বক্তব্য রাখছেন ভিসি প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন |
বাংলাদেশ বার্তাঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২০১৮ উদযাপন।
২১ ফেব্রুয়ারী ২০১৮ তারিখ একুশের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক ঘোষিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সর্বশেষ কর্মসূচী ছিলো আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
২১ ফেব্রুয়ারী’১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ভাষা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মা্ন্যবর ভাইস-চ্যান্সলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফিনেন্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানুল্লাহ। অন্যান্যের মধ্যে রেজিষ্ট্রার কর্নেল মোঃ কাশেম পিএসসি (অবঃ), স্টুডেন্ট এ্যাফেয়ারর্স ডিভিশনের পরিচালক আ. জ. ম. ওবায়দুল্লাহ প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে ১৯-২১ ফেব্রুয়ারী তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ঘোষণা করেছিল। সেই কর্মসূচীর আলোকে- ১৯ ফেব্রুয়ারী’১৮ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহযোগিতায় জাতীয় সংগঠন বাংলাদেশ চারু শিল্পী পরিষদের উদ্যোগে আই.আই.ইউ.সি অডিটরিয়ামে “সিম্পোজিয়াম ও বাংলো ক্যালিগ্রাফি প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়।
শহীদ মিনারে ভিসি প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন |
উল্লেখ্য, “সিম্পোজিয়াম ও বাংলো ক্যালিগ্রাফি প্রতিযোগিতা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন। প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পোজিয়াম অনুষ্ঠানে প্রবন্ধ এতে প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতীমান শিল্পী ও কার্টুনিস্ট বাংলাদেশ চারু শিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল। প্রধান আলোচক ছিলেন খ্যাতিমান শিল্পী ও শিল্পতাত্ত্বিক, ঢাকা চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. আবদুস সাত্তার। নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্যালিগ্রাফার ও শিল্পী আবদুর রহিম িএবং অরবিট ও শরীফা আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ারর্স ডিভিশনের পরিচালক আ. জ. ম. ওবায়দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন স্টুডেন্ট এ্যাফেয়ারর্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক কবি চৌধুরী গোলাম মাওলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন