১৩-১৪ বছর বয়সী অন্তত ৪০০ ফিলিস্তিনি শিশু কিশোরকে কারাগারে আটক করে রেখেছে।
তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে কম বয়সী ১০ জন মেয়েও রয়েছে। ফারিস দাবি করেন, ইসরাইলি কারাগারে খুব খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে আটককৃতরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে সেখানে।
ফিলিস্তিনি এনজিওদের পরিসংখ্যান অনুসারে, গত মাসে ইসরায়েলি বাহিনী ৪৮৩ জন ফিলিস্তিনিকে আটক করে। যাদের মধ্যে ১২৫ জনই কম বয়সী শিশু কিশোর। ইসরাইলি কারাগার ফিলিস্তিনিদের রক্তেপাতে বিক্ষত বলে দাবি করে ফারিস ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ আনেন ফারিস।
ফিলিস্তিনের সরকারের হিসেব মতে, গত কয়েক মাসে ৬,৩০০ এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল।উৎসঃ আওয়ার ইসলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন